ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মেহেদী হাসান মিরাজের খেলা নিয়ে শঙ্কা ছিল গত কয়েক দিন ধরেই। কারণ, লঙ্কায় যেতে না যেতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত শঙ্কাটাই হলো সত্যি। গলে আজ শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তাঁর।
গলে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে থাকছেন এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন দাসদের মতো অভিজ্ঞদের সঙ্গে থাকছেন জাকের আলী অনিক। স্পিন আক্রমণে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে থাকছেন নাঈম হাসান। আর পেস বোলিং লাইনআপে আছেন হাসান মাহমুদ ও গতিতারকা নাহিদ রানা
শ্রীলঙ্কার আজ দুই ক্রিকেটারের অভিষেক হয়েছে। ব্যাটার লাহিরু উদারার সঙ্গে দুই হাতে বোলিং করা স্পিনার থারিন্দু রত্নায়েকে ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন। ব্যাটিং লাইনআপে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো অভিজ্ঞরা আছেন। ম্যাথুস তাঁর ক্যারিয়ারের টেস্ট ম্যাচ খেলতে নামছেন এই ম্যাচে।
স্পিন আক্রমণে থারিন্দুর সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার প্রবাত জয়সুরিয়া ও কামিন্দু মেন্ডিস। কামিন্দু টেস্টে অভিষেকের পর থেকে ব্যাটিংয়ে দারুণ ছন্দে আছেন। তিনিও দুই হাতে বোলিং করতে পারেন। পেস বোলিং আক্রমণে আসিথা ফার্নান্দোর সঙ্গে থাকছেন মিলান রত্নায়েকে।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা
শ্রীলঙ্কার একাদশ
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, প্রবাত জয়াসুরিয়া, তারিন্দু রত্নায়েকে, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্দো

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মেহেদী হাসান মিরাজের খেলা নিয়ে শঙ্কা ছিল গত কয়েক দিন ধরেই। কারণ, লঙ্কায় যেতে না যেতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত শঙ্কাটাই হলো সত্যি। গলে আজ শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তাঁর।
গলে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে থাকছেন এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন দাসদের মতো অভিজ্ঞদের সঙ্গে থাকছেন জাকের আলী অনিক। স্পিন আক্রমণে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে থাকছেন নাঈম হাসান। আর পেস বোলিং লাইনআপে আছেন হাসান মাহমুদ ও গতিতারকা নাহিদ রানা
শ্রীলঙ্কার আজ দুই ক্রিকেটারের অভিষেক হয়েছে। ব্যাটার লাহিরু উদারার সঙ্গে দুই হাতে বোলিং করা স্পিনার থারিন্দু রত্নায়েকে ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন। ব্যাটিং লাইনআপে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো অভিজ্ঞরা আছেন। ম্যাথুস তাঁর ক্যারিয়ারের টেস্ট ম্যাচ খেলতে নামছেন এই ম্যাচে।
স্পিন আক্রমণে থারিন্দুর সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার প্রবাত জয়সুরিয়া ও কামিন্দু মেন্ডিস। কামিন্দু টেস্টে অভিষেকের পর থেকে ব্যাটিংয়ে দারুণ ছন্দে আছেন। তিনিও দুই হাতে বোলিং করতে পারেন। পেস বোলিং আক্রমণে আসিথা ফার্নান্দোর সঙ্গে থাকছেন মিলান রত্নায়েকে।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা
শ্রীলঙ্কার একাদশ
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, প্রবাত জয়াসুরিয়া, তারিন্দু রত্নায়েকে, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্দো

২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
৩৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
১ ঘণ্টা আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
২ ঘণ্টা আগে