আজকের পত্রিকা ডেস্ক

ঢাকায় ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেট গিয়েছিলেন মেয়েরা। কিন্তু প্রথম টি-টোয়েন্টিতেই আত্মবিশ্বাসের বেলুন চুপসে গেছে নিগার সুলতানা জ্যোতিদের; ভালো অবস্থানে থেকেও ১২ রানে হেরে যায় দল। আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হতে যাওয়া ম্যাচটি যেখানে সিরিজ জেতার লড়াই হওয়ার কথা ছিল, সেখানে এখন এটি সিরিজ বাঁচানোর লড়াই। আজ জিততে না পারলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াবে বাংলাদেশ।
দ্বিতীয় টি-টোয়েন্টির আগে অবশ্য ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের। শুধু আশাই নয়, আগের দিন দলের অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলম জানিয়ে দিলেন, শুধু আজকের ম্যাচই নয়, সিরিজ জেতারও সামর্থ্য আছে তাঁদের। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জাহানারা বলেন, ‘ (হারলেও প্রথম টি-টোয়েন্টতে) ব্যাটিংয়ে আমাদের চার খেলোয়াড় দারুণ ব্যাট করেছে। সেদিক থেকে বিবেচনা করলে আমার বিশ্বাস, সিরিজ আমরা জিততে পারব। আর সেই বিশ্বাস দলের সবার আছে।’
পাঁচ মাসের বেশি সময় পর টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাহানারা। ফেরাটা অবশ্য স্বস্তির ছিল না। আইরিশ মেয়েদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। একাদশে ফেরার আনন্দ থাকলেও দলের হারে খুশি হাতে পারছেন না জাহানারা, ‘সবই ঠিক আছে, দলে থাকার ব্যাপারটি সব সময় যে মনের মতো হবে, ব্যাপারটা আসলে তেমন না। যা কিছু আপনার নসিবে লেখা, সেটাই হবে। দলে ফিরতে পেরেছি, তাতে আমি যথেষ্ট খুশি। কিন্তু খুশিটা খুব বেশি হতে পারছি না। কারণ, প্রথম ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি।’
দ্বিতীয় ম্যাচটি হাতছাড়া হতে দিতে রাজি নন জাহানারা, ‘কিছু ভুলের কারণে ম্যাচটা আমরা হেরে গেছি। তবে পরের দুটি ম্যাচ নিয়ে খুবই আশাবাদী।’

ঢাকায় ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেট গিয়েছিলেন মেয়েরা। কিন্তু প্রথম টি-টোয়েন্টিতেই আত্মবিশ্বাসের বেলুন চুপসে গেছে নিগার সুলতানা জ্যোতিদের; ভালো অবস্থানে থেকেও ১২ রানে হেরে যায় দল। আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হতে যাওয়া ম্যাচটি যেখানে সিরিজ জেতার লড়াই হওয়ার কথা ছিল, সেখানে এখন এটি সিরিজ বাঁচানোর লড়াই। আজ জিততে না পারলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াবে বাংলাদেশ।
দ্বিতীয় টি-টোয়েন্টির আগে অবশ্য ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের। শুধু আশাই নয়, আগের দিন দলের অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলম জানিয়ে দিলেন, শুধু আজকের ম্যাচই নয়, সিরিজ জেতারও সামর্থ্য আছে তাঁদের। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জাহানারা বলেন, ‘ (হারলেও প্রথম টি-টোয়েন্টতে) ব্যাটিংয়ে আমাদের চার খেলোয়াড় দারুণ ব্যাট করেছে। সেদিক থেকে বিবেচনা করলে আমার বিশ্বাস, সিরিজ আমরা জিততে পারব। আর সেই বিশ্বাস দলের সবার আছে।’
পাঁচ মাসের বেশি সময় পর টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাহানারা। ফেরাটা অবশ্য স্বস্তির ছিল না। আইরিশ মেয়েদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। একাদশে ফেরার আনন্দ থাকলেও দলের হারে খুশি হাতে পারছেন না জাহানারা, ‘সবই ঠিক আছে, দলে থাকার ব্যাপারটি সব সময় যে মনের মতো হবে, ব্যাপারটা আসলে তেমন না। যা কিছু আপনার নসিবে লেখা, সেটাই হবে। দলে ফিরতে পেরেছি, তাতে আমি যথেষ্ট খুশি। কিন্তু খুশিটা খুব বেশি হতে পারছি না। কারণ, প্রথম ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি।’
দ্বিতীয় ম্যাচটি হাতছাড়া হতে দিতে রাজি নন জাহানারা, ‘কিছু ভুলের কারণে ম্যাচটা আমরা হেরে গেছি। তবে পরের দুটি ম্যাচ নিয়ে খুবই আশাবাদী।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
৪৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে