
জিওফ বয়কটকে আগেই ভুল প্রমাণিত করেছেন রোহিত শর্মা। ভারত-ইংল্যান্ডের চলমান সিরিজের বিশাখাপত্তনম টেস্ট শেষে ইংল্যান্ডের সাবেক ওপেনার জানিয়েছিলেন, রোহিতের বয়স ৩৭ এর কোঠায় এবং তার সেরাটা অনেক আগেই শেষ হয়েছে।
রাজকোটে তৃতীয় টেস্ট খেলতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি করে বয়কটের সমালোচনার জবাব দেন রোহিত। সেদিনের ১৩১ রানের ইনিংসের পর আজ আরেকটি সেঞ্চুরি পেয়েছেন ভারতীয় অধিনায়ক। দুই সেঞ্চুরির মাঝে রাঁচি টেস্টে একটি ফিফটিও করেছেন তিনি। যেন বুঝিয়ে দিচ্ছেন ক্যারিয়ারের গোধূলি লগ্নে আসলেও ব্যাটের ধার তাঁর বন্ধ হয়নি।
রোহিতের ব্যাট এতটাই হাসছে যে বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি তাঁর। ভারতীয় ওপেনারের সেঞ্চুরির পরিসংখ্যানটা অবশ্য বয়স ৩০ বছর হওয়ার পর থেকে। তবে সব মিলিয়ে ধরলে আজকের সেঞ্চুরি দিয়ে তিনি যৌথভাবে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন। ১০৩ রানের ইনিংসটি ত্রিশের পর তাঁর ক্যারিয়ারের ৩৫ তম। সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারের ১২ তম সেঞ্চুরির। ইনিংসটি ১৩ চার ও ৩ ছক্কায় সাজিয়েছেন রোহিত।
ক্যারিয়ারের ৪৮ সেঞ্চুরির ৩৫টাই ত্রিশের পরে করেছেন রোহিত। ত্রিশের পর সমান সেঞ্চুরি করেছেন তাঁর এক সময়কার সতীর্থ, ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ ৩৪,৩৫৭ রানের মালিককে যে খুব শিগগিরই ছাড়িয়ে যাবেন রোহিত সেটা না বললেও চলে।
অন্যদিকে আরেকটি সেঞ্চুরি করলে দুই অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং ও ম্যাথু হেইডেনের মাইলফলকও ছুঁয়ে ফেলবেন রোহিত। ত্রিশের পর ৩৬ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে দুইয়ে আছেন এই দুই কিংবদন্তি। আর ৪৩ সেঞ্চুরি নিয়ে সবার শীর্ষে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।

জিওফ বয়কটকে আগেই ভুল প্রমাণিত করেছেন রোহিত শর্মা। ভারত-ইংল্যান্ডের চলমান সিরিজের বিশাখাপত্তনম টেস্ট শেষে ইংল্যান্ডের সাবেক ওপেনার জানিয়েছিলেন, রোহিতের বয়স ৩৭ এর কোঠায় এবং তার সেরাটা অনেক আগেই শেষ হয়েছে।
রাজকোটে তৃতীয় টেস্ট খেলতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি করে বয়কটের সমালোচনার জবাব দেন রোহিত। সেদিনের ১৩১ রানের ইনিংসের পর আজ আরেকটি সেঞ্চুরি পেয়েছেন ভারতীয় অধিনায়ক। দুই সেঞ্চুরির মাঝে রাঁচি টেস্টে একটি ফিফটিও করেছেন তিনি। যেন বুঝিয়ে দিচ্ছেন ক্যারিয়ারের গোধূলি লগ্নে আসলেও ব্যাটের ধার তাঁর বন্ধ হয়নি।
রোহিতের ব্যাট এতটাই হাসছে যে বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি তাঁর। ভারতীয় ওপেনারের সেঞ্চুরির পরিসংখ্যানটা অবশ্য বয়স ৩০ বছর হওয়ার পর থেকে। তবে সব মিলিয়ে ধরলে আজকের সেঞ্চুরি দিয়ে তিনি যৌথভাবে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন। ১০৩ রানের ইনিংসটি ত্রিশের পর তাঁর ক্যারিয়ারের ৩৫ তম। সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারের ১২ তম সেঞ্চুরির। ইনিংসটি ১৩ চার ও ৩ ছক্কায় সাজিয়েছেন রোহিত।
ক্যারিয়ারের ৪৮ সেঞ্চুরির ৩৫টাই ত্রিশের পরে করেছেন রোহিত। ত্রিশের পর সমান সেঞ্চুরি করেছেন তাঁর এক সময়কার সতীর্থ, ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ ৩৪,৩৫৭ রানের মালিককে যে খুব শিগগিরই ছাড়িয়ে যাবেন রোহিত সেটা না বললেও চলে।
অন্যদিকে আরেকটি সেঞ্চুরি করলে দুই অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং ও ম্যাথু হেইডেনের মাইলফলকও ছুঁয়ে ফেলবেন রোহিত। ত্রিশের পর ৩৬ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে দুইয়ে আছেন এই দুই কিংবদন্তি। আর ৪৩ সেঞ্চুরি নিয়ে সবার শীর্ষে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
২ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
৬ ঘণ্টা আগে