ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফি আগেভাগেই শেষ হওয়ায় পাকিস্তান দলে এখন বইছে অশান্তির হাওয়া। ক্রিকেটার থেকে কোচিং স্টাফ—পাকিস্তান ক্রিকেট সংশ্লিষ্ট কেউই সমালোচনা থেকে রেহাই পাচ্ছেন না। এবার প্রধান কোচের চাকরি শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদন অনুযায়ী, পিসিবি কর্মকর্তারা বেশ হতাশ। চ্যাম্পিয়নস ট্রফিতে যে ফল এসেছে, বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পর কর্মকর্তারা বেজায় ক্ষুব্ধ। পিসিবির ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে পিটিআই সেটা জানিয়েছে। এদিকে রাওয়ালপিন্ডিতে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচের আগে সূত্র বলেছে, ‘১৫ মার্চ শুরু হওয়া সাদা বলের সিরিজ খেলতে পাকিস্তান দলের নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আকিব জাভেদের চুক্তি শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। পাকিস্তান এদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে।’
২৭ ফেব্রুয়ারী আকিবের চুক্তি শেষ হওয়াতে প্রধান কোচের পদে তৈরি শূন্যতা। পাকিস্তানের সাবেক পেসারও এই দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন বলে শোনা যাচ্ছে। পিসিবি নতুন প্রধান কোচের নাম আগস্টে ঘোষণা করতে পারে বলে জানা গেছে। তবে চ্যাম্পিয়নস ট্রফি শেষের পরই যেহেতু পাকিস্তান দলকে নিউজিল্যান্ড সফর করতে হবে, সেক্ষেত্রে ব্যাপারটা অন্তর্বর্তীকালীন কোচের মতো হতে পারে। সূত্র বলেছে, ‘নিউজিল্যান্ড সফরের জন্য বোর্ডকে অবশ্যই প্রধান কোচ লাগবে। তবে সেটাও হবে অন্তর্বর্তীকালীনের মতো। ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টার থেকে কাউকে নেওয়া হতে পারে। যেহেতু পিসিবি স্থায়ীভাবে প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেনি।’
বাংলাদেশ, পাকিস্তান দুই দলেরই চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে গেছে। রাওয়ালপিন্ডিতে আগামীকাল হতে যাওয়া ম্যাচে দুই দলই সান্ত্বনার জয় পেতে নামবে। যদিও এই ম্যাচে বৃষ্টির বাগড়া দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ‘এ’ গ্রুপের অপর দুই দল ভারত, নিউজিল্যান্ড এরই মধ্যে সেমিফাইনালের টিকিট কেটেছে। ২ মার্চ দুবাইয়ে দুই দলই নামবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে।

চ্যাম্পিয়নস ট্রফি আগেভাগেই শেষ হওয়ায় পাকিস্তান দলে এখন বইছে অশান্তির হাওয়া। ক্রিকেটার থেকে কোচিং স্টাফ—পাকিস্তান ক্রিকেট সংশ্লিষ্ট কেউই সমালোচনা থেকে রেহাই পাচ্ছেন না। এবার প্রধান কোচের চাকরি শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদন অনুযায়ী, পিসিবি কর্মকর্তারা বেশ হতাশ। চ্যাম্পিয়নস ট্রফিতে যে ফল এসেছে, বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পর কর্মকর্তারা বেজায় ক্ষুব্ধ। পিসিবির ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে পিটিআই সেটা জানিয়েছে। এদিকে রাওয়ালপিন্ডিতে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচের আগে সূত্র বলেছে, ‘১৫ মার্চ শুরু হওয়া সাদা বলের সিরিজ খেলতে পাকিস্তান দলের নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আকিব জাভেদের চুক্তি শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। পাকিস্তান এদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে।’
২৭ ফেব্রুয়ারী আকিবের চুক্তি শেষ হওয়াতে প্রধান কোচের পদে তৈরি শূন্যতা। পাকিস্তানের সাবেক পেসারও এই দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন বলে শোনা যাচ্ছে। পিসিবি নতুন প্রধান কোচের নাম আগস্টে ঘোষণা করতে পারে বলে জানা গেছে। তবে চ্যাম্পিয়নস ট্রফি শেষের পরই যেহেতু পাকিস্তান দলকে নিউজিল্যান্ড সফর করতে হবে, সেক্ষেত্রে ব্যাপারটা অন্তর্বর্তীকালীন কোচের মতো হতে পারে। সূত্র বলেছে, ‘নিউজিল্যান্ড সফরের জন্য বোর্ডকে অবশ্যই প্রধান কোচ লাগবে। তবে সেটাও হবে অন্তর্বর্তীকালীনের মতো। ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টার থেকে কাউকে নেওয়া হতে পারে। যেহেতু পিসিবি স্থায়ীভাবে প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেনি।’
বাংলাদেশ, পাকিস্তান দুই দলেরই চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে গেছে। রাওয়ালপিন্ডিতে আগামীকাল হতে যাওয়া ম্যাচে দুই দলই সান্ত্বনার জয় পেতে নামবে। যদিও এই ম্যাচে বৃষ্টির বাগড়া দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ‘এ’ গ্রুপের অপর দুই দল ভারত, নিউজিল্যান্ড এরই মধ্যে সেমিফাইনালের টিকিট কেটেছে। ২ মার্চ দুবাইয়ে দুই দলই নামবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
২৬ মিনিট আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
৩৫ মিনিট আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে