
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে মিসবাহ-উল-হক দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান সাকলায়েন মুশতাক। সাবেক এই কিংবদন্তি স্পিনারের অধীনে বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখায় পাকিস্তান। এরপর বাংলাদেশ সফরেও শতভাগ সাফল্য পেয়েছে তারা।
সাফল্যের পুরস্কার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সুযোগ পাচ্ছেন সাকলায়েন। এবার সাকলায়েনকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বলেছেন, সব সময় সাকলায়েনের সমর্থন পেয়েছেন।
পূর্ণ দায়িত্ব না পেয়েও পাকিস্তান দলকে দারুণ উজ্জীবিত করেছেন সাকলায়েন। সাবেক ক্রিকেটাররাও সাকলায়েনের কোচিংয়ের দারুণ প্রশংসা করেছেন। তাঁকে নিয়ে বাবর বলেন, ‘সাকলায়েন মুশতাক সব সময় আমাদের পাশে থাকেন। তিনি আমাদের সঙ্গে বসেন ও পরিকল্পনা নিয়ে আলাপ করেন। সাকলায়েন খেলোয়াড়দের বলেন, পাকিস্তানকে সবার আগে প্রাধান্য দিতে। কারণ, আমরা ২২ কোটি মানুষের জন্য খেলি। তাদের আনন্দ দেওয়া আমাদের দায়িত্ব।’
কোচের প্রশংসা করার পাশাপাশি উইন্ডিজ সিরিজ নিয়েও কথা বলেছেন বাবর। তিনি বলেন, ‘আমরা উইন্ডিজকে পাকিস্তানে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছি। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর বাতিল করার পর আমার অনিশ্চিত ছিলাম আর কোনো দল আমাদের এখানে আসবে কি না!’
সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স সামনের দিনগুলোতে ধরে রাখতে প্রত্যয়ী বাবর আরও আরও বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে যে পারফরম্যান্স আমরা দেখাচ্ছে সেটা সামনেও ধরে রাখতে চাই। অনেকেই বলছেন, তাদের দলে বড় নাম নেই। কিন্তু আমরা তাদের হালকাভাবে নিতে চাই না।’
এক বিবৃতিতে লেগ স্পিনার শাদাব খান বলেছেন, খেলোয়াড়েরা বাবরের জন্য নিজেদের জীবন দিতে প্রস্তুত। এই বক্তব্য নিয়ে জানতে চাইলে বাবর বলেন,‘অধিনায়ক হিসেবে সতীর্থরা যখন পারফর্ম করতে পারে না তখন তাদের অনুপ্রাণিত করতে আপনাকে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। আমার খেলোয়াড়েরা কথা শুনে এবং তারা দায়িত্ব নিয়ে খেলে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে মিসবাহ-উল-হক দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান সাকলায়েন মুশতাক। সাবেক এই কিংবদন্তি স্পিনারের অধীনে বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখায় পাকিস্তান। এরপর বাংলাদেশ সফরেও শতভাগ সাফল্য পেয়েছে তারা।
সাফল্যের পুরস্কার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সুযোগ পাচ্ছেন সাকলায়েন। এবার সাকলায়েনকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বলেছেন, সব সময় সাকলায়েনের সমর্থন পেয়েছেন।
পূর্ণ দায়িত্ব না পেয়েও পাকিস্তান দলকে দারুণ উজ্জীবিত করেছেন সাকলায়েন। সাবেক ক্রিকেটাররাও সাকলায়েনের কোচিংয়ের দারুণ প্রশংসা করেছেন। তাঁকে নিয়ে বাবর বলেন, ‘সাকলায়েন মুশতাক সব সময় আমাদের পাশে থাকেন। তিনি আমাদের সঙ্গে বসেন ও পরিকল্পনা নিয়ে আলাপ করেন। সাকলায়েন খেলোয়াড়দের বলেন, পাকিস্তানকে সবার আগে প্রাধান্য দিতে। কারণ, আমরা ২২ কোটি মানুষের জন্য খেলি। তাদের আনন্দ দেওয়া আমাদের দায়িত্ব।’
কোচের প্রশংসা করার পাশাপাশি উইন্ডিজ সিরিজ নিয়েও কথা বলেছেন বাবর। তিনি বলেন, ‘আমরা উইন্ডিজকে পাকিস্তানে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছি। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর বাতিল করার পর আমার অনিশ্চিত ছিলাম আর কোনো দল আমাদের এখানে আসবে কি না!’
সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স সামনের দিনগুলোতে ধরে রাখতে প্রত্যয়ী বাবর আরও আরও বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে যে পারফরম্যান্স আমরা দেখাচ্ছে সেটা সামনেও ধরে রাখতে চাই। অনেকেই বলছেন, তাদের দলে বড় নাম নেই। কিন্তু আমরা তাদের হালকাভাবে নিতে চাই না।’
এক বিবৃতিতে লেগ স্পিনার শাদাব খান বলেছেন, খেলোয়াড়েরা বাবরের জন্য নিজেদের জীবন দিতে প্রস্তুত। এই বক্তব্য নিয়ে জানতে চাইলে বাবর বলেন,‘অধিনায়ক হিসেবে সতীর্থরা যখন পারফর্ম করতে পারে না তখন তাদের অনুপ্রাণিত করতে আপনাকে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। আমার খেলোয়াড়েরা কথা শুনে এবং তারা দায়িত্ব নিয়ে খেলে।’

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৮ ঘণ্টা আগে