ক্রীড়া ডেস্ক

হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছে চিটাগং কিংস। মিরপুরে নিজেদের প্রথম ম্যাচে আজ খুলনা টাইগার্সের কাছে ৩৭ রানে হেরেছে তারা। ম্যাচটি মাঠে বসে দেখেছেন কিংসের মেন্টর শহীদ আফ্রিদিও। তবে প্রথম ম্যাচ হারলেও তাঁর দলের ভালো কিছু করার সামর্থ্য রয়েছে জানালেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।
ম্যাচ চলাকালীন টিভি সাক্ষাৎকারে আফ্রিদি নিজের কাজ ও দলের অবস্থা সম্পর্কে বলেন, ‘খুবই সহজ (মেন্টরের কাজ)। শুধু সমর্থন ও অনুপ্রেরণা দেওয়া। মাত্র টুর্নামেন্ট শুরু হয়েছে। বোলিংয়ে আমরা কিছু বড় ভুল করেছি। খুব অভিজ্ঞ বোলিং আক্রমণ আমাদের। কিন্তু সঠিক জায়গায় বোলিং করতে পারিনি। পিচ পড়তে পারিনি। পিচ বুঝে বোলিং করতে পারলে আমার মনে হয়, দলটা খুব ভারসাম্যপূর্ণ।’
আফ্রিদি নিজেও ছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা। বিপিএলেই তো খেলেছেন ৬ সংস্করণে। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন আফ্রিদি। চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করেছেন। সবশেষ খেলেছিলেন ২০১৯ বিপিএলে। পাকিস্তান দলের হয়েও বাংলাদেশ সফর করেছিলেন ১৩ বার। এ জন্য আফ্রিদি আগেও বলেছেন, বাংলাদেশ তাঁর ‘দ্বিতীয় বাড়ি’।
আজ আবারও সেই একই কথা বললেন আফ্রিদি, ‘আমি সব সময় বলি, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এটিকে সব সময়ই দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি। এখানে অনেক ক্রিকেট খেলেছি। এখানের মানুষ ক্রিকেটের ব্যাপারে অনেক উৎসাহী। বাংলাদেশে আমি অনেক সম্মান পেয়েছি। পাকিস্তান ও ভিন্ন কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএলে আমার দারুণ স্মৃতি আছে। সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। এখনো উপভোগ করছি।’
আফ্রিদি কথা বলেছেন বাংলাদেশ দল প্রসঙ্গেও। কয়েক মাস আগেই পাকিস্তানকে তাদের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই, ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতেও একই সাফল্য। বাংলাদেশের উন্নতি ও নতুন প্রতিভাদের পরিচর্যার পরামর্শ দিয়ে আফ্রিদি বলেন, ‘আমি খুবই খুশি (বাংলাদেশের উন্নতিতে)। কারণ তারা ভুগছিল। বিপিএলের মাধ্যমে অনেক দিন ধরে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার চেষ্টা করছে তারা। পাকিস্তানের বিপক্ষেও খুব ভালো খেলেছে, সিরিজ জিতেছে। আমি মনে করি, বাংলাদেশে অনেক প্রতিভা আছে। তাদের জন্য ভালো প্রতিষ্ঠান, যেমন কিছু একাডেমি দরকার, যেখানে ক্রিকেটাররা বেড়ে উঠতে পারবে।’

হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছে চিটাগং কিংস। মিরপুরে নিজেদের প্রথম ম্যাচে আজ খুলনা টাইগার্সের কাছে ৩৭ রানে হেরেছে তারা। ম্যাচটি মাঠে বসে দেখেছেন কিংসের মেন্টর শহীদ আফ্রিদিও। তবে প্রথম ম্যাচ হারলেও তাঁর দলের ভালো কিছু করার সামর্থ্য রয়েছে জানালেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।
ম্যাচ চলাকালীন টিভি সাক্ষাৎকারে আফ্রিদি নিজের কাজ ও দলের অবস্থা সম্পর্কে বলেন, ‘খুবই সহজ (মেন্টরের কাজ)। শুধু সমর্থন ও অনুপ্রেরণা দেওয়া। মাত্র টুর্নামেন্ট শুরু হয়েছে। বোলিংয়ে আমরা কিছু বড় ভুল করেছি। খুব অভিজ্ঞ বোলিং আক্রমণ আমাদের। কিন্তু সঠিক জায়গায় বোলিং করতে পারিনি। পিচ পড়তে পারিনি। পিচ বুঝে বোলিং করতে পারলে আমার মনে হয়, দলটা খুব ভারসাম্যপূর্ণ।’
আফ্রিদি নিজেও ছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা। বিপিএলেই তো খেলেছেন ৬ সংস্করণে। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন আফ্রিদি। চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করেছেন। সবশেষ খেলেছিলেন ২০১৯ বিপিএলে। পাকিস্তান দলের হয়েও বাংলাদেশ সফর করেছিলেন ১৩ বার। এ জন্য আফ্রিদি আগেও বলেছেন, বাংলাদেশ তাঁর ‘দ্বিতীয় বাড়ি’।
আজ আবারও সেই একই কথা বললেন আফ্রিদি, ‘আমি সব সময় বলি, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এটিকে সব সময়ই দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি। এখানে অনেক ক্রিকেট খেলেছি। এখানের মানুষ ক্রিকেটের ব্যাপারে অনেক উৎসাহী। বাংলাদেশে আমি অনেক সম্মান পেয়েছি। পাকিস্তান ও ভিন্ন কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএলে আমার দারুণ স্মৃতি আছে। সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। এখনো উপভোগ করছি।’
আফ্রিদি কথা বলেছেন বাংলাদেশ দল প্রসঙ্গেও। কয়েক মাস আগেই পাকিস্তানকে তাদের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই, ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতেও একই সাফল্য। বাংলাদেশের উন্নতি ও নতুন প্রতিভাদের পরিচর্যার পরামর্শ দিয়ে আফ্রিদি বলেন, ‘আমি খুবই খুশি (বাংলাদেশের উন্নতিতে)। কারণ তারা ভুগছিল। বিপিএলের মাধ্যমে অনেক দিন ধরে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার চেষ্টা করছে তারা। পাকিস্তানের বিপক্ষেও খুব ভালো খেলেছে, সিরিজ জিতেছে। আমি মনে করি, বাংলাদেশে অনেক প্রতিভা আছে। তাদের জন্য ভালো প্রতিষ্ঠান, যেমন কিছু একাডেমি দরকার, যেখানে ক্রিকেটাররা বেড়ে উঠতে পারবে।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
১৫ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে