নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০০৫ সালে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। দেখতে দেখতেই শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে এই উইকেটরক্ষক ব্যাটার। সাদা পোশাকের ক্রিকেটে এখন পর্যন্ত খেলেছেন ৯৮ ম্যাচ। সবকিছু ঠিক থাকলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে একশতম টেস্ট খেলতে নামবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।
আগামী নভেম্বর–ডিসেম্বের ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ইউরোপের দলটির বিপক্ষে সিরিজের জন্য আজ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১১ নভেম্বর সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯ নভেম্বর দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে তারা। মূলত মুশফিকের শততম টেস্টের বিবেচনায় এভাবে সূচি তৈরি করেছে বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার চাওয়া ‘হোম অব ক্রিকেটে’ শততম টেস্ট খেলতে নামুক মুশফিক। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ নভেম্বর। ২৯ নভেম্বর সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। ২ ডিসেম্বর সিরিজের শেষ টি–টোয়েন্টি খেলবে দুই দল। সবগুলো ম্যাচ হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম।
এর আগে ৬ নভেম্বর বাংলাদেশে পা রাখবে আয়ারল্যান্ড দল। টানা ৪ দিনের অনুশীলনের পর প্রথম টেস্ট খেলতে নামবে তারা।
এশিয়া কাপ শেষে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ২ ম্যাচ জিতে ইতোমেধ্য সিরিজ নিজেদের করে নিয়েছে জাকের আলী অনিকের দল। শেষ টি–টোয়েন্টি জিতলে প্রথমবারের মতো বিদেশের মাটিতে আফগানদের হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে ফিল সিমন্সের দল। এরপর দেশে ফিরে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে বাংলাদেশ।

২০০৫ সালে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। দেখতে দেখতেই শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে এই উইকেটরক্ষক ব্যাটার। সাদা পোশাকের ক্রিকেটে এখন পর্যন্ত খেলেছেন ৯৮ ম্যাচ। সবকিছু ঠিক থাকলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে একশতম টেস্ট খেলতে নামবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।
আগামী নভেম্বর–ডিসেম্বের ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ইউরোপের দলটির বিপক্ষে সিরিজের জন্য আজ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১১ নভেম্বর সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯ নভেম্বর দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে তারা। মূলত মুশফিকের শততম টেস্টের বিবেচনায় এভাবে সূচি তৈরি করেছে বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার চাওয়া ‘হোম অব ক্রিকেটে’ শততম টেস্ট খেলতে নামুক মুশফিক। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ নভেম্বর। ২৯ নভেম্বর সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। ২ ডিসেম্বর সিরিজের শেষ টি–টোয়েন্টি খেলবে দুই দল। সবগুলো ম্যাচ হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম।
এর আগে ৬ নভেম্বর বাংলাদেশে পা রাখবে আয়ারল্যান্ড দল। টানা ৪ দিনের অনুশীলনের পর প্রথম টেস্ট খেলতে নামবে তারা।
এশিয়া কাপ শেষে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ২ ম্যাচ জিতে ইতোমেধ্য সিরিজ নিজেদের করে নিয়েছে জাকের আলী অনিকের দল। শেষ টি–টোয়েন্টি জিতলে প্রথমবারের মতো বিদেশের মাটিতে আফগানদের হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে ফিল সিমন্সের দল। এরপর দেশে ফিরে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২৬ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
১ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
৩ ঘণ্টা আগে