নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভালো প্রস্তুতি নিয়েই এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার আগে তাসকিন আহমেদরা ফাইনালে খেলার লক্ষ্যের কথাও জানিয়েছিলেন। কিন্তু টুর্নামেন্টে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ দল।
গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচে জয়ে পেয়েছিলেন সাকিব আল হাসানরা। বাকি সব ম্যাচেই হেরেছে বাংলাদেশ দল। ফাইনালের স্বপ্নভঙ্গ আগেই হয়েছে। আগামীকাল সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। সাকিব জানিয়েছেন, রোহিত শর্মাদের বিপক্ষে জয় পাওয়াই তাঁদের লক্ষ্য।
নিজেদের সর্বশেষে ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ দল। এশিয়া কাপেও হতাশাজনক পারফরম্যান্স। বিশ্বকাপের আগে অধিনায়ক সাকিবের জন্যও দুশ্চিন্তার কারণ এটি। সাকিব অবশ্য মনে করছেন, ভালো করতে হলে সবাইকেই অবদান রাখতে হবে। শুধু তাঁর নিজের পারফরম্যান্স দিয়ে ভালো কিছু অসম্ভব।
আজ কলম্বোয় সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার না। সবার সব দায়িত্ব আছে। আমি নিশ্চিত, সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদা আলাদাভাবে যদি সবাই যার যার জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।’
সাকিবের মতে, ক্রিকেটারদের আলাদা আলাদা পারফরমই একসঙ্গে যোগ করলে ভালো ফল পেতে সহায়তা করবে দলকে। বাংলাদেশ দলের অধিনায়ক বললেন, ‘যার যার আলাদা কাজগুলো একসঙ্গে যোগ করলে, তখন হয়তো আমরা ভালো করব। সবাই চেষ্টা করবে আমি জানি, তার জায়গা থেকে একটুও কম কাজ করবে না, যাতে যে বিশ্বকাপ ভালো করতে না পারে। আমি আশাবাদী আমাদের দল ভালো করবে।’

ভালো প্রস্তুতি নিয়েই এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার আগে তাসকিন আহমেদরা ফাইনালে খেলার লক্ষ্যের কথাও জানিয়েছিলেন। কিন্তু টুর্নামেন্টে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ দল।
গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচে জয়ে পেয়েছিলেন সাকিব আল হাসানরা। বাকি সব ম্যাচেই হেরেছে বাংলাদেশ দল। ফাইনালের স্বপ্নভঙ্গ আগেই হয়েছে। আগামীকাল সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। সাকিব জানিয়েছেন, রোহিত শর্মাদের বিপক্ষে জয় পাওয়াই তাঁদের লক্ষ্য।
নিজেদের সর্বশেষে ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ দল। এশিয়া কাপেও হতাশাজনক পারফরম্যান্স। বিশ্বকাপের আগে অধিনায়ক সাকিবের জন্যও দুশ্চিন্তার কারণ এটি। সাকিব অবশ্য মনে করছেন, ভালো করতে হলে সবাইকেই অবদান রাখতে হবে। শুধু তাঁর নিজের পারফরম্যান্স দিয়ে ভালো কিছু অসম্ভব।
আজ কলম্বোয় সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার না। সবার সব দায়িত্ব আছে। আমি নিশ্চিত, সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদা আলাদাভাবে যদি সবাই যার যার জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।’
সাকিবের মতে, ক্রিকেটারদের আলাদা আলাদা পারফরমই একসঙ্গে যোগ করলে ভালো ফল পেতে সহায়তা করবে দলকে। বাংলাদেশ দলের অধিনায়ক বললেন, ‘যার যার আলাদা কাজগুলো একসঙ্গে যোগ করলে, তখন হয়তো আমরা ভালো করব। সবাই চেষ্টা করবে আমি জানি, তার জায়গা থেকে একটুও কম কাজ করবে না, যাতে যে বিশ্বকাপ ভালো করতে না পারে। আমি আশাবাদী আমাদের দল ভালো করবে।’

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
২ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
৩ ঘণ্টা আগে