
এমন অবিশ্বাস্য ও অবিস্মরণীয় গল্প লেখা কেবল দক্ষিণ আফ্রিকার পক্ষেই সম্ভব। এতদিন ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জেতার নজির ছিল প্রোটিয়াদের। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রলিয়ার ৪৩৪ রান পেরিয়ে গিয়েছিল তারা। এবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা গড়ল আরেক অনন্য রেকর্ড।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এখন প্রোটিয়াদের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৫৯ রানের লক্ষ্য ৭ বল ও ৬ উইকেট হাতে রেখে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের তিন সংস্করণে একমাত্র দল হিসেবে সর্বোচ্চ রান তাড়ায় রয়েছে তাদের নাম। ডারবানে ১৯৩৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬৯৬ রান তাড়া করে ম্যাচ ড্র করেছিল প্রোটিয়ারা।
গতকাল দুই সেঞ্চুরিতে রেকর্ডের বন্যা বইয়েছে সেঞ্চুরিয়নে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে ওপেনার ব্রেন্ডন কিংকে হারালেও উইন্ডিজকে বড় সংগ্রহ এনে দেন কাইল মায়ার্স (৫১) ও জনসন চার্লস। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৫৮ বলে ১৩৫ রানের জুটি। চার্লস ৩৯ বলে গড়েন সেঞ্চুরি। যা উইন্ডিজের হয়ে দ্রুততম। এর আগের ৪৭ বলে সেঞ্চুরি করে রেকর্ডটি ৭ বছর নিজের দখলে রেখেছিলেন ক্রিস গেইল।
ষষ্ঠ দ্রুততম সেঞ্চুরি ও পঞ্চম দ্রুত ফ্রিফটি পাওয়া চার্লসের ৪৬ বলে ১১৮ রানের ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ১১ ছয়ে। নিজেদের ইনিংসে ২২টি ছয় মেরেছে ক্যারিবিয়ানরা। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথ সর্বোচ্চ ছয়ের রেকর্ডও। এর আগের রেকর্ডটি ছিল আফগানিস্তানের। দেরাদুনে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সমান ছয় মেরেছিল আফগানরা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৩টি ছয় মেরেছে প্রোটিয়ারা। চে দুই দল মেরেছে মোট ৩৫ ছয়। যা টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ছয়ের রেকর্ডও।
তবে এমন রেকর্ড গড়া ম্যাচেও হেরেছে উইন্ডিজ। ৪৩ বলে সেঞ্চুরি করে প্রোটিয়াদের জয় এনে দেন ওপেনার কুইন্টন ডি কক। ১১০ রানে ফেরার আগে রিজা হ্যান্ডরিকসের সঙ্গে ৬৫ বলে ১৫২ রানের জুটি গড়েন তিনি। এই ম্যাচে মোট রান হয়েছে ৫১৭ রান। যা সব ধরনের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।

এমন অবিশ্বাস্য ও অবিস্মরণীয় গল্প লেখা কেবল দক্ষিণ আফ্রিকার পক্ষেই সম্ভব। এতদিন ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জেতার নজির ছিল প্রোটিয়াদের। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রলিয়ার ৪৩৪ রান পেরিয়ে গিয়েছিল তারা। এবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা গড়ল আরেক অনন্য রেকর্ড।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এখন প্রোটিয়াদের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৫৯ রানের লক্ষ্য ৭ বল ও ৬ উইকেট হাতে রেখে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের তিন সংস্করণে একমাত্র দল হিসেবে সর্বোচ্চ রান তাড়ায় রয়েছে তাদের নাম। ডারবানে ১৯৩৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬৯৬ রান তাড়া করে ম্যাচ ড্র করেছিল প্রোটিয়ারা।
গতকাল দুই সেঞ্চুরিতে রেকর্ডের বন্যা বইয়েছে সেঞ্চুরিয়নে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে ওপেনার ব্রেন্ডন কিংকে হারালেও উইন্ডিজকে বড় সংগ্রহ এনে দেন কাইল মায়ার্স (৫১) ও জনসন চার্লস। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৫৮ বলে ১৩৫ রানের জুটি। চার্লস ৩৯ বলে গড়েন সেঞ্চুরি। যা উইন্ডিজের হয়ে দ্রুততম। এর আগের ৪৭ বলে সেঞ্চুরি করে রেকর্ডটি ৭ বছর নিজের দখলে রেখেছিলেন ক্রিস গেইল।
ষষ্ঠ দ্রুততম সেঞ্চুরি ও পঞ্চম দ্রুত ফ্রিফটি পাওয়া চার্লসের ৪৬ বলে ১১৮ রানের ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ১১ ছয়ে। নিজেদের ইনিংসে ২২টি ছয় মেরেছে ক্যারিবিয়ানরা। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথ সর্বোচ্চ ছয়ের রেকর্ডও। এর আগের রেকর্ডটি ছিল আফগানিস্তানের। দেরাদুনে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সমান ছয় মেরেছিল আফগানরা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৩টি ছয় মেরেছে প্রোটিয়ারা। চে দুই দল মেরেছে মোট ৩৫ ছয়। যা টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ছয়ের রেকর্ডও।
তবে এমন রেকর্ড গড়া ম্যাচেও হেরেছে উইন্ডিজ। ৪৩ বলে সেঞ্চুরি করে প্রোটিয়াদের জয় এনে দেন ওপেনার কুইন্টন ডি কক। ১১০ রানে ফেরার আগে রিজা হ্যান্ডরিকসের সঙ্গে ৬৫ বলে ১৫২ রানের জুটি গড়েন তিনি। এই ম্যাচে মোট রান হয়েছে ৫১৭ রান। যা সব ধরনের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৬ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১০ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১০ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১১ ঘণ্টা আগে