নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বকাপে এ পর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে প্রত্যেক দল। নিজেরা ভালো না করলেও প্রতিপক্ষের হারই যেন কিছুটা স্বস্তি রেখেছে বাংলাদেশ দলকে। সুযোগ আছে সেমিফাইনাল নিশ্চিত করারও। সেই সুযোগ সাকিব আল হাসানরা কতটুকু কাজে লাগাতে পারবেন সেটাই দেখার অপেক্ষা।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল। এর পর টানা তিন ম্যাচে হার দেখেছে তারা। তবু ২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও শ্রীলঙ্কার চেয়েও ওপরে তারা। লঙ্কানরা নিজেদের প্রথম তিন ম্যাচেই টানা হেরেছে। গতকাল চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তুলে নিয়েছে ৫ উইকেটের জয়।
এই হারেই বাংলাদেশ থেকে রানরেটে পিছিয়ে পড়েছে ডাচরা। চলে গেছে পয়েন্ট টেবিলের সাতে। তাদেরও বাংলাদেশের মতো ৪ ম্যাচে এক জয় ও তিন হারে ২ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল নেদারল্যান্ডস।
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ইংল্যান্ডের ছিল পয়েন্ট টেবিলের ছয়ে। প্রোটিয়াদের কাছে ইংলিশরা হারে ২২৯ রানের বড় ব্যবধানে। ৪০০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২২ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এই হার জস বাটলারদের পয়েন্ট টেবিলে অনেকটাই পিছিয়ে দিয়েছে। তাদের রানরেট কমে হয়েছে-১.২৪৮। টেবিলে তাদের অবস্থান এখন ৯। ডাচ ও ইংলিশদের হারে পয়েন্ট টেবিলে একধাপ এগিয়েছে বাংলাদেশ।
বিশ্বকাপে নিচের দিকে থাকা ৫ দলের পয়েন্ট সংখ্যা সমান। প্রত্যেকেই চার খেলায় পেয়েছে ২ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় এদের মধ্যে বাংলাদেশ সবার ওপরে আছে। আগামী পরশু সাকিবরা তাদের পরের ম্যাচে খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সুযোগ আছে ম্যাচটি জিতে পয়েন্ট বাড়িয়ে নেওয়ার।

বিশ্বকাপে এ পর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে প্রত্যেক দল। নিজেরা ভালো না করলেও প্রতিপক্ষের হারই যেন কিছুটা স্বস্তি রেখেছে বাংলাদেশ দলকে। সুযোগ আছে সেমিফাইনাল নিশ্চিত করারও। সেই সুযোগ সাকিব আল হাসানরা কতটুকু কাজে লাগাতে পারবেন সেটাই দেখার অপেক্ষা।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল। এর পর টানা তিন ম্যাচে হার দেখেছে তারা। তবু ২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও শ্রীলঙ্কার চেয়েও ওপরে তারা। লঙ্কানরা নিজেদের প্রথম তিন ম্যাচেই টানা হেরেছে। গতকাল চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তুলে নিয়েছে ৫ উইকেটের জয়।
এই হারেই বাংলাদেশ থেকে রানরেটে পিছিয়ে পড়েছে ডাচরা। চলে গেছে পয়েন্ট টেবিলের সাতে। তাদেরও বাংলাদেশের মতো ৪ ম্যাচে এক জয় ও তিন হারে ২ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল নেদারল্যান্ডস।
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ইংল্যান্ডের ছিল পয়েন্ট টেবিলের ছয়ে। প্রোটিয়াদের কাছে ইংলিশরা হারে ২২৯ রানের বড় ব্যবধানে। ৪০০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২২ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এই হার জস বাটলারদের পয়েন্ট টেবিলে অনেকটাই পিছিয়ে দিয়েছে। তাদের রানরেট কমে হয়েছে-১.২৪৮। টেবিলে তাদের অবস্থান এখন ৯। ডাচ ও ইংলিশদের হারে পয়েন্ট টেবিলে একধাপ এগিয়েছে বাংলাদেশ।
বিশ্বকাপে নিচের দিকে থাকা ৫ দলের পয়েন্ট সংখ্যা সমান। প্রত্যেকেই চার খেলায় পেয়েছে ২ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় এদের মধ্যে বাংলাদেশ সবার ওপরে আছে। আগামী পরশু সাকিবরা তাদের পরের ম্যাচে খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সুযোগ আছে ম্যাচটি জিতে পয়েন্ট বাড়িয়ে নেওয়ার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
১১ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১৩ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৭ ঘণ্টা আগে