নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০০৫ সালে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। দেখতে দেখতেই শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে এই উইকেটরক্ষক ব্যাটার। সাদা পোশাকের ক্রিকেটে এখন পর্যন্ত খেলেছেন ৯৮ ম্যাচ। সবকিছু ঠিক থাকলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে একশতম টেস্ট খেলতে নামবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।
আগামী নভেম্বর–ডিসেম্বের ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ইউরোপের দলটির বিপক্ষে সিরিজের জন্য আজ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১১ নভেম্বর সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯ নভেম্বর দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে তারা। মূলত মুশফিকের শততম টেস্টের বিবেচনায় এভাবে সূচি তৈরি করেছে বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার চাওয়া ‘হোম অব ক্রিকেটে’ শততম টেস্ট খেলতে নামুক মুশফিক। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ নভেম্বর। ২৯ নভেম্বর সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। ২ ডিসেম্বর সিরিজের শেষ টি–টোয়েন্টি খেলবে দুই দল। সবগুলো ম্যাচ হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম।
এর আগে ৬ নভেম্বর বাংলাদেশে পা রাখবে আয়ারল্যান্ড দল। টানা ৪ দিনের অনুশীলনের পর প্রথম টেস্ট খেলতে নামবে তারা।
এশিয়া কাপ শেষে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ২ ম্যাচ জিতে ইতোমেধ্য সিরিজ নিজেদের করে নিয়েছে জাকের আলী অনিকের দল। শেষ টি–টোয়েন্টি জিতলে প্রথমবারের মতো বিদেশের মাটিতে আফগানদের হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে ফিল সিমন্সের দল। এরপর দেশে ফিরে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে বাংলাদেশ।

২০০৫ সালে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। দেখতে দেখতেই শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে এই উইকেটরক্ষক ব্যাটার। সাদা পোশাকের ক্রিকেটে এখন পর্যন্ত খেলেছেন ৯৮ ম্যাচ। সবকিছু ঠিক থাকলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে একশতম টেস্ট খেলতে নামবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।
আগামী নভেম্বর–ডিসেম্বের ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ইউরোপের দলটির বিপক্ষে সিরিজের জন্য আজ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১১ নভেম্বর সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯ নভেম্বর দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে তারা। মূলত মুশফিকের শততম টেস্টের বিবেচনায় এভাবে সূচি তৈরি করেছে বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার চাওয়া ‘হোম অব ক্রিকেটে’ শততম টেস্ট খেলতে নামুক মুশফিক। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ নভেম্বর। ২৯ নভেম্বর সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। ২ ডিসেম্বর সিরিজের শেষ টি–টোয়েন্টি খেলবে দুই দল। সবগুলো ম্যাচ হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম।
এর আগে ৬ নভেম্বর বাংলাদেশে পা রাখবে আয়ারল্যান্ড দল। টানা ৪ দিনের অনুশীলনের পর প্রথম টেস্ট খেলতে নামবে তারা।
এশিয়া কাপ শেষে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ২ ম্যাচ জিতে ইতোমেধ্য সিরিজ নিজেদের করে নিয়েছে জাকের আলী অনিকের দল। শেষ টি–টোয়েন্টি জিতলে প্রথমবারের মতো বিদেশের মাটিতে আফগানদের হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে ফিল সিমন্সের দল। এরপর দেশে ফিরে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে বাংলাদেশ।

দীপক চাহারের বল এক্সট্রা কাভারের ওপর দিয়ে মারলেন মেহেদী হাসান মিরাজ। বল সীমানার দড়ি ছোঁয়ার আগেই মেহেদী হাসান মিরাজ শূন্যে উড়লেন। বাংলাদেশ ক্রিকেটের ডাগআউটে তখন উল্লাস। ২০২২ সালে মিরপুরে ভারতের বিপক্ষে বাংলাদেশের ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ের কথা যে বলা হয়েছে, সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন।
৩৩ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের পর ঝড় উঠেছে দেশের ক্রিকেটাঙ্গনে। পরশু নাজমুলের সংবাদমাধ্যমকে বলা কথা ছড়িয়ে পড়লে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন তাঁর (নাজমুল) পদত্যাগের দাবিতে ক্রিকেট খেলা বন্ধ রাখার হুমকি দিয়েছিলেন। সেদিন যা
২ ঘণ্টা আগে
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠুর ওপর দিয়ে কী ঝড় বয়ে যাচ্ছে, সেটা তিনিই ভালো জানেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের পর পরশু রাতে ক্রিকেটারদের সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন যখন ক্রিকেট বন্ধের হুমকি দিয়েছিলেন
২ ঘণ্টা আগে
বছরের শুরুতে দেশের ক্রিকেটে টালমাটাল অবস্থা এমন কবে দেখা গেছে, সেটা জানতে অনেকে নিশ্চয়ই গুগল করা শুরু করেছেন। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তো রয়েছেই। পাশাপাশি যোগ হয়েছে মোহাম্মদ মিঠুন-মেহেদী হাসান মিরাজদের সাময়িক খেলা স্থগিত।
৩ ঘণ্টা আগে