
অ্যাঞ্জেলো ম্যাথুসের কাছে শ্রীলঙ্কার ২০২৩ বিশ্বকাপ দলে ডাক পাওয়াটাই ছিল লটারির টিকিট হাতে পাওয়ার মতো। শেষ পর্যন্ত তিনি সুযোগ পেয়ে গেলেন লঙ্কানদের একাদশেও। আর বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কা, ইংল্যান্ড—দুটো দলের কাছে টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। এই ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে লঙ্কানরা।
শ্রীলঙ্কা, ইংল্যান্ড—দুটো দলই তাদের একাদশে একাধিক পরিবর্তন এনেছে। ইংল্যান্ডের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। প্রথম ম্যাচের পর ফিরেছেন অলরাউন্ডার মঈন আলী। আর আঙুলের তর্জনী ভেঙে বিশ্বকাপই শেষ হয়েছে রিস টপলির। বাদ পড়েছেন গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুকও। মঈনের পাশাপাশি ফিরেছেন লিয়াম লিভিংস্টোন ও ক্রিস ওকস। পেস বোলিং অলরাউন্ডার ওকসের সঙ্গে থাকছেন মার্ক উড। স্টোকস তেমন একটা বোলিং করেন না বললেই চলে। স্পিনে মঈনের সঙ্গে থাকছেন আদিল রশিদ ও লিভিংস্টোন।
লঙ্কানদের একাদশে এসেছে দুটি পরিবর্তন। পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নের জায়গায় এসেছেন ম্যাথুস। আর লেগস্পিনার দুশান হেমন্তের পরিবর্তে এসেছেন লাহিরু কুমারা। কুমারার সঙ্গে পেস আক্রমণে থাকছেন দিলশান মাদুশঙ্ক ও কাসুন রাজিথা। আর স্পিন আক্রমণে মাহিশ থিকসানার সঙ্গে থাকছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা ও চারিথ আসালাঙ্কা।
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ তিকশানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা
ইংল্যান্ডের একাদশ:
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জো রুট, জনি বেয়ারস্টো, ডেভিড উইলি, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন ডেভিড মালান, আদিল রশিদ, মঈন আলী, মার্ক উড, ক্রিস ওকস।

অ্যাঞ্জেলো ম্যাথুসের কাছে শ্রীলঙ্কার ২০২৩ বিশ্বকাপ দলে ডাক পাওয়াটাই ছিল লটারির টিকিট হাতে পাওয়ার মতো। শেষ পর্যন্ত তিনি সুযোগ পেয়ে গেলেন লঙ্কানদের একাদশেও। আর বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কা, ইংল্যান্ড—দুটো দলের কাছে টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। এই ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে লঙ্কানরা।
শ্রীলঙ্কা, ইংল্যান্ড—দুটো দলই তাদের একাদশে একাধিক পরিবর্তন এনেছে। ইংল্যান্ডের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। প্রথম ম্যাচের পর ফিরেছেন অলরাউন্ডার মঈন আলী। আর আঙুলের তর্জনী ভেঙে বিশ্বকাপই শেষ হয়েছে রিস টপলির। বাদ পড়েছেন গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুকও। মঈনের পাশাপাশি ফিরেছেন লিয়াম লিভিংস্টোন ও ক্রিস ওকস। পেস বোলিং অলরাউন্ডার ওকসের সঙ্গে থাকছেন মার্ক উড। স্টোকস তেমন একটা বোলিং করেন না বললেই চলে। স্পিনে মঈনের সঙ্গে থাকছেন আদিল রশিদ ও লিভিংস্টোন।
লঙ্কানদের একাদশে এসেছে দুটি পরিবর্তন। পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নের জায়গায় এসেছেন ম্যাথুস। আর লেগস্পিনার দুশান হেমন্তের পরিবর্তে এসেছেন লাহিরু কুমারা। কুমারার সঙ্গে পেস আক্রমণে থাকছেন দিলশান মাদুশঙ্ক ও কাসুন রাজিথা। আর স্পিন আক্রমণে মাহিশ থিকসানার সঙ্গে থাকছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা ও চারিথ আসালাঙ্কা।
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ তিকশানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা
ইংল্যান্ডের একাদশ:
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জো রুট, জনি বেয়ারস্টো, ডেভিড উইলি, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন ডেভিড মালান, আদিল রশিদ, মঈন আলী, মার্ক উড, ক্রিস ওকস।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৪ ঘণ্টা আগে