
তৃতীয় দিন শেষেই বোঝা গিয়েছিল মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট হারবে নিউজিল্যান্ড। আজ চতুর্থ দিনে তার প্রমাণ মিলল। ঘরের মাঠে প্রথম সেশনে অলআউট হয়ে ২৬৭ রানের বিশাল ব্যবধানে হারল কিউইরা।
মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টের জয়ে ১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড। সর্বশেষ ২০০৮ সালে প্রতিপক্ষের মাটিতে জিতেছিল ইংলিশরা। সঙ্গে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ রানের জয়ের রেকর্ডও গড়েছে সফরকারীরা। এর আগের রেকর্ড জয় ছিল ২৪৭ রানের। এই জয়ে সব মিলিয়ে কোচ ব্রেন্ডন ম্যাককালাম-বেন স্টোকস জুটির ১১ টেস্টে ১০তম জয়।
জয় তো দূরের কথা, ম্যাচ বাঁচাতে অলৌকিক কিছু করতে হতো কিউইদের। কেননা, তৃতীয় দিনে স্বাগতিকেরা ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচে পরাজয়ের অপেক্ষায় ছিল। গতকাল এই ধাক্কা দিয়েছিলেন এই টেস্টে রেকর্ড হাজারতম উইকেট নেওয়ার জুটি গড়া জেমস অ্যান্ডারসনের সঙ্গী স্টুয়ার্ট ব্রড। একাই ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
আর আজ ম্যাচ বাঁচানো ব্যাটিং করতে নেমে বিন্দুমাত্র লড়াই করতে পারেনি কিউইরা। প্রথম সেশনেই ১২৬ রানে অলআউট হয়েছে তারা। আজ ৪ উইকেট নিয়ে একাই ধসে দেন অ্যান্ডারসন। বাকি উইকেটটি নিয়েছেন স্পিনার জ্যাক লিচ। সব মিলিয়ে এখন টেস্টে ১০০৯ উইকেটে সবার শীর্ষে অ্যান্ডারসন-ব্রড জুটি। ১০০১ উইকেট নেওয়া শেন ওয়ার্ন-গ্লেন ম্যাকগ্রা জুটিকে ছাড়িয়ে গেছেন তাঁরা।
অ্যান্ডারসন-ব্রড জুটি নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করলেও ম্যাচ-সেরা হয়েছেন হ্যারি ব্রুক। ৮৯ ও ৫৪ রানের দুটি অসাধারণ ইনিংস খেলেছেন অভিষেকের পর থেকেই দুর্দান্ত খেলা এই ব্যাটার। এই জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্ট শুরু হবে ওয়েলিংটনে ২৪ ফেব্রুয়ারি।

তৃতীয় দিন শেষেই বোঝা গিয়েছিল মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট হারবে নিউজিল্যান্ড। আজ চতুর্থ দিনে তার প্রমাণ মিলল। ঘরের মাঠে প্রথম সেশনে অলআউট হয়ে ২৬৭ রানের বিশাল ব্যবধানে হারল কিউইরা।
মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টের জয়ে ১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড। সর্বশেষ ২০০৮ সালে প্রতিপক্ষের মাটিতে জিতেছিল ইংলিশরা। সঙ্গে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ রানের জয়ের রেকর্ডও গড়েছে সফরকারীরা। এর আগের রেকর্ড জয় ছিল ২৪৭ রানের। এই জয়ে সব মিলিয়ে কোচ ব্রেন্ডন ম্যাককালাম-বেন স্টোকস জুটির ১১ টেস্টে ১০তম জয়।
জয় তো দূরের কথা, ম্যাচ বাঁচাতে অলৌকিক কিছু করতে হতো কিউইদের। কেননা, তৃতীয় দিনে স্বাগতিকেরা ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচে পরাজয়ের অপেক্ষায় ছিল। গতকাল এই ধাক্কা দিয়েছিলেন এই টেস্টে রেকর্ড হাজারতম উইকেট নেওয়ার জুটি গড়া জেমস অ্যান্ডারসনের সঙ্গী স্টুয়ার্ট ব্রড। একাই ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
আর আজ ম্যাচ বাঁচানো ব্যাটিং করতে নেমে বিন্দুমাত্র লড়াই করতে পারেনি কিউইরা। প্রথম সেশনেই ১২৬ রানে অলআউট হয়েছে তারা। আজ ৪ উইকেট নিয়ে একাই ধসে দেন অ্যান্ডারসন। বাকি উইকেটটি নিয়েছেন স্পিনার জ্যাক লিচ। সব মিলিয়ে এখন টেস্টে ১০০৯ উইকেটে সবার শীর্ষে অ্যান্ডারসন-ব্রড জুটি। ১০০১ উইকেট নেওয়া শেন ওয়ার্ন-গ্লেন ম্যাকগ্রা জুটিকে ছাড়িয়ে গেছেন তাঁরা।
অ্যান্ডারসন-ব্রড জুটি নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করলেও ম্যাচ-সেরা হয়েছেন হ্যারি ব্রুক। ৮৯ ও ৫৪ রানের দুটি অসাধারণ ইনিংস খেলেছেন অভিষেকের পর থেকেই দুর্দান্ত খেলা এই ব্যাটার। এই জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্ট শুরু হবে ওয়েলিংটনে ২৪ ফেব্রুয়ারি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৪ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৬ ঘণ্টা আগে