
অ্যাঞ্জেলো ম্যাথুসের কাছে শ্রীলঙ্কার ২০২৩ বিশ্বকাপ দলে ডাক পাওয়াটাই ছিল লটারির টিকিট হাতে পাওয়ার মতো। শেষ পর্যন্ত তিনি সুযোগ পেয়ে গেলেন লঙ্কানদের একাদশেও। আর বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কা, ইংল্যান্ড—দুটো দলের কাছে টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। এই ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে লঙ্কানরা।
শ্রীলঙ্কা, ইংল্যান্ড—দুটো দলই তাদের একাদশে একাধিক পরিবর্তন এনেছে। ইংল্যান্ডের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। প্রথম ম্যাচের পর ফিরেছেন অলরাউন্ডার মঈন আলী। আর আঙুলের তর্জনী ভেঙে বিশ্বকাপই শেষ হয়েছে রিস টপলির। বাদ পড়েছেন গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুকও। মঈনের পাশাপাশি ফিরেছেন লিয়াম লিভিংস্টোন ও ক্রিস ওকস। পেস বোলিং অলরাউন্ডার ওকসের সঙ্গে থাকছেন মার্ক উড। স্টোকস তেমন একটা বোলিং করেন না বললেই চলে। স্পিনে মঈনের সঙ্গে থাকছেন আদিল রশিদ ও লিভিংস্টোন।
লঙ্কানদের একাদশে এসেছে দুটি পরিবর্তন। পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নের জায়গায় এসেছেন ম্যাথুস। আর লেগস্পিনার দুশান হেমন্তের পরিবর্তে এসেছেন লাহিরু কুমারা। কুমারার সঙ্গে পেস আক্রমণে থাকছেন দিলশান মাদুশঙ্ক ও কাসুন রাজিথা। আর স্পিন আক্রমণে মাহিশ থিকসানার সঙ্গে থাকছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা ও চারিথ আসালাঙ্কা।
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ তিকশানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা
ইংল্যান্ডের একাদশ:
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জো রুট, জনি বেয়ারস্টো, ডেভিড উইলি, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন ডেভিড মালান, আদিল রশিদ, মঈন আলী, মার্ক উড, ক্রিস ওকস।

অ্যাঞ্জেলো ম্যাথুসের কাছে শ্রীলঙ্কার ২০২৩ বিশ্বকাপ দলে ডাক পাওয়াটাই ছিল লটারির টিকিট হাতে পাওয়ার মতো। শেষ পর্যন্ত তিনি সুযোগ পেয়ে গেলেন লঙ্কানদের একাদশেও। আর বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কা, ইংল্যান্ড—দুটো দলের কাছে টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। এই ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে লঙ্কানরা।
শ্রীলঙ্কা, ইংল্যান্ড—দুটো দলই তাদের একাদশে একাধিক পরিবর্তন এনেছে। ইংল্যান্ডের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। প্রথম ম্যাচের পর ফিরেছেন অলরাউন্ডার মঈন আলী। আর আঙুলের তর্জনী ভেঙে বিশ্বকাপই শেষ হয়েছে রিস টপলির। বাদ পড়েছেন গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুকও। মঈনের পাশাপাশি ফিরেছেন লিয়াম লিভিংস্টোন ও ক্রিস ওকস। পেস বোলিং অলরাউন্ডার ওকসের সঙ্গে থাকছেন মার্ক উড। স্টোকস তেমন একটা বোলিং করেন না বললেই চলে। স্পিনে মঈনের সঙ্গে থাকছেন আদিল রশিদ ও লিভিংস্টোন।
লঙ্কানদের একাদশে এসেছে দুটি পরিবর্তন। পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নের জায়গায় এসেছেন ম্যাথুস। আর লেগস্পিনার দুশান হেমন্তের পরিবর্তে এসেছেন লাহিরু কুমারা। কুমারার সঙ্গে পেস আক্রমণে থাকছেন দিলশান মাদুশঙ্ক ও কাসুন রাজিথা। আর স্পিন আক্রমণে মাহিশ থিকসানার সঙ্গে থাকছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা ও চারিথ আসালাঙ্কা।
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ তিকশানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা
ইংল্যান্ডের একাদশ:
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জো রুট, জনি বেয়ারস্টো, ডেভিড উইলি, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন ডেভিড মালান, আদিল রশিদ, মঈন আলী, মার্ক উড, ক্রিস ওকস।

রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তাই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
৭ মিনিট আগে
দীর্ঘ বিরতির পর ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়। সে নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাঈম শেখ। এই ব্যাটারকে কিনে তাঁক লাগিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটানসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে পেয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল লো স্কোরিং ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিন মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ মিঠুনের দলের বিপক্ষে ব্যাটিং দেখে এই বাঁ হাতিকে বিবেচনা করার সুযোগ থাকছে না। কারণ বিপিএলের সিলেট পর্ব শেষে রান সংগ্রাহকদের ত
২ ঘণ্টা আগে
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে