আজকের পত্রিকা ডেস্ক

ফারুক আহমেদ সভাপতি হওয়ার পরই জানিয়েছিলেন, বিসিবি গঠনতন্ত্রে সংশোধন আনা হবে। সেটির ধারাবাহিকতায় পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটি বিদ্যমান গঠনতন্ত্রের ধারা-উপধারায় কাঁট-ছাঁট করে ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচালনাকারী সংগঠন সিসিডিএম বিলুপ্ত করার প্রস্তাবের খবর ছড়িয়েছে দেশের ক্রিকেটে।
বিসিবির সাধারণ পরিষদে ক্যাটাগরি-২ শ্রেণিতে কাউন্সিলর উল্লেখযোগ্যসংখ্যায় কমিয়ে ঢাকার ক্লাব কোটার পরিচালকের সংখ্যা ১২ থেকে চারে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে এবং কাউন্সিলরের সংখ্যা ৭৬ থেকে ৩০-এ নামিয়ে আনার প্রস্তাব করেছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি। গঠনতন্ত্রের সংশোধনীতে ঢাকার ক্লাবসমূহের মর্যাদা ক্ষুণ্ন করা হলে আসন্ন প্রথম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বর্জনের হুমকি দিয়েছেন ক্লাব প্রতিনিধিরা। গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক ফাহিমের পদত্যাগেরও দাবি তুলেছেন তাঁরা।
আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে সিসিডিএম আওতাধীন ক্রিকেট ক্লাবসমূহের মতবিনিময় সভায় গঠনতন্ত্রের খসড়া সংশোধনীতে সিসিডিএম বিলুপ্তি, ক্লাব কোটার কাউন্সিলরশিপ কমিয়ে আনা এবং পরিচালনা পরিষদের সদস্যসংখ্যা ব্যাপকভাবে হ্রাসের যে প্রস্তাব করা হয়েছে, তা বাতিল করতে বিসিবির পরিচালনা পরিষদকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু। তিনি বলেছেন, ‘অযৌক্তিক কারণ দেখিয়ে দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। বিসিবির গঠনতন্ত্রে ক্লাবসমূহকে যথাযথ সম্মান দিতে হবে।’
সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ঢাকা মোহামেডানের ক্রিকেট কমিটির কর্মকর্তা মাসুদুজ্জামান বলেছেন, ‘নাজমুল আবেদিন ফাহিম সাহেব প্রকারান্তরে আমাদের ছোট করেছেন। সিসিডিএম বিলুপ্ত করে তিনি আঞ্চলিক ক্রিকেট করেছেন।’

ফারুক আহমেদ সভাপতি হওয়ার পরই জানিয়েছিলেন, বিসিবি গঠনতন্ত্রে সংশোধন আনা হবে। সেটির ধারাবাহিকতায় পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটি বিদ্যমান গঠনতন্ত্রের ধারা-উপধারায় কাঁট-ছাঁট করে ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচালনাকারী সংগঠন সিসিডিএম বিলুপ্ত করার প্রস্তাবের খবর ছড়িয়েছে দেশের ক্রিকেটে।
বিসিবির সাধারণ পরিষদে ক্যাটাগরি-২ শ্রেণিতে কাউন্সিলর উল্লেখযোগ্যসংখ্যায় কমিয়ে ঢাকার ক্লাব কোটার পরিচালকের সংখ্যা ১২ থেকে চারে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে এবং কাউন্সিলরের সংখ্যা ৭৬ থেকে ৩০-এ নামিয়ে আনার প্রস্তাব করেছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি। গঠনতন্ত্রের সংশোধনীতে ঢাকার ক্লাবসমূহের মর্যাদা ক্ষুণ্ন করা হলে আসন্ন প্রথম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বর্জনের হুমকি দিয়েছেন ক্লাব প্রতিনিধিরা। গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক ফাহিমের পদত্যাগেরও দাবি তুলেছেন তাঁরা।
আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে সিসিডিএম আওতাধীন ক্রিকেট ক্লাবসমূহের মতবিনিময় সভায় গঠনতন্ত্রের খসড়া সংশোধনীতে সিসিডিএম বিলুপ্তি, ক্লাব কোটার কাউন্সিলরশিপ কমিয়ে আনা এবং পরিচালনা পরিষদের সদস্যসংখ্যা ব্যাপকভাবে হ্রাসের যে প্রস্তাব করা হয়েছে, তা বাতিল করতে বিসিবির পরিচালনা পরিষদকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু। তিনি বলেছেন, ‘অযৌক্তিক কারণ দেখিয়ে দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। বিসিবির গঠনতন্ত্রে ক্লাবসমূহকে যথাযথ সম্মান দিতে হবে।’
সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ঢাকা মোহামেডানের ক্রিকেট কমিটির কর্মকর্তা মাসুদুজ্জামান বলেছেন, ‘নাজমুল আবেদিন ফাহিম সাহেব প্রকারান্তরে আমাদের ছোট করেছেন। সিসিডিএম বিলুপ্ত করে তিনি আঞ্চলিক ক্রিকেট করেছেন।’

৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
১ ঘণ্টা আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
২ ঘণ্টা আগে
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
৩ ঘণ্টা আগে