ক্রীড়া ডেস্ক

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে পর্যন্ত চারটি ভেন্যুতে মোট ৯টি প্রস্তুতি ম্যাচ হবে। ম্যাচগুলো খেলবে মোট ৮টি দল। বাংলাদেশ নারী ক্রিকেট দল খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। নিগার সুলতানা জ্যোতিরা দুটি ম্যাচই খেলবেন কলম্বোয়।
আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচই খেলবে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে। প্রতিপক্ষ একই হলেও ভিন্নতা আছে ভেন্যুতে। ২৫ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলবে প্রথম ম্যাচ। ২৭ সেপ্টেম্বর কলম্বো ক্রিকেট ক্লাব দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন জ্যোতি-নাহিদারা। ম্যাচগুলো বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।
বিশ্বকাপে অংশ নেওয়া আটটি দলই অংশ নেবে এই ওয়ার্ম-আপ ম্যাচে, তবে ব্যতিক্রম একমাত্র অস্ট্রেলিয়া, যারা খেলবে মাত্র একটি ম্যাচ। প্রতিটি দল সাধারণত দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে।
প্রস্তুতি ম্যাচের ভেন্যুগুলো হলো—ভারতের বেঙ্গালুরুর এক্সিলেন্স গ্রাউন্ড ও এম চিন্নাস্বামী স্টেডিয়াম। শ্রীলঙ্কা কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম ও কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড। প্রস্তুতি ম্যাচগুলোতে মূল আট দলের পাশাপাশি অংশ নেবে ভারত ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দল। ভারত ‘এ’ খেলবে একটি ম্যাচ এবং শ্রীলঙ্কা ‘এ’ খেলবে দুটি ম্যাচ।
ভারতে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ। চলবে ২ নভেম্বর পর্যন্ত। ২০১৩ সালের পর ভারতে আবারও নারী বিশ্বকাপ হবে। তবে পাকিস্তান ভারত সফর করবে না বলে তাদের ম্যাচসহ আরও কিছু খেলা শ্রীলঙ্কায় হবে।
প্রস্তুতি ম্যাচের সূচি
২৫ সেপ্টেম্বর
* ভারত বনাম ইংল্যান্ড–সেন্টার অব এক্সিলেন্স, বেঙ্গালুরু
* দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড–চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
* শ্রীলঙ্কা বনাম পাকিস্তান–কলম্বো ক্রিকেট ক্লাব
* বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ‘এ’–প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
২৭ সেপ্টেম্বর
* অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড–সেন্টার অব এক্সিলেন্স, বেঙ্গালুরু
* ভারত বনাম নিউজিল্যান্ড–চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
* শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ–কলম্বো ক্রিকেট ক্লাব
২৮ সেপ্টেম্বর
* দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ‘এ’–সেন্টার অব এক্সিলেন্স, বেঙ্গালুরু
* পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ‘এ’–কলম্বো ক্রিকেট ক্লাব

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে পর্যন্ত চারটি ভেন্যুতে মোট ৯টি প্রস্তুতি ম্যাচ হবে। ম্যাচগুলো খেলবে মোট ৮টি দল। বাংলাদেশ নারী ক্রিকেট দল খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। নিগার সুলতানা জ্যোতিরা দুটি ম্যাচই খেলবেন কলম্বোয়।
আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচই খেলবে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে। প্রতিপক্ষ একই হলেও ভিন্নতা আছে ভেন্যুতে। ২৫ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলবে প্রথম ম্যাচ। ২৭ সেপ্টেম্বর কলম্বো ক্রিকেট ক্লাব দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন জ্যোতি-নাহিদারা। ম্যাচগুলো বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।
বিশ্বকাপে অংশ নেওয়া আটটি দলই অংশ নেবে এই ওয়ার্ম-আপ ম্যাচে, তবে ব্যতিক্রম একমাত্র অস্ট্রেলিয়া, যারা খেলবে মাত্র একটি ম্যাচ। প্রতিটি দল সাধারণত দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে।
প্রস্তুতি ম্যাচের ভেন্যুগুলো হলো—ভারতের বেঙ্গালুরুর এক্সিলেন্স গ্রাউন্ড ও এম চিন্নাস্বামী স্টেডিয়াম। শ্রীলঙ্কা কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম ও কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড। প্রস্তুতি ম্যাচগুলোতে মূল আট দলের পাশাপাশি অংশ নেবে ভারত ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দল। ভারত ‘এ’ খেলবে একটি ম্যাচ এবং শ্রীলঙ্কা ‘এ’ খেলবে দুটি ম্যাচ।
ভারতে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ। চলবে ২ নভেম্বর পর্যন্ত। ২০১৩ সালের পর ভারতে আবারও নারী বিশ্বকাপ হবে। তবে পাকিস্তান ভারত সফর করবে না বলে তাদের ম্যাচসহ আরও কিছু খেলা শ্রীলঙ্কায় হবে।
প্রস্তুতি ম্যাচের সূচি
২৫ সেপ্টেম্বর
* ভারত বনাম ইংল্যান্ড–সেন্টার অব এক্সিলেন্স, বেঙ্গালুরু
* দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড–চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
* শ্রীলঙ্কা বনাম পাকিস্তান–কলম্বো ক্রিকেট ক্লাব
* বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ‘এ’–প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
২৭ সেপ্টেম্বর
* অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড–সেন্টার অব এক্সিলেন্স, বেঙ্গালুরু
* ভারত বনাম নিউজিল্যান্ড–চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
* শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ–কলম্বো ক্রিকেট ক্লাব
২৮ সেপ্টেম্বর
* দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ‘এ’–সেন্টার অব এক্সিলেন্স, বেঙ্গালুরু
* পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ‘এ’–কলম্বো ক্রিকেট ক্লাব

২০২৫ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচে হাত না মেলানো ইস্যুতে কম আলোচনা সমালোচনা হয়নি। বিষয়টি নিয়ে গড়িয়েছে অনেক জল। এবার একই ঘটনা দেখা গেল বাংলাদেশ ও ভারতের ম্যাচে। তাতেই এশিয়া কাপের ৪ মাস পর নতুনকরে আলোচনায় আসলো ‘নো হ্যান্ডশেক’ ইস্যু।
১ ঘণ্টা আগে
ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
৪ ঘণ্টা আগে