Ajker Patrika

বাংলাদেশের সামনে ৩২০ রানের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১২ মে ২০২৩, ২১: ৫৬
বাংলাদেশের সামনে ৩২০ রানের লক্ষ্য

ম্যাচের শুরুটা ভালো হলেও শেষটা ভালো হলো না বাংলাদেশের। বৃষ্টির কারণে ম্যাচ ৪৫ ওভারে কমে আসলেও বড় সংগ্রহ পেয়েছে আয়ারল্যান্ড। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ৩১৯ রান করেছে আইরিশরা।

টস জিতে ফিল্ডিং নিয়ে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম ওভারেই তামিম ইকবালের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন হাসান মাহমুদ। ইনিংসের পঞ্চম বলে পল স্টারর্লিংকে শূন্য রানে ফেরান হাসান। আয়ারল্যান্ডের দলীয় ১৬ রানের মাথায় আবার আঘাত হানেন বাংলাদেশের উদীয়মান পেসার। এবার আরেক ওপেনার স্টিফেন ডোহানিকে ব্যক্তিগত ১২ রানে ফেরান তিনি। তাঁর জোড়া আঘাতের পর অবশ্য ভালোই খেলতে থাকে আইরিশরা। তৃতীয় উইকেটে অ্যান্ড্রু বালবির্নিকে নিয়ে ৯৮ রানের জুটি গড়েন হ্যারি ট্যাক্টর। 

অধিনায়ক বালবির্নিকে ৪২ রানে ফিরিয়ে জুটিটি ভাঙেন শরিফুল ইসলাম। অধিনায়ককে ফেরানোর পর লোরকান টাকারকেও দ্রুত ফেরান বাঁ হাতি পেসার। দুই পেসারের জোড়া আঘাতের পর বাংলাদেশকে পঞ্চম উইকেট এনে দিয়েছেন তাইজুল ইসলাম। অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফারকে ৮ রানে আউট করেছেন এই স্পিনার। 

তবে সতীর্থদের আসা-যাওয়ার মাঝে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন ট্যাক্টর। ক্যারিয়ারের চতুর্থ হলেও বাংলাদেশের বিপক্ষে তাঁর প্রথম। ৯৩ বলে সেঞ্চুরি করেন তিনি। দলের ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১১৩ বলে ১৪০ রান করেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন ৭ চারের বিপরীতে ১০ ছক্কায়। সেঞ্চুরি করার পথে ষষ্ঠ উইকেটে জর্জ ডকরেলের সঙ্গে ১১৫ রানের দুর্দান্ত জুটি গড়েন এই আইরিশ ব্যাটার। 

ট্যাক্টর শেষ ব্যাটার হিসেবে আউট হলেও ৪৭ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন অলরাউন্ডার ডকরেল। দুজনের সঙ্গে শেষ দিকে মাত্র ৮ বলে ২০ রান করে দলের সংগ্রহ ৩০০ পার করান মার্ক অ্যাডায়ার। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়ে সেরা বোলার হাসান ও শরিফুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত