
সেট হচ্ছেন, কিন্তু ইনিংস বড় করতে পারছেন না—নাজমুল হোসেন শান্তর সঙ্গে এমনটা ঘটে থাকে হরহামেশাই। তবে আজ ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। ম্যাচ জেতানো ইনিংসকে স্পেশাল বা বিশেষ কিছু মনে করছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৫৫ বলে ৭১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন শান্ত। ৭ চার এবং ১ ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংসটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শান্তর এটা প্রথম ফিফটি। এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম ফিফটিটিও এলো শান্তর ব্যাটে চড়ে।
তৃতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ৫৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দেন শান্ত। সংবাদ সম্মেলনে ২৪ বছর বয়সী ব্যাটার বলেন, ‘অবশ্যই আমার জন্য এটা একটু স্পেশাল। এটা আমার প্রথম অর্ধশতক ছিল। আমার বেশ কয়েকটা ইনিংস শুরু হচ্ছিল, কিন্তু বড় করতে পারছিলাম না। আজকে ওই কমিটমেন্টটা ছিল আমার মধ্যে যে আমি যদি সেট হই, তাহলে যত বড় করা যায়।’
জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস পরবর্তী ম্যাচগুলোতেও কাজে লাগাতে পারবেন বলে মনে করেন শান্ত, ‘ম্যাচ জিতলে তো অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে। টিমের পরিবেশ আগে থেকেই ভালো। এই ম্যাচটা জেতার কারণে আমাদের মনে হয়, সামনের ম্যাচগুলোতে এই আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব। এই ম্যাচেও আমাদের কিছু জায়গায় আরও উন্নতির প্রয়োজন আছে। সামনের ম্যাচে এই ভুলগুলো যেন কম হয়। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা যাব ইনশাআল্লাহ।’
শান্ত আরও বলেন, ‘ম্যাচ ধরে ধরে যেতে চাই। ওটাই চিন্তা আছে যে, পরবর্তী ম্যাচে আমরা কত ভালো খেলতে পারি।’

সেট হচ্ছেন, কিন্তু ইনিংস বড় করতে পারছেন না—নাজমুল হোসেন শান্তর সঙ্গে এমনটা ঘটে থাকে হরহামেশাই। তবে আজ ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। ম্যাচ জেতানো ইনিংসকে স্পেশাল বা বিশেষ কিছু মনে করছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৫৫ বলে ৭১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন শান্ত। ৭ চার এবং ১ ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংসটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শান্তর এটা প্রথম ফিফটি। এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম ফিফটিটিও এলো শান্তর ব্যাটে চড়ে।
তৃতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ৫৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দেন শান্ত। সংবাদ সম্মেলনে ২৪ বছর বয়সী ব্যাটার বলেন, ‘অবশ্যই আমার জন্য এটা একটু স্পেশাল। এটা আমার প্রথম অর্ধশতক ছিল। আমার বেশ কয়েকটা ইনিংস শুরু হচ্ছিল, কিন্তু বড় করতে পারছিলাম না। আজকে ওই কমিটমেন্টটা ছিল আমার মধ্যে যে আমি যদি সেট হই, তাহলে যত বড় করা যায়।’
জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস পরবর্তী ম্যাচগুলোতেও কাজে লাগাতে পারবেন বলে মনে করেন শান্ত, ‘ম্যাচ জিতলে তো অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে। টিমের পরিবেশ আগে থেকেই ভালো। এই ম্যাচটা জেতার কারণে আমাদের মনে হয়, সামনের ম্যাচগুলোতে এই আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব। এই ম্যাচেও আমাদের কিছু জায়গায় আরও উন্নতির প্রয়োজন আছে। সামনের ম্যাচে এই ভুলগুলো যেন কম হয়। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা যাব ইনশাআল্লাহ।’
শান্ত আরও বলেন, ‘ম্যাচ ধরে ধরে যেতে চাই। ওটাই চিন্তা আছে যে, পরবর্তী ম্যাচে আমরা কত ভালো খেলতে পারি।’

জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
৪০ মিনিট আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
২ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৪ ঘণ্টা আগে