
তিন দিন আগে তাঁর নেতৃত্বে কমনওয়েলথে সোনা জিতেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সেই উৎসবের রেশ এখনো থেমে যায়নি। তবে এর মাঝেই বড় ধাক্কা দিয়েছেন দলটির অধিনায়ক মেগ ল্যানিং। ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতির ঘোষণা দিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়েই মূলত ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন তিনি। ল্যানিংয়ের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। এমনকি কবে আবার ক্রিকেটে ফিরবেন সেই ইঙ্গিতও দেননি তিনি।
ক্রিকেট থেকে ছুটি নেওয়ার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে ল্যানিং বলেছেন, ‘কয়েক বছরের ব্যস্ত সময়ের পর আমি নিজের ওপর মনোযোগ দিতে এক ধাপ পেছনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাকে সমর্থন দেওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা। আর অনুরোধ করছি এই সময়ে আমার গোপনীয়তাকে যেন সম্মান দেওয়া হয়।’
ল্যানিংকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। অজি নারী ক্রিকেট দলের হেড অব পারফরম্যান্স শন ফ্লেগলের বলেছেন, ‘নিজের বিরতির প্রয়োজনীয়তা আমাদের বলার জন্য আমরা মেগকে (ল্যানিং) নিয়ে গর্বিত। আমরা এই সময়ে তাঁর পাশে আছি।’
অজি ক্রিকেটে ল্যানিংয়ের অবদানের কথাও স্মরণ করেছেন ফ্লেগলের। তিনি আরও যোগ করে বলেছেন, ‘গত এক দশকে অস্ট্রেলিয়া ক্রিকেটে তাঁর অবদান অবিশ্বাস্য। এই সময়ে ব্যক্তিগত ও দলীয়ভাবে তিনি উল্লেখযোগ্য অর্জন নিজের করে নিয়েছেন। তরুণদের জন্য তিনি একজন আদর্শও। খেলোয়াড়দের কল্যাণকেই আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি।’

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৮ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১২ ঘণ্টা আগে