ক্রীড়া ডেস্ক

লর্ডসে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে শাস্তি দিলেও ভারত কোনো শাস্তি পায়নি। তবে এবার মেয়েদের সিরিজে ভারত-ইংল্যান্ড দুই দলকেই শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যেখানে ভারতের একজন ক্রিকেটার পেয়েছেন কঠিন শাস্তি। এ ক্ষেত্রে পুরো ইংল্যান্ড দলকে করা হয়েছে জরিমানা।
সাউদাম্পটনে পরশু রাতে অনুষ্ঠিত ইংল্যান্ড-ভারত নারী ক্রিকেট দলের প্রথম ওয়ানডের ওপর ভিত্তি করে আইসিসি আজ এক বিজ্ঞপ্তিতে শাস্তির কথা জানিয়েছে। আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে ভারতের নারী ক্রিকেটার প্রতীকা রাওয়ালের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর নামের পাশে জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের হিসেবে রাওয়ালের এটা প্রথম অপরাধ। আর ইংল্যান্ডের ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে স্লো ওভার রেটের কারণে। ম্যাচ রেফারি সারা বার্টলেট শাস্তি দিয়েছেন। ভারতের রাওয়াল ও ইংলিশ অধিনায়ক নাটালি সাইভার ব্রান্ট দোষ স্বীকার করে নিয়েছেন বলে শুনানির প্রয়োজন হয়নি।
প্রথম ওয়ানডেতে ঘটে যাওয়া দুটি ঘটনায় শাস্তি পেয়েছেন রাওয়াল। ১৮তম ওভারে ইংল্যান্ডের বোলার লরেন ফিলারের বলে সিঙ্গেল নিতে গিয়ে তাঁর (ফিলার) সঙ্গে ধাক্কা খেয়েছেন রাওয়াল। চাইলে অবশ্য এই ধাক্কা এড়ানো যেত। ঠিক তার পরের ওভারে (১৯তম ওভারের প্রথম বলে) রাওয়ালকে বোল্ড করেন সোফি একেলেস্টন। এবার ড্রেসিংরুমে যাওয়ার সময় একেলেস্টনকে ধাক্কা দিয়েছেন রাওয়াল। আইসিসির আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কাউকে বিনা কারণে ধাক্কা দিলে এই শাস্তির বিধান রয়েছে।
নির্ধারিত সময়ের চেয়ে প্রত্যেক ওভার কম বোলিংয়ের জন্য আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে। ইংল্যান্ড প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার কম বোলিং করেছিল। এই ম্যাচে ভারত জিতেছিল ৪ উইকেটে। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৮ রান করে ইংল্যান্ড। জবাবে ভারত ১০ বল হাতে রেখে ৬ উইকেটে ২৬২ রান তুলে ফেলে। ৬৪ বলে ৬২ রানের অপরাজিত ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পান দীপ্তি শর্মা।

লর্ডসে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে শাস্তি দিলেও ভারত কোনো শাস্তি পায়নি। তবে এবার মেয়েদের সিরিজে ভারত-ইংল্যান্ড দুই দলকেই শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যেখানে ভারতের একজন ক্রিকেটার পেয়েছেন কঠিন শাস্তি। এ ক্ষেত্রে পুরো ইংল্যান্ড দলকে করা হয়েছে জরিমানা।
সাউদাম্পটনে পরশু রাতে অনুষ্ঠিত ইংল্যান্ড-ভারত নারী ক্রিকেট দলের প্রথম ওয়ানডের ওপর ভিত্তি করে আইসিসি আজ এক বিজ্ঞপ্তিতে শাস্তির কথা জানিয়েছে। আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে ভারতের নারী ক্রিকেটার প্রতীকা রাওয়ালের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর নামের পাশে জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের হিসেবে রাওয়ালের এটা প্রথম অপরাধ। আর ইংল্যান্ডের ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে স্লো ওভার রেটের কারণে। ম্যাচ রেফারি সারা বার্টলেট শাস্তি দিয়েছেন। ভারতের রাওয়াল ও ইংলিশ অধিনায়ক নাটালি সাইভার ব্রান্ট দোষ স্বীকার করে নিয়েছেন বলে শুনানির প্রয়োজন হয়নি।
প্রথম ওয়ানডেতে ঘটে যাওয়া দুটি ঘটনায় শাস্তি পেয়েছেন রাওয়াল। ১৮তম ওভারে ইংল্যান্ডের বোলার লরেন ফিলারের বলে সিঙ্গেল নিতে গিয়ে তাঁর (ফিলার) সঙ্গে ধাক্কা খেয়েছেন রাওয়াল। চাইলে অবশ্য এই ধাক্কা এড়ানো যেত। ঠিক তার পরের ওভারে (১৯তম ওভারের প্রথম বলে) রাওয়ালকে বোল্ড করেন সোফি একেলেস্টন। এবার ড্রেসিংরুমে যাওয়ার সময় একেলেস্টনকে ধাক্কা দিয়েছেন রাওয়াল। আইসিসির আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কাউকে বিনা কারণে ধাক্কা দিলে এই শাস্তির বিধান রয়েছে।
নির্ধারিত সময়ের চেয়ে প্রত্যেক ওভার কম বোলিংয়ের জন্য আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে। ইংল্যান্ড প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার কম বোলিং করেছিল। এই ম্যাচে ভারত জিতেছিল ৪ উইকেটে। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৮ রান করে ইংল্যান্ড। জবাবে ভারত ১০ বল হাতে রেখে ৬ উইকেটে ২৬২ রান তুলে ফেলে। ৬৪ বলে ৬২ রানের অপরাজিত ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পান দীপ্তি শর্মা।

ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
২৫ মিনিট আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৩৯ মিনিট আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে