Ajker Patrika

সাংবাদিকদের শান্তর পাল্টা প্রশ্ন, ‘আমাদের বেতন বৃদ্ধিতে আপনারা খুশি নন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাংবাদিকদের শান্তর পাল্টা প্রশ্ন, ‘আমাদের বেতন বৃদ্ধিতে আপনারা খুশি নন’
নিজের পারফরম্যান্স নিয়ে খুশি নন নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি

বিশ্ব ক্রিকেটে দলীয় মান, ক্রিকেটারদের পারফরম্যান্স এবং তারকাদের উপস্থিতি কেবল খেলার মান নির্ধারণ করে না, বরং দেশের ক্রিকেটের বাণিজ্যিকীকরণেও ব্যাপক প্রভাব ফেলে। কখনো কখনো একজন তারকা ক্রিকেটারের উপস্থিতিই একটি দেশের ক্রিকেট অর্থনীতিকেও চাঙা করে তোলে, পৃষ্ঠপোষকদের আকৃষ্ট করে এবং বিপণন মূল্য বাড়িয়ে দেয়।

বাংলাদেশ ক্রিকেট এখন এমন এক সময় পার করছে, যখন সাকিব আল হাসান ও তামিম ইকবালের অনুপস্থিতিতে দলে চলছে একটা পালাবদল। তরুণদের ওপর দায়িত্ব বর্তেছে ভবিষ্যতের দিশা দেখানোর। কিন্তু তাঁদের পারফরম্যান্সে ধারাবাহিকতার ঘাটতি। জাতীয় দলের এই পারফরম্যান্স-সংকটে স্বাভাবিকভাবেই সমালোচনার তীর ছুটছে ক্রিকেটারদের দিকে। বিসিবিকেও জবাবদিহির মুখে পড়তে হচ্ছে।

এর মাঝেই এসেছে আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ঘোষণা। বিসিবির নতুন সভাপতির অধীনে সম্প্রতি ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে। পাশাপাশি কোচিং স্টাফে নতুন নিয়োগও হয়েছে, যেখানে বেশির ভাগই বিদেশি, কেবল একজন স্থানীয় কোচ এবার সিনিয়র সহকারী কোচ হিসেবে যুক্ত হয়েছেন। তবে ক্রিকেটারদের উন্নতি না থাকায় এই বেতন বৃদ্ধি নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।

আজ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে বিষয়টিও উঠে আসে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে যখন দলের ব্যর্থতা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি একপর্যায়ে সাংবাদিকদেরই পাল্টা প্রশ্ন ছুড়ে দেন—‘আমাদের বেতন বৃদ্ধিতে আপনারা সাংবাদিকেরা খুশি নন?’

যদিও তিনি প্রশ্নের উত্তরে সরাসরি কিছু বলেননি। তবে মাঠের পারফরম্যান্স এবং পরিকল্পনার বাস্তবায়নে মনোযোগ বাড়ানোর কথা বলেছেন। পরে বিষয়টি নিয়ে খোলামেলা উত্তরে শান্ত বলেন, ‘আমার মনে হয় আমাদের ম্যাচ ফি বেড়েছে। বোর্ড আমাদের খেয়াল রাখছে এটা অবশ্যই প্রশংসার যোগ্য। কিন্তু সেটাই শেষ কথা না। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ভালো ক্রিকেট খেলা। দায়িত্ব নিয়ে খেলা। আমরা যদি ভালো না খেলি, তাহলে যত সুযোগ-সুবিধাই দিক, তা দিয়ে লাভ হবে না।’

নিজেদের মাঠের পারফরম্যান্স যে শান্ত খুশি নন তা অকপটে স্বীকারও করেন শান্ত। বললেন, ‘সারা দিন সবাই কষ্ট করছে। কিন্তু মাঠে যখন খেলতে নামছি, তখন সঠিক পরিকল্পনা অনুসরণে ঘাটতি থাকছে। যার যার জায়গা থেকে যে ভূমিকা থাকা দরকার, সেটা পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না। আমাদের সবাইকে মিলে বসতে হবে, আলোচনা করতে হবে, এবং সেই অনুযায়ী অনুশীলনে মনোযোগ দিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত