ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে তামিম ইকবালকে জাতীয় দলে ফেরাতে অনুরোধ করেছিলেন নির্বাচকেরা। তবে সেই প্রস্তাব ফিরিয়ে বরং আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়ে দেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। ১৭ বছরের বর্ণিল ক্যারিয়ারকে শ্রদ্ধা জানাতে আগামীকাল বিপিএলের ফাইনালে তামিমের জন্য বিশেষ আয়োজন রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরস্কার বিতরণীর আগেই সম্মাননা তুলে দেওয়া হবে তাঁর হাতে।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা তামিম বাংলাদেশের হয়ে খেলেছেন ৭০ টেস্ট, ২৪৩ ওয়ানডে ও ৭৮ টি-টোয়েন্টি। তিন ফরম্যাট মিলিয়ে ১৫ হাজার ২৪৯ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তামিম। আজ মিরপুরেও বলেছেন একই কথা।
২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তান সিরিজের মধ্যে আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তামিম। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে পরের দিনই সিদ্ধান্ত পাল্টান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে নানা ঘটনায় তামিমের আর ফেরা হয়নি জাতীয় দলে। গত মাসে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন আর নয় আন্তর্জাতিক ক্রিকেট।
বিপিএলের ফাইনালে কাল শেরেবাংলা স্টেডিয়ামে চিটাগং কিংসের মুখোমুখি হবে তামিমেরই ফরচুন বরিশাল। গত আসরে বরিশালকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছেন তিনি। তাই তাঁর সামনে সুযোগ থাকছে অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয়বার শিরোপা ছোঁয়ার।
চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে তামিম ইকবালকে জাতীয় দলে ফেরাতে অনুরোধ করেছিলেন নির্বাচকেরা। তবে সেই প্রস্তাব ফিরিয়ে বরং আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়ে দেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। ১৭ বছরের বর্ণিল ক্যারিয়ারকে শ্রদ্ধা জানাতে আগামীকাল বিপিএলের ফাইনালে তামিমের জন্য বিশেষ আয়োজন রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরস্কার বিতরণীর আগেই সম্মাননা তুলে দেওয়া হবে তাঁর হাতে।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা তামিম বাংলাদেশের হয়ে খেলেছেন ৭০ টেস্ট, ২৪৩ ওয়ানডে ও ৭৮ টি-টোয়েন্টি। তিন ফরম্যাট মিলিয়ে ১৫ হাজার ২৪৯ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তামিম। আজ মিরপুরেও বলেছেন একই কথা।
২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তান সিরিজের মধ্যে আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তামিম। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে পরের দিনই সিদ্ধান্ত পাল্টান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে নানা ঘটনায় তামিমের আর ফেরা হয়নি জাতীয় দলে। গত মাসে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন আর নয় আন্তর্জাতিক ক্রিকেট।
বিপিএলের ফাইনালে কাল শেরেবাংলা স্টেডিয়ামে চিটাগং কিংসের মুখোমুখি হবে তামিমেরই ফরচুন বরিশাল। গত আসরে বরিশালকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছেন তিনি। তাই তাঁর সামনে সুযোগ থাকছে অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয়বার শিরোপা ছোঁয়ার।
অভিষেক ম্যাচে হামজা চৌধুরী দেখেছিলেন জয়ের স্বপ্ন। কিন্তু গোল মিসের মহড়া সাজানো বাংলাদেশ পারেনি হামজাকে জয় উপহার দিতে, পারেনি ভারতের বিপক্ষে কোনো গোল করতে। তাই কিছুটা আক্ষেপ তো হামজা করতেই পারেন। কিন্তু তা নিয়ে খুব একটা মন খারাপ নেই তাঁর। ফুটবলে এমনটা যে হয়েই থাকে।
৪ ঘণ্টা আগেক্যামেরার সামনেই স্পষ্ট হয়ে ওঠে মানোলো মারকেসের রাগ। সংবাদ সম্মেলনে এসে আর নিজেকে সামলাতে পারলেন না ভারতের কোচ। আত্মসমালোচনা তো বটেই, শিষ্যদের তুলোধুনো করার কিছুই বাকি রাখেননি তিনি।
৬ ঘণ্টা আগেফিল সিমন্স বাংলাদেশের প্রধান কোচ হয়েছেন গত অক্টোবরে। তাঁর স্বল্পকালীন মেয়াদ ছিল ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। তিনি যে দীর্ঘ মেয়াদেও বাংলাদেশ দলের কোচ হচ্ছেন, সেটা অনুমিতই ছিল। আজ বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সিমন্স বাংলাদেশের প্রধান কোচ হিসেবে কাজ করবেন ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে আফ্রিকা
৬ ঘণ্টা আগেইফতারের পরই সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তামিম ইকবালকে। সন্ধ্যার কিছু পর তামিমকে হুইলচেয়ারে বের করে আনা হয় কেপিজে হাসপাতাল থেকে।
৭ ঘণ্টা আগে