আজকের পত্রিকা ডেস্ক

ঢাকায় ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেট গিয়েছিলেন মেয়েরা। কিন্তু প্রথম টি-টোয়েন্টিতেই আত্মবিশ্বাসের বেলুন চুপসে গেছে নিগার সুলতানা জ্যোতিদের; ভালো অবস্থানে থেকেও ১২ রানে হেরে যায় দল। আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হতে যাওয়া ম্যাচটি যেখানে সিরিজ জেতার লড়াই হওয়ার কথা ছিল, সেখানে এখন এটি সিরিজ বাঁচানোর লড়াই। আজ জিততে না পারলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াবে বাংলাদেশ।
দ্বিতীয় টি-টোয়েন্টির আগে অবশ্য ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের। শুধু আশাই নয়, আগের দিন দলের অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলম জানিয়ে দিলেন, শুধু আজকের ম্যাচই নয়, সিরিজ জেতারও সামর্থ্য আছে তাঁদের। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জাহানারা বলেন, ‘ (হারলেও প্রথম টি-টোয়েন্টতে) ব্যাটিংয়ে আমাদের চার খেলোয়াড় দারুণ ব্যাট করেছে। সেদিক থেকে বিবেচনা করলে আমার বিশ্বাস, সিরিজ আমরা জিততে পারব। আর সেই বিশ্বাস দলের সবার আছে।’
পাঁচ মাসের বেশি সময় পর টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাহানারা। ফেরাটা অবশ্য স্বস্তির ছিল না। আইরিশ মেয়েদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। একাদশে ফেরার আনন্দ থাকলেও দলের হারে খুশি হাতে পারছেন না জাহানারা, ‘সবই ঠিক আছে, দলে থাকার ব্যাপারটি সব সময় যে মনের মতো হবে, ব্যাপারটা আসলে তেমন না। যা কিছু আপনার নসিবে লেখা, সেটাই হবে। দলে ফিরতে পেরেছি, তাতে আমি যথেষ্ট খুশি। কিন্তু খুশিটা খুব বেশি হতে পারছি না। কারণ, প্রথম ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি।’
দ্বিতীয় ম্যাচটি হাতছাড়া হতে দিতে রাজি নন জাহানারা, ‘কিছু ভুলের কারণে ম্যাচটা আমরা হেরে গেছি। তবে পরের দুটি ম্যাচ নিয়ে খুবই আশাবাদী।’

ঢাকায় ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেট গিয়েছিলেন মেয়েরা। কিন্তু প্রথম টি-টোয়েন্টিতেই আত্মবিশ্বাসের বেলুন চুপসে গেছে নিগার সুলতানা জ্যোতিদের; ভালো অবস্থানে থেকেও ১২ রানে হেরে যায় দল। আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হতে যাওয়া ম্যাচটি যেখানে সিরিজ জেতার লড়াই হওয়ার কথা ছিল, সেখানে এখন এটি সিরিজ বাঁচানোর লড়াই। আজ জিততে না পারলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াবে বাংলাদেশ।
দ্বিতীয় টি-টোয়েন্টির আগে অবশ্য ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের। শুধু আশাই নয়, আগের দিন দলের অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলম জানিয়ে দিলেন, শুধু আজকের ম্যাচই নয়, সিরিজ জেতারও সামর্থ্য আছে তাঁদের। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জাহানারা বলেন, ‘ (হারলেও প্রথম টি-টোয়েন্টতে) ব্যাটিংয়ে আমাদের চার খেলোয়াড় দারুণ ব্যাট করেছে। সেদিক থেকে বিবেচনা করলে আমার বিশ্বাস, সিরিজ আমরা জিততে পারব। আর সেই বিশ্বাস দলের সবার আছে।’
পাঁচ মাসের বেশি সময় পর টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাহানারা। ফেরাটা অবশ্য স্বস্তির ছিল না। আইরিশ মেয়েদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। একাদশে ফেরার আনন্দ থাকলেও দলের হারে খুশি হাতে পারছেন না জাহানারা, ‘সবই ঠিক আছে, দলে থাকার ব্যাপারটি সব সময় যে মনের মতো হবে, ব্যাপারটা আসলে তেমন না। যা কিছু আপনার নসিবে লেখা, সেটাই হবে। দলে ফিরতে পেরেছি, তাতে আমি যথেষ্ট খুশি। কিন্তু খুশিটা খুব বেশি হতে পারছি না। কারণ, প্রথম ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি।’
দ্বিতীয় ম্যাচটি হাতছাড়া হতে দিতে রাজি নন জাহানারা, ‘কিছু ভুলের কারণে ম্যাচটা আমরা হেরে গেছি। তবে পরের দুটি ম্যাচ নিয়ে খুবই আশাবাদী।’

শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
২৯ মিনিট আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই জাবি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চ
২ ঘণ্টা আগে
নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপে খেলতে না চাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ মুহূর্তে বেশ চাপে আছে। সবচেয়ে বেশি চাপে আছেন সম্ভবত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) কি স্বস্তিতে আছে? উত্তরটা যে হ্যাঁ-সূচক নয়, সেটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরই বলে দিচ্ছে।
২ ঘণ্টা আগে