
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর থেকে (এসএলসি) বহিষ্কারাদেশ তুলে নিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। আইসিসির পাওয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দেশটির নতুন ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো।
এসএলসির বহিষ্কারাদেশ তুলে নেওয়ার সিদ্ধান্তের বিষয় নিজেই সামাজিকমাধ্যমে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী ফার্নান্দো। তিনি বলেছেন, ‘আইসিসির দেওয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটির সিদ্ধান্তটি তুলে নেওয়ার বিষয়ে এক গেজেটে স্বাক্ষর করেছি।’
ফার্নান্দো আরও জানিয়েছেন, গত বছর অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে করা অডিট প্রতিবেদনে আইসিসির ‘পর্যালোচনা’ও জানতে চেয়েছেন তিনি।
দুর্নীতির অভিযোগ এনে গত মাসের শুরুতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) ভেঙে দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। ভেঙে দিয়ে পরে শ্রীলঙ্কাকে ১৯৯৬ সালে বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন কমিটিও গঠন করেন মন্ত্রী রানাসিংহে। পরে শ্রীলঙ্কার আদালত তাঁর সিদ্ধান্তে স্থগিতাদেশ দেন। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে লঙ্কান ক্রিকেটে শোরগোল উঠলে দিন কয়েকের মধ্যে মন্ত্রিসভা থেকে তাঁকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
সরকারি হস্তক্ষেপের কারণে পরে এসএলসির ওপর নিষেধাজ্ঞা দেয় আইসিসি। নিষেধাজ্ঞা পাওয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট আয়োজকের স্বত্বও হারিয়েছে শ্রীলঙ্কা। তাদের বদলে ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় আয়োজন করবে আইসিসি। নিষেধাজ্ঞা বহাল থাকলেও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট স্বাভাবিকভাবেই খেলতে পারবে লঙ্কানরা।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর থেকে (এসএলসি) বহিষ্কারাদেশ তুলে নিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। আইসিসির পাওয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দেশটির নতুন ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো।
এসএলসির বহিষ্কারাদেশ তুলে নেওয়ার সিদ্ধান্তের বিষয় নিজেই সামাজিকমাধ্যমে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী ফার্নান্দো। তিনি বলেছেন, ‘আইসিসির দেওয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটির সিদ্ধান্তটি তুলে নেওয়ার বিষয়ে এক গেজেটে স্বাক্ষর করেছি।’
ফার্নান্দো আরও জানিয়েছেন, গত বছর অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে করা অডিট প্রতিবেদনে আইসিসির ‘পর্যালোচনা’ও জানতে চেয়েছেন তিনি।
দুর্নীতির অভিযোগ এনে গত মাসের শুরুতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) ভেঙে দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। ভেঙে দিয়ে পরে শ্রীলঙ্কাকে ১৯৯৬ সালে বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন কমিটিও গঠন করেন মন্ত্রী রানাসিংহে। পরে শ্রীলঙ্কার আদালত তাঁর সিদ্ধান্তে স্থগিতাদেশ দেন। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে লঙ্কান ক্রিকেটে শোরগোল উঠলে দিন কয়েকের মধ্যে মন্ত্রিসভা থেকে তাঁকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
সরকারি হস্তক্ষেপের কারণে পরে এসএলসির ওপর নিষেধাজ্ঞা দেয় আইসিসি। নিষেধাজ্ঞা পাওয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট আয়োজকের স্বত্বও হারিয়েছে শ্রীলঙ্কা। তাদের বদলে ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় আয়োজন করবে আইসিসি। নিষেধাজ্ঞা বহাল থাকলেও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট স্বাভাবিকভাবেই খেলতে পারবে লঙ্কানরা।

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ মিনিট আগে
বিশ্বকাপ নাকি বৃষ্টিকাপ—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যেভাবে বৃষ্টি বাগড়া দিচ্ছে, তাতে এমন প্রশ্ন দর্শকেরা করতেই পারেন। বুলাওয়েতে আজ আবহাওয়ার পূর্বাভাস সত্যি করেই বাংলাদেশ-নিউজিল্যান্ড যুব বিশ্বকাপের ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচে শেষ পর্যন্ত জিতে গেছে বৃষ্টি।
৩০ মিনিট আগে
প্লে অফ সামনে রেখে ক্রিস ওকসকে দলে নিয়েছে সিলেট টাইটানস। আজ এলিমিনেটরে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলে অভিষেক হয় সাবেক এই ইংলিশ অলরাউন্ডারের। অভিষেকেই শেষ বলে ছক্কা মেরে সিলেটকে জিতিয়ে প্রশংসা কুড়াচ্ছেন। ওকস জানালেন, তাঁর বিপিএলে আসার পেছনে বড় ভূমিকা রেখেছেন মঈন আলী।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ঘনিয়ে আসছে। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। মিরপুর শেরেবাংলায় আজ রংপুর রাইডার্স-সিলেট টাইটানস এলিমিনেটর ম্যাচ শেষে যখন সংবাদ সম্মেলনে এসেছেন, বেশির ভাগ প্রশ্নই হয়েছে বিশ্বকাপকেন্দ্রিক।
২ ঘণ্টা আগে