নিজস্ব প্রতিবেদক

ঢাকা: কাতুনায়েকের প্রস্তুতি ম্যাচে যে ব্যাটসম্যানই সুযোগ পেয়েছেন, তিনিই পেয়েছেন রানের দেখা। গত দুদিনে বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রস্তুতি মন্দ হয়নি। বোলারদের প্রস্তুতিটাও যে একেবারে খারাপ হয়েছে, সেটিও বলা যাবে না। প্রথম দিন ম্লাণ থাকলেও কাল শেষ দিনে আলো ছড়িয়েছেন স্পিনাররা।
দুদিনের প্রস্তুতি ম্যাচে স্পিনাররা ভালো বোলিং করলেও অস্বস্তি বাড়িয়েছেন পেসাররা। সাত পেসার দুদিনে উইকেট পেয়েছেন ১টি। সতীর্থদের আউট করতে গিয়েই পেসারদের এই দশা! করুনারত্বে–চান্দিমালদের আটকাবেন কী করে?
প্রস্তুতি ম্যাচে পেসারদের পারফরম্যান্স ভাবাচ্ছে আরও একটি কারণে। লঙ্কানরা এরই মধ্যে ‘ঘোষণা’ দিয়ে রেখেছে, গতির ঝড়েই মুমিনুলদের ঘায়েল করতে চান তাঁরা। এখনো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা না করলেও লঙ্কান সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া সংবাদ সে ইঙ্গিতই দিয়েছে।
নিজেদের হাতে ভালো স্পিনার থাকার পরেও শ্রীলঙ্কার পেসারদের ওপর বেশি ভরসা রাখছে। লঙ্কান সংবাদমাধ্যম বলছে, বাংলাদেশের ব্যাটসম্যানেরা স্পিনের বিপক্ষেই বেশি ভালো খেলেন। তাঁদের বোতলবন্দি করে রাখতে গতিই সেরা উপায়। করোনা আক্রান্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না থাকা লাহিরু কুমারাকে ফেরানো না কি এ কারণেই। দলে সুরঙ্গা লাকমাল–বিশ্ব ফার্নান্দো, দুশমন্তো চামারা আর অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস তো আছেনই।
শ্রীলঙ্কার উইকেট মানেই স্পিনবান্ধব–এবার এ কৌশল থেকে সরে আসার পেছনে আরও কয়েকটি কারণ থাকতে পারে। হেরাথ–পরবর্তী লঙ্কানদের স্পিন বিভাগের বড় মুখ হয়ে ওঠা বাঁহাতি স্পিনার এমবুলদুনিয়া চোটে পড়ে নেই সিরিজে। সর্বশেষ সিরিজে লাকমালসহ অন্য পেসারাও দুর্দান্ত বোলিংও করেছেন। বাংলাদেশ দলে নেই মোস্তাফিজুর রহমান। তামিমদের বিপক্ষে ভালো পেস আক্রমণ নিয়ে নামাটাই যৌক্তিক মনে করছে শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট।
অবশ্য মুরালিধরনের শহরের মাঠ পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরাবরই ঘূর্ণিজাদু দেখা গেছে। এখন গুঞ্জন যদি সত্যি হয়, পাল্লেকেলেতে পেসসহায়ক উইকেটে খেলা হলে বাংলাদেশ সিরিজ শুরু করবে একটু পিছিয়ে থেকেই।
টেস্টে বাংলাদেশের পেসাররা সব সময়ই দুই কদম পিছিয়ে। ক্রিকেটের বড় সংস্করণে গত দুই বছরে অস্ট্রেলিয়ান পেসাররাই বেশি সফল। ৯ টেস্টে অজিদের ৭ পেসার পেয়েছেন ১১৫ উইকেট। সেখানে ৬ টেস্ট খেলে বাংলাদেশের ৬ পেসার পেয়েছেন ৩৩ উইকেট। ১০ টেস্টে শ্রীলঙ্কান ১০ পেসারের শিকার ৭১ উইকেট। লাকমালদের চেয়ে আবু জায়েদরা অবশ্য একটু দ্রুত উইকেট তুলে নিতে পেরেছেন। প্রতি উইকেট পেতে বাংলাদেশের পেসারদের যেখানে অপেক্ষা করতে হয়েছে ৫৯.৫ বল, সেখানে লঙ্কান পেসারদের অপেক্ষা ৭০ বলের। বাংলাদেশ দলে ৭ পেসারের ৩ জনের এখনো টেস্টই খেলা হয়নি।
দলে থাকা তাসকিন আহমেদ আর ইবাদত হোসেনের ওপর আস্থা রাখার উপায় নেই। বাংলাদেশের পেস আক্রমণে বড় ভরসা আবু জায়েদ। একজনের ওপর ভরসা করে বাংলাদেশের পেসআক্রমণ কত দূর এগোতে পারবে, সেটিই প্রশ্ন।

