ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফি আগেভাগেই শেষ হওয়ায় পাকিস্তান দলে এখন বইছে অশান্তির হাওয়া। ক্রিকেটার থেকে কোচিং স্টাফ—পাকিস্তান ক্রিকেট সংশ্লিষ্ট কেউই সমালোচনা থেকে রেহাই পাচ্ছেন না। এবার প্রধান কোচের চাকরি শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদন অনুযায়ী, পিসিবি কর্মকর্তারা বেশ হতাশ। চ্যাম্পিয়নস ট্রফিতে যে ফল এসেছে, বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পর কর্মকর্তারা বেজায় ক্ষুব্ধ। পিসিবির ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে পিটিআই সেটা জানিয়েছে। এদিকে রাওয়ালপিন্ডিতে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচের আগে সূত্র বলেছে, ‘১৫ মার্চ শুরু হওয়া সাদা বলের সিরিজ খেলতে পাকিস্তান দলের নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আকিব জাভেদের চুক্তি শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। পাকিস্তান এদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে।’
২৭ ফেব্রুয়ারী আকিবের চুক্তি শেষ হওয়াতে প্রধান কোচের পদে তৈরি শূন্যতা। পাকিস্তানের সাবেক পেসারও এই দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন বলে শোনা যাচ্ছে। পিসিবি নতুন প্রধান কোচের নাম আগস্টে ঘোষণা করতে পারে বলে জানা গেছে। তবে চ্যাম্পিয়নস ট্রফি শেষের পরই যেহেতু পাকিস্তান দলকে নিউজিল্যান্ড সফর করতে হবে, সেক্ষেত্রে ব্যাপারটা অন্তর্বর্তীকালীন কোচের মতো হতে পারে। সূত্র বলেছে, ‘নিউজিল্যান্ড সফরের জন্য বোর্ডকে অবশ্যই প্রধান কোচ লাগবে। তবে সেটাও হবে অন্তর্বর্তীকালীনের মতো। ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টার থেকে কাউকে নেওয়া হতে পারে। যেহেতু পিসিবি স্থায়ীভাবে প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেনি।’
বাংলাদেশ, পাকিস্তান দুই দলেরই চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে গেছে। রাওয়ালপিন্ডিতে আগামীকাল হতে যাওয়া ম্যাচে দুই দলই সান্ত্বনার জয় পেতে নামবে। যদিও এই ম্যাচে বৃষ্টির বাগড়া দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ‘এ’ গ্রুপের অপর দুই দল ভারত, নিউজিল্যান্ড এরই মধ্যে সেমিফাইনালের টিকিট কেটেছে। ২ মার্চ দুবাইয়ে দুই দলই নামবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে।

চ্যাম্পিয়নস ট্রফি আগেভাগেই শেষ হওয়ায় পাকিস্তান দলে এখন বইছে অশান্তির হাওয়া। ক্রিকেটার থেকে কোচিং স্টাফ—পাকিস্তান ক্রিকেট সংশ্লিষ্ট কেউই সমালোচনা থেকে রেহাই পাচ্ছেন না। এবার প্রধান কোচের চাকরি শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদন অনুযায়ী, পিসিবি কর্মকর্তারা বেশ হতাশ। চ্যাম্পিয়নস ট্রফিতে যে ফল এসেছে, বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পর কর্মকর্তারা বেজায় ক্ষুব্ধ। পিসিবির ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে পিটিআই সেটা জানিয়েছে। এদিকে রাওয়ালপিন্ডিতে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচের আগে সূত্র বলেছে, ‘১৫ মার্চ শুরু হওয়া সাদা বলের সিরিজ খেলতে পাকিস্তান দলের নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আকিব জাভেদের চুক্তি শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। পাকিস্তান এদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে।’
২৭ ফেব্রুয়ারী আকিবের চুক্তি শেষ হওয়াতে প্রধান কোচের পদে তৈরি শূন্যতা। পাকিস্তানের সাবেক পেসারও এই দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন বলে শোনা যাচ্ছে। পিসিবি নতুন প্রধান কোচের নাম আগস্টে ঘোষণা করতে পারে বলে জানা গেছে। তবে চ্যাম্পিয়নস ট্রফি শেষের পরই যেহেতু পাকিস্তান দলকে নিউজিল্যান্ড সফর করতে হবে, সেক্ষেত্রে ব্যাপারটা অন্তর্বর্তীকালীন কোচের মতো হতে পারে। সূত্র বলেছে, ‘নিউজিল্যান্ড সফরের জন্য বোর্ডকে অবশ্যই প্রধান কোচ লাগবে। তবে সেটাও হবে অন্তর্বর্তীকালীনের মতো। ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টার থেকে কাউকে নেওয়া হতে পারে। যেহেতু পিসিবি স্থায়ীভাবে প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেনি।’
বাংলাদেশ, পাকিস্তান দুই দলেরই চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে গেছে। রাওয়ালপিন্ডিতে আগামীকাল হতে যাওয়া ম্যাচে দুই দলই সান্ত্বনার জয় পেতে নামবে। যদিও এই ম্যাচে বৃষ্টির বাগড়া দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ‘এ’ গ্রুপের অপর দুই দল ভারত, নিউজিল্যান্ড এরই মধ্যে সেমিফাইনালের টিকিট কেটেছে। ২ মার্চ দুবাইয়ে দুই দলই নামবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে।

বিগ ব্যাশে নিজের উদ্বোধনী মৌসুমে দুর্দান্ত খেলছেন রিশাদ হোসেন। লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছেন তিনি। তাঁর খেলা দেখতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো বেলা আড়াইটার দিকে টিভি সেটের সামনে বসে ছিলেন। কিন্তু হোবার্টের বেলেরিভ ওভালে বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা সময়মতো শুরু করা যায়নি।
১ ঘণ্টা আগে
ভারতীয় ক্রিকেট দল যেন ড্যারিল মিচেলের ‘সবচেয়ে প্রিয়’ প্রতিপক্ষ। শুধু ভারতীয় দলই কেন, আইপিএলে খেলার কারণে ভারতের কন্ডিশনও তাঁর ভালোই চেনা। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নিউজিল্যান্ড জিতেছে মিচেলের অসাধারণ ব্যাটিংয়েই।
২ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
৩ ঘণ্টা আগে