ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মেহেদী হাসান মিরাজের খেলা নিয়ে শঙ্কা ছিল গত কয়েক দিন ধরেই। কারণ, লঙ্কায় যেতে না যেতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত শঙ্কাটাই হলো সত্যি। গলে আজ শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তাঁর।
গলে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে থাকছেন এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন দাসদের মতো অভিজ্ঞদের সঙ্গে থাকছেন জাকের আলী অনিক। স্পিন আক্রমণে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে থাকছেন নাঈম হাসান। আর পেস বোলিং লাইনআপে আছেন হাসান মাহমুদ ও গতিতারকা নাহিদ রানা
শ্রীলঙ্কার আজ দুই ক্রিকেটারের অভিষেক হয়েছে। ব্যাটার লাহিরু উদারার সঙ্গে দুই হাতে বোলিং করা স্পিনার থারিন্দু রত্নায়েকে ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন। ব্যাটিং লাইনআপে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো অভিজ্ঞরা আছেন। ম্যাথুস তাঁর ক্যারিয়ারের টেস্ট ম্যাচ খেলতে নামছেন এই ম্যাচে।
স্পিন আক্রমণে থারিন্দুর সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার প্রবাত জয়সুরিয়া ও কামিন্দু মেন্ডিস। কামিন্দু টেস্টে অভিষেকের পর থেকে ব্যাটিংয়ে দারুণ ছন্দে আছেন। তিনিও দুই হাতে বোলিং করতে পারেন। পেস বোলিং আক্রমণে আসিথা ফার্নান্দোর সঙ্গে থাকছেন মিলান রত্নায়েকে।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা
শ্রীলঙ্কার একাদশ
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, প্রবাত জয়াসুরিয়া, তারিন্দু রত্নায়েকে, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্দো

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মেহেদী হাসান মিরাজের খেলা নিয়ে শঙ্কা ছিল গত কয়েক দিন ধরেই। কারণ, লঙ্কায় যেতে না যেতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত শঙ্কাটাই হলো সত্যি। গলে আজ শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তাঁর।
গলে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে থাকছেন এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন দাসদের মতো অভিজ্ঞদের সঙ্গে থাকছেন জাকের আলী অনিক। স্পিন আক্রমণে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে থাকছেন নাঈম হাসান। আর পেস বোলিং লাইনআপে আছেন হাসান মাহমুদ ও গতিতারকা নাহিদ রানা
শ্রীলঙ্কার আজ দুই ক্রিকেটারের অভিষেক হয়েছে। ব্যাটার লাহিরু উদারার সঙ্গে দুই হাতে বোলিং করা স্পিনার থারিন্দু রত্নায়েকে ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন। ব্যাটিং লাইনআপে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো অভিজ্ঞরা আছেন। ম্যাথুস তাঁর ক্যারিয়ারের টেস্ট ম্যাচ খেলতে নামছেন এই ম্যাচে।
স্পিন আক্রমণে থারিন্দুর সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার প্রবাত জয়সুরিয়া ও কামিন্দু মেন্ডিস। কামিন্দু টেস্টে অভিষেকের পর থেকে ব্যাটিংয়ে দারুণ ছন্দে আছেন। তিনিও দুই হাতে বোলিং করতে পারেন। পেস বোলিং আক্রমণে আসিথা ফার্নান্দোর সঙ্গে থাকছেন মিলান রত্নায়েকে।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা
শ্রীলঙ্কার একাদশ
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, প্রবাত জয়াসুরিয়া, তারিন্দু রত্নায়েকে, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্দো

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
২ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
২ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
৪ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
৫ ঘণ্টা আগে