ঢাকা: কাতুনায়েকের প্রস্তুতি ম্যাচে যে ব্যাটসম্যানই সুযোগ পেয়েছেন, তিনিই পেয়েছেন রানের দেখা। গত দুদিনে বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রস্তুতি মন্দ হয়নি। বোলারদের প্রস্তুতিটাও যে একেবারে খারাপ হয়েছে, সেটিও বলা যাবে না। প্রথম দিন ম্লাণ থাকলেও কাল শেষ দিনে আলো ছড়িয়েছেন স্পিনাররা।
দুদিনের প্রস্তুতি ম্যাচে স্পিনাররা ভালো বোলিং করলেও অস্বস্তি বাড়িয়েছেন পেসাররা। সাত পেসার দুদিনে উইকেট পেয়েছেন ১টি। সতীর্থদের আউট করতে গিয়েই পেসারদের এই দশা! করুনারত্বে–চান্দিমালদের আটকাবেন কী করে?
প্রস্তুতি ম্যাচে পেসারদের পারফরম্যান্স ভাবাচ্ছে আরও একটি কারণে। লঙ্কানরা এরই মধ্যে ‘ঘোষণা’ দিয়ে রেখেছে, গতির ঝড়েই মুমিনুলদের ঘায়েল করতে চান তাঁরা। এখনো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা না করলেও লঙ্কান সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া সংবাদ সে ইঙ্গিতই দিয়েছে।
নিজেদের হাতে ভালো স্পিনার থাকার পরেও শ্রীলঙ্কার পেসারদের ওপর বেশি ভরসা রাখছে। লঙ্কান সংবাদমাধ্যম বলছে, বাংলাদেশের ব্যাটসম্যানেরা স্পিনের বিপক্ষেই বেশি ভালো খেলেন। তাঁদের বোতলবন্দি করে রাখতে গতিই সেরা উপায়। করোনা আক্রান্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না থাকা লাহিরু কুমারাকে ফেরানো না কি এ কারণেই। দলে সুরঙ্গা লাকমাল–বিশ্ব ফার্নান্দো, দুশমন্তো চামারা আর অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস তো আছেনই।
শ্রীলঙ্কার উইকেট মানেই স্পিনবান্ধব–এবার এ কৌশল থেকে সরে আসার পেছনে আরও কয়েকটি কারণ থাকতে পারে। হেরাথ–পরবর্তী লঙ্কানদের স্পিন বিভাগের বড় মুখ হয়ে ওঠা বাঁহাতি স্পিনার এমবুলদুনিয়া চোটে পড়ে নেই সিরিজে। সর্বশেষ সিরিজে লাকমালসহ অন্য পেসারাও দুর্দান্ত বোলিংও করেছেন। বাংলাদেশ দলে নেই মোস্তাফিজুর রহমান। তামিমদের বিপক্ষে ভালো পেস আক্রমণ নিয়ে নামাটাই যৌক্তিক মনে করছে শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট।
অবশ্য মুরালিধরনের শহরের মাঠ পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরাবরই ঘূর্ণিজাদু দেখা গেছে। এখন গুঞ্জন যদি সত্যি হয়, পাল্লেকেলেতে পেসসহায়ক উইকেটে খেলা হলে বাংলাদেশ সিরিজ শুরু করবে একটু পিছিয়ে থেকেই।
টেস্টে বাংলাদেশের পেসাররা সব সময়ই দুই কদম পিছিয়ে। ক্রিকেটের বড় সংস্করণে গত দুই বছরে অস্ট্রেলিয়ান পেসাররাই বেশি সফল। ৯ টেস্টে অজিদের ৭ পেসার পেয়েছেন ১১৫ উইকেট। সেখানে ৬ টেস্ট খেলে বাংলাদেশের ৬ পেসার পেয়েছেন ৩৩ উইকেট। ১০ টেস্টে শ্রীলঙ্কান ১০ পেসারের শিকার ৭১ উইকেট। লাকমালদের চেয়ে আবু জায়েদরা অবশ্য একটু দ্রুত উইকেট তুলে নিতে পেরেছেন। প্রতি উইকেট পেতে বাংলাদেশের পেসারদের যেখানে অপেক্ষা করতে হয়েছে ৫৯.৫ বল, সেখানে লঙ্কান পেসারদের অপেক্ষা ৭০ বলের। বাংলাদেশ দলে ৭ পেসারের ৩ জনের এখনো টেস্টই খেলা হয়নি।
দলে থাকা তাসকিন আহমেদ আর ইবাদত হোসেনের ওপর আস্থা রাখার উপায় নেই। বাংলাদেশের পেস আক্রমণে বড় ভরসা আবু জায়েদ। একজনের ওপর ভরসা করে বাংলাদেশের পেসআক্রমণ কত দূর এগোতে পারবে, সেটিই প্রশ্ন।

মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বে ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ভারতের মাঠে এবারই প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে কিউইরা। আটবারের চেষ্টায় কিউইরা সফল হলো যে অধিনায়কের নেতৃত্বে, এবার তাঁকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দল।
১ ঘণ্টা আগে
আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে নাটকীয়তা শেষে মরক্কোকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সেনেগাল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরে ফিফা র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে সাদিও মানেরা। আন্তর্জাতিক ফুটবল সংস্থা প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি করেছে সেনেগালিজরা।
১ ঘণ্টা আগে
নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভারতের পরিবর্তে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের কথায় আইসিসি অযৌক্তিক চাপ সৃষ্টি করলে সেটা মেনে নেওয়া হবে না বলে জানালেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল তারা।
৩ ঘণ্টা আগে