নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফারুক আহমেদ সভাপতি হওয়ার পরই জানিয়েছিলেন, বিসিবি গঠনতন্ত্রে সংশোধন আনা হবে। সেটির ধারাবাহিকতায় পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটি বিদ্যমান গঠনতন্ত্রের ধারা-উপধারায় কাঁট-ছাঁট করে ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচালনাকারী সংগঠন সিসিডিএম বিলুপ্ত করার প্রস্তাবের খবর ছড়িয়েছে দেশের ক্রিকেটে।
বিসিবির সাধারণ পরিষদে ক্যাটাগরি-২ শ্রেণিতে কাউন্সিলর উল্লেখযোগ্যসংখ্যায় কমিয়ে ঢাকার ক্লাব কোটার পরিচালকের সংখ্যা ১২ থেকে চারে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে এবং কাউন্সিলরের সংখ্যা ৭৬ থেকে ৩০-এ নামিয়ে আনার প্রস্তাব করেছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি। গঠনতন্ত্রের সংশোধনীতে ঢাকার ক্লাবসমূহের মর্যাদা ক্ষুণ্ন করা হলে আসন্ন প্রথম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বর্জনের হুমকি দিয়েছেন ক্লাব প্রতিনিধিরা। গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক ফাহিমের পদত্যাগেরও দাবি তুলেছেন তাঁরা।
আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে সিসিডিএম আওতাধীন ক্রিকেট ক্লাবসমূহের মতবিনিময় সভায় গঠনতন্ত্রের খসড়া সংশোধনীতে সিসিডিএম বিলুপ্তি, ক্লাব কোটার কাউন্সিলরশিপ কমিয়ে আনা এবং পরিচালনা পরিষদের সদস্যসংখ্যা ব্যাপকভাবে হ্রাসের যে প্রস্তাব করা হয়েছে, তা বাতিল করতে বিসিবির পরিচালনা পরিষদকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু। তিনি বলেছেন, ‘অযৌক্তিক কারণ দেখিয়ে দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। বিসিবির গঠনতন্ত্রে ক্লাবসমূহকে যথাযথ সম্মান দিতে হবে।’
সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ঢাকা মোহামেডানের ক্রিকেট কমিটির কর্মকর্তা মাসুদুজ্জামান বলেছেন, ‘নাজমুল আবেদিন ফাহিম সাহেব প্রকারান্তরে আমাদের ছোট করেছেন। সিসিডিএম বিলুপ্ত করে তিনি আঞ্চলিক ক্রিকেট করেছেন।’
ফারুক আহমেদ সভাপতি হওয়ার পরই জানিয়েছিলেন, বিসিবি গঠনতন্ত্রে সংশোধন আনা হবে। সেটির ধারাবাহিকতায় পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটি বিদ্যমান গঠনতন্ত্রের ধারা-উপধারায় কাঁট-ছাঁট করে ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচালনাকারী সংগঠন সিসিডিএম বিলুপ্ত করার প্রস্তাবের খবর ছড়িয়েছে দেশের ক্রিকেটে।
বিসিবির সাধারণ পরিষদে ক্যাটাগরি-২ শ্রেণিতে কাউন্সিলর উল্লেখযোগ্যসংখ্যায় কমিয়ে ঢাকার ক্লাব কোটার পরিচালকের সংখ্যা ১২ থেকে চারে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে এবং কাউন্সিলরের সংখ্যা ৭৬ থেকে ৩০-এ নামিয়ে আনার প্রস্তাব করেছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি। গঠনতন্ত্রের সংশোধনীতে ঢাকার ক্লাবসমূহের মর্যাদা ক্ষুণ্ন করা হলে আসন্ন প্রথম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বর্জনের হুমকি দিয়েছেন ক্লাব প্রতিনিধিরা। গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক ফাহিমের পদত্যাগেরও দাবি তুলেছেন তাঁরা।
আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে সিসিডিএম আওতাধীন ক্রিকেট ক্লাবসমূহের মতবিনিময় সভায় গঠনতন্ত্রের খসড়া সংশোধনীতে সিসিডিএম বিলুপ্তি, ক্লাব কোটার কাউন্সিলরশিপ কমিয়ে আনা এবং পরিচালনা পরিষদের সদস্যসংখ্যা ব্যাপকভাবে হ্রাসের যে প্রস্তাব করা হয়েছে, তা বাতিল করতে বিসিবির পরিচালনা পরিষদকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু। তিনি বলেছেন, ‘অযৌক্তিক কারণ দেখিয়ে দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। বিসিবির গঠনতন্ত্রে ক্লাবসমূহকে যথাযথ সম্মান দিতে হবে।’
সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ঢাকা মোহামেডানের ক্রিকেট কমিটির কর্মকর্তা মাসুদুজ্জামান বলেছেন, ‘নাজমুল আবেদিন ফাহিম সাহেব প্রকারান্তরে আমাদের ছোট করেছেন। সিসিডিএম বিলুপ্ত করে তিনি আঞ্চলিক ক্রিকেট করেছেন।’
ব্রাজিল, আর্জেন্টিনা দল দুটির যেকোনো একটির হাতেই যে উঠছে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা, সেটা আগেই বোঝা গিয়েছিল। অবশেষে সেই অপেক্ষা ফুরোল। আর্জেন্টিনাকে হটিয়ে শিরোপা জিতল ব্রাজিল।
২১ মিনিট আগেআইপিএলে গত আসরে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরের পর্দা উঠছে তাই তাদের ম্যাচ দিয়ে। ঘরের মাঠ ইডেন গার্ডেনসে আগামী ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে তারা। শুরুর মতো আইপিএলের ফাইনাল ম্যাচটিও (২৫ মে) পড়েছে ইডেন গার্ডেনসে। এর আগে দুবারই (২০১৩ ও ২০১৫) আইপিএলের ফাইন
১২ ঘণ্টা আগেনতুন অনুশীলন জার্সিতে দেশে ও দুবাইয়ে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। চ্যাম্পিয়নস ট্রফির মূল ম্যাচের আগে কাল পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে আজ এই টুর্নামেন্টের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
১৪ ঘণ্টা আগে২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে পাকিস্তানকে জেতাতে দারুণ অবদান রাখেন মোহাম্মদ আমির। তবে ৮ বছর পর যখন আবার ফিরছে আইসিসির এই ইভেন্ট, তখন তিনি শুধুই দর্শক। কারণ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন।
১৮ ঘণ্টা আগে