নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সানরাইজার্সের হারানোর কিছুই ছিল না। তবে পাওয়ার ছিল। বুধবার প্রাপ্তির ম্যাচেও ফের হেরেছে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটি। স্বাগতিক সিলেটের এবারের হার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে। আজ সিলেটকে তাদেরই মাঠে ৪ উইকেটে হারিয়ে প্লে-অফ পর্বে উঠে গেল ইমরুল কায়েসের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ তোলে রবি বোপারার সিলেট। জবাবে ১ বল হাতে রেখেই দারুণ জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। টুর্নামেন্টের চলতি মৌসুমে আট ম্যাচে এটা ইমরুলদের পঞ্চম জয়। বিপরীতে নয় ম্যাচের সাতটিতেই হারল সিলেট। ৩ পয়েন্ট ঘরে থাকা দলটির প্লে-অফের আশা শেষ হয়ে গেছে আগেই।
সিলেটের চ্যালেঞ্জিং স্কোরের নায়ক সেই কলিন ইনগ্রাম। আরো একটা ম্যাচে সেঞ্চুরির আভাস নিয়ে ফিরেছেন ইংলিশ ওপেনার। আগের ম্যাচে ৯০ রানে আউট হওয়া ইনগ্রাম আজ করলেন ৮৯। ৬৩ বলের ইনিংসে নয়টি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর সঙ্গী এনামুল হক বিজয় ৩৩ বলে চারটি চার ও তিন ছক্কায় আউট হন ৪৬ রানে। ১৩তম ওভারের শুরুতে ১০৫ রানে ভাঙে সিলেটের দুজনের উদ্বোধনী জুটি।
এ ছাড়া লেন্ডন সিমন্স ১৩ বলে ১৬ এবং আলাউদ্দিন বাবু ৮ বলে ১০ রানে সাজঘরে ফেরেন। সিলেটের পতন হওয়া ৫ উইকেটের ৩টি নিয়েছেন কুমিল্লার বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। চার ওভারে ২৩ দেওয়া জাতীয় দলের এই পেসার ম্যাচ সেরার দাবিদার হলেও শ্রেষ্ঠত্বের পুরস্কার উঠেছে কুমিল্লা ওপেনার মাহমুদুল হাসান জয়ের হাতে। রান তাড়ায় ২২ রানে ২ উইকেট হারানোর পর তিনিই দলকে লক্ষ্যে এগিয়ে নেন।
৫০ বলে সাত চার ও দুই ছক্কায় ৬৫ রান করেন জয়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ বলে ৪৬ রানের কার্যকর ইনিংস খেলেন মঈন আলী। ইংলিশ অলরাউন্ডার ইনিংস সাজান চারটি চার ও দুই ছক্কায়। ওপেনার ইমরুল পাঁচে নেমে ৮ বলে দুই ছক্কায় তোলেন ১৬ রান। শেষ দিকে ঝড় ওঠে সুনিল নারাইনের ব্যাটে। ১২ বলে তিন চার ও এক ছক্কায় ২৪ রানের ক্যামিও ইনিংসে অপরাজিত থাকেন ক্যারিবীয় অলরাউন্ডার।
শেষ দুই ওভারে ২২ রানের কঠিন সমীকরণ ছিল কুমিল্লার সামনে। কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় ইনিংসের ১৯তম ওভারেই। একেএস স্বাধীন এক ওভারেই খরচ করেন ১৯ রান! নারাইনের কাছে হজম করেন দুই চার ও এক ছক্কা। সিলেট পেসার তিনটি ওয়াইডও দিয়েছেন। তাঁর বাজে বোলিংয়ের খেসারত দিয়ে আরো একটা ম্যাচ জেতার সুযোগ হাতছাড়া করল সিলেট।

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সানরাইজার্সের হারানোর কিছুই ছিল না। তবে পাওয়ার ছিল। বুধবার প্রাপ্তির ম্যাচেও ফের হেরেছে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটি। স্বাগতিক সিলেটের এবারের হার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে। আজ সিলেটকে তাদেরই মাঠে ৪ উইকেটে হারিয়ে প্লে-অফ পর্বে উঠে গেল ইমরুল কায়েসের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ তোলে রবি বোপারার সিলেট। জবাবে ১ বল হাতে রেখেই দারুণ জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। টুর্নামেন্টের চলতি মৌসুমে আট ম্যাচে এটা ইমরুলদের পঞ্চম জয়। বিপরীতে নয় ম্যাচের সাতটিতেই হারল সিলেট। ৩ পয়েন্ট ঘরে থাকা দলটির প্লে-অফের আশা শেষ হয়ে গেছে আগেই।
সিলেটের চ্যালেঞ্জিং স্কোরের নায়ক সেই কলিন ইনগ্রাম। আরো একটা ম্যাচে সেঞ্চুরির আভাস নিয়ে ফিরেছেন ইংলিশ ওপেনার। আগের ম্যাচে ৯০ রানে আউট হওয়া ইনগ্রাম আজ করলেন ৮৯। ৬৩ বলের ইনিংসে নয়টি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর সঙ্গী এনামুল হক বিজয় ৩৩ বলে চারটি চার ও তিন ছক্কায় আউট হন ৪৬ রানে। ১৩তম ওভারের শুরুতে ১০৫ রানে ভাঙে সিলেটের দুজনের উদ্বোধনী জুটি।
এ ছাড়া লেন্ডন সিমন্স ১৩ বলে ১৬ এবং আলাউদ্দিন বাবু ৮ বলে ১০ রানে সাজঘরে ফেরেন। সিলেটের পতন হওয়া ৫ উইকেটের ৩টি নিয়েছেন কুমিল্লার বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। চার ওভারে ২৩ দেওয়া জাতীয় দলের এই পেসার ম্যাচ সেরার দাবিদার হলেও শ্রেষ্ঠত্বের পুরস্কার উঠেছে কুমিল্লা ওপেনার মাহমুদুল হাসান জয়ের হাতে। রান তাড়ায় ২২ রানে ২ উইকেট হারানোর পর তিনিই দলকে লক্ষ্যে এগিয়ে নেন।
৫০ বলে সাত চার ও দুই ছক্কায় ৬৫ রান করেন জয়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ বলে ৪৬ রানের কার্যকর ইনিংস খেলেন মঈন আলী। ইংলিশ অলরাউন্ডার ইনিংস সাজান চারটি চার ও দুই ছক্কায়। ওপেনার ইমরুল পাঁচে নেমে ৮ বলে দুই ছক্কায় তোলেন ১৬ রান। শেষ দিকে ঝড় ওঠে সুনিল নারাইনের ব্যাটে। ১২ বলে তিন চার ও এক ছক্কায় ২৪ রানের ক্যামিও ইনিংসে অপরাজিত থাকেন ক্যারিবীয় অলরাউন্ডার।
শেষ দুই ওভারে ২২ রানের কঠিন সমীকরণ ছিল কুমিল্লার সামনে। কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় ইনিংসের ১৯তম ওভারেই। একেএস স্বাধীন এক ওভারেই খরচ করেন ১৯ রান! নারাইনের কাছে হজম করেন দুই চার ও এক ছক্কা। সিলেট পেসার তিনটি ওয়াইডও দিয়েছেন। তাঁর বাজে বোলিংয়ের খেসারত দিয়ে আরো একটা ম্যাচ জেতার সুযোগ হাতছাড়া করল সিলেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৪ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৬ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৯ ঘণ্টা আগে