
অবশেষে দক্ষিণ আফ্রিকায় প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে ৩৮ রানের জয়ে ২০ বছর পর প্রোটিয়া গেরো খুলতে পেরেছেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। দারুণ জয়ে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের সেরাটা দিয়েছে বাংলাদেশ। তবে টস হেরে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরিয়নের রানপ্রসবা উইকেটে বেশ দেখেশুনে শুরু করেন তামিম-লিটন দাস।
২১.৩ ওভারে স্থায়ী ওপেনিং জুটি থেকে আসে ৯৫ রান। ৬৭ বলে ৪১ রান করে তামিম আউট হয়ে গেলে তিনে ব্যাট করতে উইকেটে আসেন সাকিব। মুখোমুখি দ্বিতীয় বলেই প্রোটিয়া পেসার আন্দিলে ফিকোয়াওকে ডিপ পয়েন্ট দিয়ে চার মারেন সাকিব। ক্রিজে কিছুক্ষণ কাটিয়েই তিনি বুঝতে পারেন উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো।
সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে গড় রান ২৯২। ৩০০ রানের কাছাকাছি রান না করলে যে এখানে লড়াই করা কঠিন, সেই ভাবনা থেকে ব্যাটিংয়ের গতি পরিবর্তন করেন সাকিব। ম্যাচ শেষে বাংলাদেশ অলরাউন্ডার বলছিলেন, ‘৭-৮ বল খেলার পর বুঝতে পারি উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। আমাদের ৩০০-এর কাছাকাছি রান করতে হতো। আমি ভাবছিলাম, ওই সময় দ্রুত রান করা উচিত। না হলে আমরা ২৬০-২৭০ রানের বেশি করতে পারতাম না। আমরা যে ছন্দটা পাই ৩০ ওভারের সময়, ওটাই ম্যাচের চেহারা পাল্টে দিয়েছে।’
তামিম-লিটন ওপেনিং জুটি উইকেটে অনেকক্ষণ সময় কাটিয়ে যাওয়ায় পরে দ্রুত রান তোলা সহজ হয়েছে বলে মনে করেন সাকিব। তাঁর মতে, ‘লিটন-তামিম ওপেনিং জুটি থেকে আমাদের শুরুটা ভালো হয়েছে। ছন্দটা ধরে রাখা উচিত ছিল। নতুন বলের উজ্জ্বলতা চলে যাওয়ার পর রান করা সহজ মনে হচ্ছিল। সেই সুবিধাটাই আমরা নিতে চেষ্টা করেছি। ভাগ্য ভালো আজ সেটা কাজে লেগেছে।’
এ সময় সাকিবকে দারুণ সঙ্গ দেন পাঁচে নামা ইয়াসির আলী রাব্বি। দুজনের জুটি থেকে আসে ১১৫ রান। ৪ চার আর ২ ছক্কায় ৪৪ বলে ৫০ রানের ইনিংস খেলেন ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে খেলতে নামা এই ব্যাটার। ঘরের মাঠে সর্বশেষ সিরিজে আফগানদের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাঁর। যদিও সিরিজটা একদমই ভালো কাটেনি রাব্বির। দক্ষিণ আফ্রিকায় পেলেন প্রথম ওয়ানডে ফিফটি। রাব্বিকে প্রশংসায় ভাসিয়েছেন সাকিব, ‘ইয়াসির খুব ভালো ব্যাটিং করেছে। ওর সঙ্গে আমার জুটিটা ভালো ছিল। ইয়াসিরকে কৃতিত্ব দিতেই হয়। ক্যারিয়ারের চতুর্থ ম্যাচ খেলছে, সেটাও দক্ষিণ আফ্রিকায়। এটা তাঁর জন্য সহজ ছিল না।’

অবশেষে দক্ষিণ আফ্রিকায় প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে ৩৮ রানের জয়ে ২০ বছর পর প্রোটিয়া গেরো খুলতে পেরেছেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। দারুণ জয়ে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের সেরাটা দিয়েছে বাংলাদেশ। তবে টস হেরে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরিয়নের রানপ্রসবা উইকেটে বেশ দেখেশুনে শুরু করেন তামিম-লিটন দাস।
২১.৩ ওভারে স্থায়ী ওপেনিং জুটি থেকে আসে ৯৫ রান। ৬৭ বলে ৪১ রান করে তামিম আউট হয়ে গেলে তিনে ব্যাট করতে উইকেটে আসেন সাকিব। মুখোমুখি দ্বিতীয় বলেই প্রোটিয়া পেসার আন্দিলে ফিকোয়াওকে ডিপ পয়েন্ট দিয়ে চার মারেন সাকিব। ক্রিজে কিছুক্ষণ কাটিয়েই তিনি বুঝতে পারেন উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো।
সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে গড় রান ২৯২। ৩০০ রানের কাছাকাছি রান না করলে যে এখানে লড়াই করা কঠিন, সেই ভাবনা থেকে ব্যাটিংয়ের গতি পরিবর্তন করেন সাকিব। ম্যাচ শেষে বাংলাদেশ অলরাউন্ডার বলছিলেন, ‘৭-৮ বল খেলার পর বুঝতে পারি উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। আমাদের ৩০০-এর কাছাকাছি রান করতে হতো। আমি ভাবছিলাম, ওই সময় দ্রুত রান করা উচিত। না হলে আমরা ২৬০-২৭০ রানের বেশি করতে পারতাম না। আমরা যে ছন্দটা পাই ৩০ ওভারের সময়, ওটাই ম্যাচের চেহারা পাল্টে দিয়েছে।’
তামিম-লিটন ওপেনিং জুটি উইকেটে অনেকক্ষণ সময় কাটিয়ে যাওয়ায় পরে দ্রুত রান তোলা সহজ হয়েছে বলে মনে করেন সাকিব। তাঁর মতে, ‘লিটন-তামিম ওপেনিং জুটি থেকে আমাদের শুরুটা ভালো হয়েছে। ছন্দটা ধরে রাখা উচিত ছিল। নতুন বলের উজ্জ্বলতা চলে যাওয়ার পর রান করা সহজ মনে হচ্ছিল। সেই সুবিধাটাই আমরা নিতে চেষ্টা করেছি। ভাগ্য ভালো আজ সেটা কাজে লেগেছে।’
এ সময় সাকিবকে দারুণ সঙ্গ দেন পাঁচে নামা ইয়াসির আলী রাব্বি। দুজনের জুটি থেকে আসে ১১৫ রান। ৪ চার আর ২ ছক্কায় ৪৪ বলে ৫০ রানের ইনিংস খেলেন ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে খেলতে নামা এই ব্যাটার। ঘরের মাঠে সর্বশেষ সিরিজে আফগানদের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাঁর। যদিও সিরিজটা একদমই ভালো কাটেনি রাব্বির। দক্ষিণ আফ্রিকায় পেলেন প্রথম ওয়ানডে ফিফটি। রাব্বিকে প্রশংসায় ভাসিয়েছেন সাকিব, ‘ইয়াসির খুব ভালো ব্যাটিং করেছে। ওর সঙ্গে আমার জুটিটা ভালো ছিল। ইয়াসিরকে কৃতিত্ব দিতেই হয়। ক্যারিয়ারের চতুর্থ ম্যাচ খেলছে, সেটাও দক্ষিণ আফ্রিকায়। এটা তাঁর জন্য সহজ ছিল না।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৬ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৭ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৯ ঘণ্টা আগে