নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২১ রানে হেরেছে তারা।
পাকিস্তানকে ১৬৭ রানে আটকে রেখেও কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের ইনিংস থেমেছে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে। তবে মাঝের ওভারে ব্যাটিং ধসের আগ পর্যন্ত ভালোভাবেই ম্যাচে ছিল তারা। দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানের ২৫ রানের জুটির পর বাংলাদেশকে ম্যাচে রাখেন লিটন দাস ও আফিফ হোসেন।
লিটন-আফিফের জুটিতে একটা সময় জয়ের আশাও তৈরি হচ্ছিল। তবে দুজনের ৫০ রানের জুটি ভাঙার পর দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ২৬ বলে ৪টি চার ১ ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলেন লিটন। তাঁর বিদায়ের পর ১৪ রানের মধ্যে ৩ উইকেট হারায় বাংলাদেশ। কোনো রান না করেই ফেরেন মোসাদ্দেক হোসেন। আফিফ করেন ২৫ ও অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ৮ রান।
শেষ দিকে ইয়াসির আলি রাব্বির ৪২ রানের ইনিংস হারের ব্যবধান কমিয়েছে মাত্র। এর আগে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে চড়ে বড় সংগ্রহই পায় পাকিস্তান। অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটার। ৫০ বলের ইনিংসটি ৭ চার ও ২ ছক্কায় সাজান রিজওয়ান। সর্বশেষ ৮ ইনিংসে রিজওয়ানের এটি ষষ্ঠ ফিফটি ছাড়ানো ইনিংস।
আরেকবার নিজেদের প্রমাণে ব্যর্থ পাকিস্তানের মিডলঅর্ডার। তবে সেই সুযোগটা পুরোপুরি নিতে পারেননি বাংলাদেশি বোলাররা। সাম্প্রতিক সময়ে নিজেকে হারিয়ে খুঁজছেন মোস্তাফিজুর রহমান। আজও দলের সবচেয়ে খরুচে বোলার এই বাঁহাতি পেসার। ৪ ওভারে ৪৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আরেক পেসার তাসকিন আহমেদ অবশ্য পাকিস্তান ব্যাটারদের দারুণ পরীক্ষা নিয়েছেন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। শেষ পর্যন্ত সেটা অবশ্য কাজে আসেনি।

হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২১ রানে হেরেছে তারা।
পাকিস্তানকে ১৬৭ রানে আটকে রেখেও কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের ইনিংস থেমেছে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে। তবে মাঝের ওভারে ব্যাটিং ধসের আগ পর্যন্ত ভালোভাবেই ম্যাচে ছিল তারা। দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানের ২৫ রানের জুটির পর বাংলাদেশকে ম্যাচে রাখেন লিটন দাস ও আফিফ হোসেন।
লিটন-আফিফের জুটিতে একটা সময় জয়ের আশাও তৈরি হচ্ছিল। তবে দুজনের ৫০ রানের জুটি ভাঙার পর দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ২৬ বলে ৪টি চার ১ ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলেন লিটন। তাঁর বিদায়ের পর ১৪ রানের মধ্যে ৩ উইকেট হারায় বাংলাদেশ। কোনো রান না করেই ফেরেন মোসাদ্দেক হোসেন। আফিফ করেন ২৫ ও অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ৮ রান।
শেষ দিকে ইয়াসির আলি রাব্বির ৪২ রানের ইনিংস হারের ব্যবধান কমিয়েছে মাত্র। এর আগে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে চড়ে বড় সংগ্রহই পায় পাকিস্তান। অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটার। ৫০ বলের ইনিংসটি ৭ চার ও ২ ছক্কায় সাজান রিজওয়ান। সর্বশেষ ৮ ইনিংসে রিজওয়ানের এটি ষষ্ঠ ফিফটি ছাড়ানো ইনিংস।
আরেকবার নিজেদের প্রমাণে ব্যর্থ পাকিস্তানের মিডলঅর্ডার। তবে সেই সুযোগটা পুরোপুরি নিতে পারেননি বাংলাদেশি বোলাররা। সাম্প্রতিক সময়ে নিজেকে হারিয়ে খুঁজছেন মোস্তাফিজুর রহমান। আজও দলের সবচেয়ে খরুচে বোলার এই বাঁহাতি পেসার। ৪ ওভারে ৪৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আরেক পেসার তাসকিন আহমেদ অবশ্য পাকিস্তান ব্যাটারদের দারুণ পরীক্ষা নিয়েছেন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। শেষ পর্যন্ত সেটা অবশ্য কাজে আসেনি।

এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছিলেন ক্রিকেটারদের কল্যাণের সংগঠনে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। আজও তাঁর দাবি একটাই। নাজমুল পদত্যাগ না করলে মাঠে না নামার ঘোষণা দিয়েছেন তিনি।
৪ মিনিট আগে
সবকিছু ঠিকঠাক থাকলে এতক্ষণে মিরপুরে চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচের প্রথম ইনিংস শেষ হয়ে যেত। বেলা ১টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। তবে ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পরিবর্তে চলে গেছেন বনানি শেরাটন হোটেলে। নির্ধারিত সময়ে তাই দুপুরের ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
১৬ মিনিট আগে
ছেলেদের সাফে গতকাল লড়াই হলো বেশ। অথচ মেয়েদের সাফে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না ভারত। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে দারুণ জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে আজ ৩-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল।
৪১ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টিসহ বিশ্বের প্রায় সব ধরনের টুর্নামেন্টেই দেখা যায় আফগানিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টগুলোতে
২ ঘণ্টা আগে