ক্রীড়া ডেস্ক

হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছে চিটাগং কিংস। মিরপুরে নিজেদের প্রথম ম্যাচে আজ খুলনা টাইগার্সের কাছে ৩৭ রানে হেরেছে তারা। ম্যাচটি মাঠে বসে দেখেছেন কিংসের মেন্টর শহীদ আফ্রিদিও। তবে প্রথম ম্যাচ হারলেও তাঁর দলের ভালো কিছু করার সামর্থ্য রয়েছে জানালেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।
ম্যাচ চলাকালীন টিভি সাক্ষাৎকারে আফ্রিদি নিজের কাজ ও দলের অবস্থা সম্পর্কে বলেন, ‘খুবই সহজ (মেন্টরের কাজ)। শুধু সমর্থন ও অনুপ্রেরণা দেওয়া। মাত্র টুর্নামেন্ট শুরু হয়েছে। বোলিংয়ে আমরা কিছু বড় ভুল করেছি। খুব অভিজ্ঞ বোলিং আক্রমণ আমাদের। কিন্তু সঠিক জায়গায় বোলিং করতে পারিনি। পিচ পড়তে পারিনি। পিচ বুঝে বোলিং করতে পারলে আমার মনে হয়, দলটা খুব ভারসাম্যপূর্ণ।’
আফ্রিদি নিজেও ছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা। বিপিএলেই তো খেলেছেন ৬ সংস্করণে। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন আফ্রিদি। চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করেছেন। সবশেষ খেলেছিলেন ২০১৯ বিপিএলে। পাকিস্তান দলের হয়েও বাংলাদেশ সফর করেছিলেন ১৩ বার। এ জন্য আফ্রিদি আগেও বলেছেন, বাংলাদেশ তাঁর ‘দ্বিতীয় বাড়ি’।
আজ আবারও সেই একই কথা বললেন আফ্রিদি, ‘আমি সব সময় বলি, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এটিকে সব সময়ই দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি। এখানে অনেক ক্রিকেট খেলেছি। এখানের মানুষ ক্রিকেটের ব্যাপারে অনেক উৎসাহী। বাংলাদেশে আমি অনেক সম্মান পেয়েছি। পাকিস্তান ও ভিন্ন কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএলে আমার দারুণ স্মৃতি আছে। সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। এখনো উপভোগ করছি।’
আফ্রিদি কথা বলেছেন বাংলাদেশ দল প্রসঙ্গেও। কয়েক মাস আগেই পাকিস্তানকে তাদের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই, ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতেও একই সাফল্য। বাংলাদেশের উন্নতি ও নতুন প্রতিভাদের পরিচর্যার পরামর্শ দিয়ে আফ্রিদি বলেন, ‘আমি খুবই খুশি (বাংলাদেশের উন্নতিতে)। কারণ তারা ভুগছিল। বিপিএলের মাধ্যমে অনেক দিন ধরে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার চেষ্টা করছে তারা। পাকিস্তানের বিপক্ষেও খুব ভালো খেলেছে, সিরিজ জিতেছে। আমি মনে করি, বাংলাদেশে অনেক প্রতিভা আছে। তাদের জন্য ভালো প্রতিষ্ঠান, যেমন কিছু একাডেমি দরকার, যেখানে ক্রিকেটাররা বেড়ে উঠতে পারবে।’

হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছে চিটাগং কিংস। মিরপুরে নিজেদের প্রথম ম্যাচে আজ খুলনা টাইগার্সের কাছে ৩৭ রানে হেরেছে তারা। ম্যাচটি মাঠে বসে দেখেছেন কিংসের মেন্টর শহীদ আফ্রিদিও। তবে প্রথম ম্যাচ হারলেও তাঁর দলের ভালো কিছু করার সামর্থ্য রয়েছে জানালেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।
ম্যাচ চলাকালীন টিভি সাক্ষাৎকারে আফ্রিদি নিজের কাজ ও দলের অবস্থা সম্পর্কে বলেন, ‘খুবই সহজ (মেন্টরের কাজ)। শুধু সমর্থন ও অনুপ্রেরণা দেওয়া। মাত্র টুর্নামেন্ট শুরু হয়েছে। বোলিংয়ে আমরা কিছু বড় ভুল করেছি। খুব অভিজ্ঞ বোলিং আক্রমণ আমাদের। কিন্তু সঠিক জায়গায় বোলিং করতে পারিনি। পিচ পড়তে পারিনি। পিচ বুঝে বোলিং করতে পারলে আমার মনে হয়, দলটা খুব ভারসাম্যপূর্ণ।’
আফ্রিদি নিজেও ছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা। বিপিএলেই তো খেলেছেন ৬ সংস্করণে। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন আফ্রিদি। চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করেছেন। সবশেষ খেলেছিলেন ২০১৯ বিপিএলে। পাকিস্তান দলের হয়েও বাংলাদেশ সফর করেছিলেন ১৩ বার। এ জন্য আফ্রিদি আগেও বলেছেন, বাংলাদেশ তাঁর ‘দ্বিতীয় বাড়ি’।
আজ আবারও সেই একই কথা বললেন আফ্রিদি, ‘আমি সব সময় বলি, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এটিকে সব সময়ই দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি। এখানে অনেক ক্রিকেট খেলেছি। এখানের মানুষ ক্রিকেটের ব্যাপারে অনেক উৎসাহী। বাংলাদেশে আমি অনেক সম্মান পেয়েছি। পাকিস্তান ও ভিন্ন কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএলে আমার দারুণ স্মৃতি আছে। সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। এখনো উপভোগ করছি।’
আফ্রিদি কথা বলেছেন বাংলাদেশ দল প্রসঙ্গেও। কয়েক মাস আগেই পাকিস্তানকে তাদের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই, ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতেও একই সাফল্য। বাংলাদেশের উন্নতি ও নতুন প্রতিভাদের পরিচর্যার পরামর্শ দিয়ে আফ্রিদি বলেন, ‘আমি খুবই খুশি (বাংলাদেশের উন্নতিতে)। কারণ তারা ভুগছিল। বিপিএলের মাধ্যমে অনেক দিন ধরে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার চেষ্টা করছে তারা। পাকিস্তানের বিপক্ষেও খুব ভালো খেলেছে, সিরিজ জিতেছে। আমি মনে করি, বাংলাদেশে অনেক প্রতিভা আছে। তাদের জন্য ভালো প্রতিষ্ঠান, যেমন কিছু একাডেমি দরকার, যেখানে ক্রিকেটাররা বেড়ে উঠতে পারবে।’

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৫ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৬ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৭ ঘণ্টা আগে