
শেষ হয়েও হলো না শেষ—বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দেখলে যে কারও এই কথা মনে পড়বেই। আইসিসি ইভেন্ট, দ্বিপক্ষীয় সিরিজ সবখানেই দেখা যায় দুই দলের মধ্যকার কোনো না কোনো আলোচিত ঘটনা। যার মধ্যে ‘টাইমড আউট’ নিয়ে গত কয়েক মাস ধরে চলছে নানা রকম ঘটনা।
টি-টোয়েন্টি, ওয়ানডে—সীমিত ওভারের ক্রিকেটের দুই সিরিজ শেষে বাংলাদেশ-শ্রীলঙ্কা এখন মুখোমুখি হবে টেস্ট সিরিজে। প্রথমে সিলেটে এ মাসের শুরুতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ‘টাইমড আউট’ উদ্যাপন করেছে শ্রীলঙ্কা। এরপর ভেন্যু বদলে চট্টগ্রামে যখন ওয়ানডে সিরিজ হয়, সেখানে জিতে এর পাল্টা দিয়েছে বাংলাদেশ। চলতি সপ্তাহের সোমবার ওয়ানডে সিরিজ জয়ের পর মুশফিকুর রহিম হেলমেট নিয়ে এসে অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো অভিনয় করে দেখালেন। চট্টগ্রামের পর আবার ভেন্যু বদলে সিলেটে আগামীকাল শুরু হবে প্রথম টেস্ট। টেস্টেও টাইমড আউট উদ্যাপন হবে কি না, এমন প্রশ্নের আজ মুখোমুখি হয়েছেন আজ সংবাদ সম্মেলনে আসা শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। লঙ্কান টেস্ট অধিনায়ক কৌশলে উত্তর দিয়েছেন, ‘টাইমড আউট উদ্যাপন আবার হবে কি না দেখছি, টাইমড আউট উদ্যাপন। যদি জিতি...জয়ের পর আমরা দেখব।’
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে শ্রীলঙ্কা এখন পর্যন্ত কোনো টেস্ট জেতেনি। পাকিস্তানের বিপক্ষে গত বছর শ্রীলঙ্কা ঘরের মাঠে দুই টেস্ট খেলে দুটিতেই হেরেছে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে তা-ই যেন তারা পাখির চোখ করছে। ধনঞ্জয়া ডি সিলভা অনুপ্রেরণা নিচ্ছেন তাঁদের সদ্য সমাপ্ত টেস্ট ম্যাচ থেকে (আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানদের ১০ উইকেটের জয়)। লঙ্কান টেস্ট অধিনায়ক বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে টেস্ট সিরিজ জেতা। কন্ডিশন এখানে কোনো ব্যাপার নয়। এটা হচ্ছে আপনি কীভাবে খেলছেন। শ্রীলঙ্কা হারিয়েছে আফগানিস্তানকে। আমরা দারুণ ফর্মে আছি।’
দিল্লিতে গত বছরের নভেম্বরে বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউটের স্বীকার হয়েছেন ম্যাথুস। তৎকালীন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের বুদ্ধিতে হয়েছে এমন আউট। এটা খুব সাড়া ফেলে দেয় ক্রিকেট বিশ্বে। ম্যাথুস বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেললেও খেলেননি ওয়ানডে সিরিজ। তবে লঙ্কান তারকা ক্রিকেটার থাকছেন স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজে। অন্যদিকে সাকিব টি-টোয়েন্টি, ওয়ানডে কোনো সিরিজই খেলেননি। খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে।

শেষ হয়েও হলো না শেষ—বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দেখলে যে কারও এই কথা মনে পড়বেই। আইসিসি ইভেন্ট, দ্বিপক্ষীয় সিরিজ সবখানেই দেখা যায় দুই দলের মধ্যকার কোনো না কোনো আলোচিত ঘটনা। যার মধ্যে ‘টাইমড আউট’ নিয়ে গত কয়েক মাস ধরে চলছে নানা রকম ঘটনা।
টি-টোয়েন্টি, ওয়ানডে—সীমিত ওভারের ক্রিকেটের দুই সিরিজ শেষে বাংলাদেশ-শ্রীলঙ্কা এখন মুখোমুখি হবে টেস্ট সিরিজে। প্রথমে সিলেটে এ মাসের শুরুতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ‘টাইমড আউট’ উদ্যাপন করেছে শ্রীলঙ্কা। এরপর ভেন্যু বদলে চট্টগ্রামে যখন ওয়ানডে সিরিজ হয়, সেখানে জিতে এর পাল্টা দিয়েছে বাংলাদেশ। চলতি সপ্তাহের সোমবার ওয়ানডে সিরিজ জয়ের পর মুশফিকুর রহিম হেলমেট নিয়ে এসে অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো অভিনয় করে দেখালেন। চট্টগ্রামের পর আবার ভেন্যু বদলে সিলেটে আগামীকাল শুরু হবে প্রথম টেস্ট। টেস্টেও টাইমড আউট উদ্যাপন হবে কি না, এমন প্রশ্নের আজ মুখোমুখি হয়েছেন আজ সংবাদ সম্মেলনে আসা শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। লঙ্কান টেস্ট অধিনায়ক কৌশলে উত্তর দিয়েছেন, ‘টাইমড আউট উদ্যাপন আবার হবে কি না দেখছি, টাইমড আউট উদ্যাপন। যদি জিতি...জয়ের পর আমরা দেখব।’
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে শ্রীলঙ্কা এখন পর্যন্ত কোনো টেস্ট জেতেনি। পাকিস্তানের বিপক্ষে গত বছর শ্রীলঙ্কা ঘরের মাঠে দুই টেস্ট খেলে দুটিতেই হেরেছে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে তা-ই যেন তারা পাখির চোখ করছে। ধনঞ্জয়া ডি সিলভা অনুপ্রেরণা নিচ্ছেন তাঁদের সদ্য সমাপ্ত টেস্ট ম্যাচ থেকে (আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানদের ১০ উইকেটের জয়)। লঙ্কান টেস্ট অধিনায়ক বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে টেস্ট সিরিজ জেতা। কন্ডিশন এখানে কোনো ব্যাপার নয়। এটা হচ্ছে আপনি কীভাবে খেলছেন। শ্রীলঙ্কা হারিয়েছে আফগানিস্তানকে। আমরা দারুণ ফর্মে আছি।’
দিল্লিতে গত বছরের নভেম্বরে বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউটের স্বীকার হয়েছেন ম্যাথুস। তৎকালীন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের বুদ্ধিতে হয়েছে এমন আউট। এটা খুব সাড়া ফেলে দেয় ক্রিকেট বিশ্বে। ম্যাথুস বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেললেও খেলেননি ওয়ানডে সিরিজ। তবে লঙ্কান তারকা ক্রিকেটার থাকছেন স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজে। অন্যদিকে সাকিব টি-টোয়েন্টি, ওয়ানডে কোনো সিরিজই খেলেননি। খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৩ ঘণ্টা আগে