নিজস্ব প্রতিবেদক, চেন্নাই থেকে

এত দিন খেলাটা দেখেছেন ক্রিকেট বিশ্লেষক কিংবা ক্রিকেটারদের ‘গুরু’ হিসেবে। এবার নাজমুল আবেদীন ফাহিম বাংলাদেশের টেস্ট দেখলেন বিসিবির একজন পরিচালক হিসেবে। চেন্নাইয়ে তাঁর সঙ্গে ছিলেন নির্বাচক হান্নান সরকার। দুজনের একসঙ্গে বসে খেলা দেখার একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছে।
সেই ছবিতে নির্বাচক হান্নানের মুখে চওড়া হাসিই দেখা গেল। নির্বাচকের মুখে হাসি থাকলেও বাংলাদেশের হাসি কেড়ে নিয়েছে ভারতীয় দল। চেন্নাই টেস্টে সফরকারীদের সঙ্গী হয়েছে বড় ব্যবধানের হার।
ম্যাচের পর বিসিবি পরিচালক ফাহিম বললেন, ‘ম্যাচের ফল হিসাব করলে খুব হতাশার। সম্প্রতি পাকিস্তানে যেভাবে খেলে সাফল্য পেয়েছি, সে হিসাবে এমন পরাজয় খুবই হতাশার। ভারত খুব শক্তিশালী দল। ওদের শক্তির তুলনায় আমরা যথেষ্ট পিছিয়ে আছি সত্যি। তবে আমাদের সেরাটা দিতেও ব্যর্থ হয়েছি। প্রথম দিনের শেষ সেশনে খুব বাজে বোলিং করে তুলনামূলক রান বেশি দিয়ে ফেলেছি। সেখান থেকে শুরুর ছন্দটা হারিয়ে ফেলেছি। আমাদের ছন্দ ধরে রেখে খেলা উচিত ছিল।’
এই আক্রমণের বিপরীতে বাংলাদেশ যতটা প্রতিক্রিয়া, বিশেষত ইতিবাচক ইনটেন্ট দেখাতে পেরেছে, সেটা একটা অভিজ্ঞতা হিসেবে দেখছেন ফাহিম, ‘এ রকম শক্তিশালী দলের বিপক্ষে খেলা দারুণ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য। আক্রমণাত্মক বোলিংয়ের বিপক্ষে অভ্যস্ততা থাকা জরুরি। যেভাবে চ্যালেঞ্জটা আসে বোলারদের কাছ থেকে, সেটা মোকাবিলা করার মতো মানসিক স্কিল, শারীরিক স্কিলে কিছুটা ঘাটতি আছে আমাদের। এসব নিয়ে কাজ করতে হবে।’
এর সঙ্গে ফাহিম আরও যোগ করলেন, ‘আমরা যদি হঠাৎ প্রত্যাশা করি চ্যালেঞ্জের মুখে পড়ে কোনোভাবে পার পেয়ে যাব, ব্যাপারটা সহজ নয়। আমাদের গোড়া থেকে কাজ শুরু করতে হবে। দুর্বল জায়গাগুলোয় কাজ করতে হবে, যেন পরের চ্যালেঞ্জগুলোর জবাব দিতে পারি।’

এত দিন খেলাটা দেখেছেন ক্রিকেট বিশ্লেষক কিংবা ক্রিকেটারদের ‘গুরু’ হিসেবে। এবার নাজমুল আবেদীন ফাহিম বাংলাদেশের টেস্ট দেখলেন বিসিবির একজন পরিচালক হিসেবে। চেন্নাইয়ে তাঁর সঙ্গে ছিলেন নির্বাচক হান্নান সরকার। দুজনের একসঙ্গে বসে খেলা দেখার একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছে।
সেই ছবিতে নির্বাচক হান্নানের মুখে চওড়া হাসিই দেখা গেল। নির্বাচকের মুখে হাসি থাকলেও বাংলাদেশের হাসি কেড়ে নিয়েছে ভারতীয় দল। চেন্নাই টেস্টে সফরকারীদের সঙ্গী হয়েছে বড় ব্যবধানের হার।
ম্যাচের পর বিসিবি পরিচালক ফাহিম বললেন, ‘ম্যাচের ফল হিসাব করলে খুব হতাশার। সম্প্রতি পাকিস্তানে যেভাবে খেলে সাফল্য পেয়েছি, সে হিসাবে এমন পরাজয় খুবই হতাশার। ভারত খুব শক্তিশালী দল। ওদের শক্তির তুলনায় আমরা যথেষ্ট পিছিয়ে আছি সত্যি। তবে আমাদের সেরাটা দিতেও ব্যর্থ হয়েছি। প্রথম দিনের শেষ সেশনে খুব বাজে বোলিং করে তুলনামূলক রান বেশি দিয়ে ফেলেছি। সেখান থেকে শুরুর ছন্দটা হারিয়ে ফেলেছি। আমাদের ছন্দ ধরে রেখে খেলা উচিত ছিল।’
এই আক্রমণের বিপরীতে বাংলাদেশ যতটা প্রতিক্রিয়া, বিশেষত ইতিবাচক ইনটেন্ট দেখাতে পেরেছে, সেটা একটা অভিজ্ঞতা হিসেবে দেখছেন ফাহিম, ‘এ রকম শক্তিশালী দলের বিপক্ষে খেলা দারুণ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য। আক্রমণাত্মক বোলিংয়ের বিপক্ষে অভ্যস্ততা থাকা জরুরি। যেভাবে চ্যালেঞ্জটা আসে বোলারদের কাছ থেকে, সেটা মোকাবিলা করার মতো মানসিক স্কিল, শারীরিক স্কিলে কিছুটা ঘাটতি আছে আমাদের। এসব নিয়ে কাজ করতে হবে।’
এর সঙ্গে ফাহিম আরও যোগ করলেন, ‘আমরা যদি হঠাৎ প্রত্যাশা করি চ্যালেঞ্জের মুখে পড়ে কোনোভাবে পার পেয়ে যাব, ব্যাপারটা সহজ নয়। আমাদের গোড়া থেকে কাজ শুরু করতে হবে। দুর্বল জায়গাগুলোয় কাজ করতে হবে, যেন পরের চ্যালেঞ্জগুলোর জবাব দিতে পারি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৮ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৯ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
১০ ঘণ্টা আগে