নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতের একটি ব্যাংকের প্রচারণায় ঢাকায় এসেছেন সৌরভ গাঙ্গুলী। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে গতকাল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। সেখানে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলেন সৌরভ।
আজ বন্ধু ও বিসিবির পরিচালক ইফতেখার আহমেদের বাসায়ও সৌরভকে ক্রিকেট নিয়ে কথা বলতে হলো। ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে হবে ওয়ানডে বিশ্বকাপ। উপমহাদেশের মাটিতে খেলা হওয়ায় বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার দারুণ সম্ভাবনা দেখছেন সৌরভ। সাবেক এই ভারতীয় অধিনায়ক সংবাদকর্মীদের বলেছেন, ‘আমি অনেক প্রত্যাশা করি। কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল পর্যন্ত প্রত্যাশা করি। একটু যদি ভাগ্য সহায় হয় আর ফর্ম থাকে। তোমাদের বিশেষজ্ঞ স্পিনার ও পেসাররা যদি ফর্মে থাকে তাহলে কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে।’
এই মুহূর্তে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ইংল্যান্ড। বাংলাদেশ ক্রিকেটের খোঁজখবর রাখা সৌরভ জানালেন ইংলিশদের হারিয়ে দেবে বাংলাদেশ, ‘বাংলাদেশ খুব ভালো দল। আগেও একবার ভারত এসেছিল ৬-৭ বছর আগে, সেখানেও (বাংলাদেশ) ওয়ানডে সিরিজ জিতেছে। ইংল্যান্ড এসেছে, পাপন (নাজমুল হাসান) ভাই বলেছিলেন, আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি। আমি বললাম ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন। ঠিকমতো খেললে ইংল্যান্ডকে হারিয়ে দেবেন।’
বাংলাদেশের ক্রিকেট প্রতিভা ও আতিথেয়তা নিয়ে সৌরভ আরও বলেন, ‘কালকেই বলেছিলাম ১৭ কোটি মানুষ, সেখান থেকে এত প্রতিভা বের হয়, যা ক্রিকেটে দেখার মতো। বোলিং-ব্যাটিংয়ে সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, এখন শান্ত (নাজমুল হোসেন) ভালো খেলছে। এখানে যখন আসি, এত আতিথেয়তা পাই যে এখানকার মানুষ ভালো করলে এত ভালো লাগে।’

ভারতের একটি ব্যাংকের প্রচারণায় ঢাকায় এসেছেন সৌরভ গাঙ্গুলী। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে গতকাল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। সেখানে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলেন সৌরভ।
আজ বন্ধু ও বিসিবির পরিচালক ইফতেখার আহমেদের বাসায়ও সৌরভকে ক্রিকেট নিয়ে কথা বলতে হলো। ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে হবে ওয়ানডে বিশ্বকাপ। উপমহাদেশের মাটিতে খেলা হওয়ায় বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার দারুণ সম্ভাবনা দেখছেন সৌরভ। সাবেক এই ভারতীয় অধিনায়ক সংবাদকর্মীদের বলেছেন, ‘আমি অনেক প্রত্যাশা করি। কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল পর্যন্ত প্রত্যাশা করি। একটু যদি ভাগ্য সহায় হয় আর ফর্ম থাকে। তোমাদের বিশেষজ্ঞ স্পিনার ও পেসাররা যদি ফর্মে থাকে তাহলে কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে।’
এই মুহূর্তে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ইংল্যান্ড। বাংলাদেশ ক্রিকেটের খোঁজখবর রাখা সৌরভ জানালেন ইংলিশদের হারিয়ে দেবে বাংলাদেশ, ‘বাংলাদেশ খুব ভালো দল। আগেও একবার ভারত এসেছিল ৬-৭ বছর আগে, সেখানেও (বাংলাদেশ) ওয়ানডে সিরিজ জিতেছে। ইংল্যান্ড এসেছে, পাপন (নাজমুল হাসান) ভাই বলেছিলেন, আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি। আমি বললাম ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন। ঠিকমতো খেললে ইংল্যান্ডকে হারিয়ে দেবেন।’
বাংলাদেশের ক্রিকেট প্রতিভা ও আতিথেয়তা নিয়ে সৌরভ আরও বলেন, ‘কালকেই বলেছিলাম ১৭ কোটি মানুষ, সেখান থেকে এত প্রতিভা বের হয়, যা ক্রিকেটে দেখার মতো। বোলিং-ব্যাটিংয়ে সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, এখন শান্ত (নাজমুল হোসেন) ভালো খেলছে। এখানে যখন আসি, এত আতিথেয়তা পাই যে এখানকার মানুষ ভালো করলে এত ভালো লাগে।’

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে