
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে মিসবাহ-উল-হক দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান সাকলায়েন মুশতাক। সাবেক এই কিংবদন্তি স্পিনারের অধীনে বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখায় পাকিস্তান। এরপর বাংলাদেশ সফরেও শতভাগ সাফল্য পেয়েছে তারা।
সাফল্যের পুরস্কার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সুযোগ পাচ্ছেন সাকলায়েন। এবার সাকলায়েনকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বলেছেন, সব সময় সাকলায়েনের সমর্থন পেয়েছেন।
পূর্ণ দায়িত্ব না পেয়েও পাকিস্তান দলকে দারুণ উজ্জীবিত করেছেন সাকলায়েন। সাবেক ক্রিকেটাররাও সাকলায়েনের কোচিংয়ের দারুণ প্রশংসা করেছেন। তাঁকে নিয়ে বাবর বলেন, ‘সাকলায়েন মুশতাক সব সময় আমাদের পাশে থাকেন। তিনি আমাদের সঙ্গে বসেন ও পরিকল্পনা নিয়ে আলাপ করেন। সাকলায়েন খেলোয়াড়দের বলেন, পাকিস্তানকে সবার আগে প্রাধান্য দিতে। কারণ, আমরা ২২ কোটি মানুষের জন্য খেলি। তাদের আনন্দ দেওয়া আমাদের দায়িত্ব।’
কোচের প্রশংসা করার পাশাপাশি উইন্ডিজ সিরিজ নিয়েও কথা বলেছেন বাবর। তিনি বলেন, ‘আমরা উইন্ডিজকে পাকিস্তানে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছি। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর বাতিল করার পর আমার অনিশ্চিত ছিলাম আর কোনো দল আমাদের এখানে আসবে কি না!’
সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স সামনের দিনগুলোতে ধরে রাখতে প্রত্যয়ী বাবর আরও আরও বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে যে পারফরম্যান্স আমরা দেখাচ্ছে সেটা সামনেও ধরে রাখতে চাই। অনেকেই বলছেন, তাদের দলে বড় নাম নেই। কিন্তু আমরা তাদের হালকাভাবে নিতে চাই না।’
এক বিবৃতিতে লেগ স্পিনার শাদাব খান বলেছেন, খেলোয়াড়েরা বাবরের জন্য নিজেদের জীবন দিতে প্রস্তুত। এই বক্তব্য নিয়ে জানতে চাইলে বাবর বলেন,‘অধিনায়ক হিসেবে সতীর্থরা যখন পারফর্ম করতে পারে না তখন তাদের অনুপ্রাণিত করতে আপনাকে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। আমার খেলোয়াড়েরা কথা শুনে এবং তারা দায়িত্ব নিয়ে খেলে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে মিসবাহ-উল-হক দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান সাকলায়েন মুশতাক। সাবেক এই কিংবদন্তি স্পিনারের অধীনে বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখায় পাকিস্তান। এরপর বাংলাদেশ সফরেও শতভাগ সাফল্য পেয়েছে তারা।
সাফল্যের পুরস্কার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সুযোগ পাচ্ছেন সাকলায়েন। এবার সাকলায়েনকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বলেছেন, সব সময় সাকলায়েনের সমর্থন পেয়েছেন।
পূর্ণ দায়িত্ব না পেয়েও পাকিস্তান দলকে দারুণ উজ্জীবিত করেছেন সাকলায়েন। সাবেক ক্রিকেটাররাও সাকলায়েনের কোচিংয়ের দারুণ প্রশংসা করেছেন। তাঁকে নিয়ে বাবর বলেন, ‘সাকলায়েন মুশতাক সব সময় আমাদের পাশে থাকেন। তিনি আমাদের সঙ্গে বসেন ও পরিকল্পনা নিয়ে আলাপ করেন। সাকলায়েন খেলোয়াড়দের বলেন, পাকিস্তানকে সবার আগে প্রাধান্য দিতে। কারণ, আমরা ২২ কোটি মানুষের জন্য খেলি। তাদের আনন্দ দেওয়া আমাদের দায়িত্ব।’
কোচের প্রশংসা করার পাশাপাশি উইন্ডিজ সিরিজ নিয়েও কথা বলেছেন বাবর। তিনি বলেন, ‘আমরা উইন্ডিজকে পাকিস্তানে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছি। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর বাতিল করার পর আমার অনিশ্চিত ছিলাম আর কোনো দল আমাদের এখানে আসবে কি না!’
সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স সামনের দিনগুলোতে ধরে রাখতে প্রত্যয়ী বাবর আরও আরও বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে যে পারফরম্যান্স আমরা দেখাচ্ছে সেটা সামনেও ধরে রাখতে চাই। অনেকেই বলছেন, তাদের দলে বড় নাম নেই। কিন্তু আমরা তাদের হালকাভাবে নিতে চাই না।’
এক বিবৃতিতে লেগ স্পিনার শাদাব খান বলেছেন, খেলোয়াড়েরা বাবরের জন্য নিজেদের জীবন দিতে প্রস্তুত। এই বক্তব্য নিয়ে জানতে চাইলে বাবর বলেন,‘অধিনায়ক হিসেবে সতীর্থরা যখন পারফর্ম করতে পারে না তখন তাদের অনুপ্রাণিত করতে আপনাকে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। আমার খেলোয়াড়েরা কথা শুনে এবং তারা দায়িত্ব নিয়ে খেলে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৮ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৯ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১০ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১০ ঘণ্টা আগে