তামিমের অবসর
ক্রীড়া ডেস্ক
আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তামিম ইকবাল। তিনি নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরই সাকিব আল হাসান হয়ে নাজমুল হোসেন শান্তর কাঁধে এসে পড়ে বাংলাদেশ দলের অধিনায়কত্ব। দেশসেরা ওপেনারের বিদায়ে আবেগাপ্লুত শান্তও।
তামিমের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি মিস করবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগ তাড়িত একটি পোস্টও করেছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘প্রিয় তামিম ভাই, আপনার নেওয়া সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২০১৬ সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ, আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছু। আপনার ক্রিকেটীয় মেধা, সহ-খেলোয়াড়দের প্রতি আপনার যত্নশীলতা ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে।’
তামিমকে মিস করবেন বলে শান্ত আরও লিখেছেন, ‘আপনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত অবশ্যই আপনাকে ভাবতে হয়েছে এবং সেটিকে আমি শ্রদ্ধা জানাই। তবে ড্রেসিং রুমে এবং ২২ গজে আপনার সঙ্গ আমরা ভীষণভাবে মিস করব।’
তিন সংস্করণ মিলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৭ ম্যাচে ৪৪৮ ইনিংসে ১৫১৯২ রান করেছেন তামিম। ওপেনারদের মধ্যে সর্বোচ্চ রান তাঁরই। তামিমকে কিংবদন্তি উল্লেখ করে শান্ত আরও লেখেন, ‘আমি গর্বিত, এমন এক কিংবদন্তি ব্যাটারের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি এবং জাতীয় দলে আপনার সঙ্গে খেলতে পেরেছি। দোয়া করি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময়গুলো আনন্দময় হোক।
ভালো থাকবেন, তামিম ভাই।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ‘লাভ’ ইমোজি।
আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তামিম ইকবাল। তিনি নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরই সাকিব আল হাসান হয়ে নাজমুল হোসেন শান্তর কাঁধে এসে পড়ে বাংলাদেশ দলের অধিনায়কত্ব। দেশসেরা ওপেনারের বিদায়ে আবেগাপ্লুত শান্তও।
তামিমের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি মিস করবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগ তাড়িত একটি পোস্টও করেছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘প্রিয় তামিম ভাই, আপনার নেওয়া সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২০১৬ সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ, আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছু। আপনার ক্রিকেটীয় মেধা, সহ-খেলোয়াড়দের প্রতি আপনার যত্নশীলতা ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে।’
তামিমকে মিস করবেন বলে শান্ত আরও লিখেছেন, ‘আপনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত অবশ্যই আপনাকে ভাবতে হয়েছে এবং সেটিকে আমি শ্রদ্ধা জানাই। তবে ড্রেসিং রুমে এবং ২২ গজে আপনার সঙ্গ আমরা ভীষণভাবে মিস করব।’
তিন সংস্করণ মিলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৭ ম্যাচে ৪৪৮ ইনিংসে ১৫১৯২ রান করেছেন তামিম। ওপেনারদের মধ্যে সর্বোচ্চ রান তাঁরই। তামিমকে কিংবদন্তি উল্লেখ করে শান্ত আরও লেখেন, ‘আমি গর্বিত, এমন এক কিংবদন্তি ব্যাটারের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি এবং জাতীয় দলে আপনার সঙ্গে খেলতে পেরেছি। দোয়া করি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময়গুলো আনন্দময় হোক।
ভালো থাকবেন, তামিম ভাই।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ‘লাভ’ ইমোজি।
ফারুক আহমেদ সভাপতি হওয়ার পরই জানিয়েছিলেন, বিসিবি গঠনতন্ত্রে সংশোধন আনা হবে। সেটির ধারাবাহিকতায় পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটি বিদ্যমান গঠনতন্ত্রের ধারা-উপধারায় কাঁট-ছাঁট করে ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচালনাকারী সংগঠন সিসিডিএম বিলুপ্ত করার প্রস্তাবের খবর ছড়িয়েছে দেশের
১০ ঘণ্টা আগেভারত সফরে ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা নিয়ে আগেও জটিলতা হয়েছিল। আবারও ভিসা জটিলতা নিয়ে ভারতের বিরুদ্ধে নতুন করে অভিযোগ উঠেছে। পেসার সাকিব মাহমুদকে ভিসা দিতে দেরি করছে ভারত।
১১ ঘণ্টা আগেব্যাট হাতে সময়টা বেশ ভালো যাচ্ছে শামীম হোসেন পাটোয়ারির। জাতীয় দলের পাশাপাশি এখন বিপিএলেও চিটাগং কিংসের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। তাঁর দল রয়েছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে। টুর্নামেন্টের মাঝপথে আরেকটি দারুণ সুখবর পেয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগেটেনিসের ‘ব্যাডবয়’ খ্যাত অস্ট্রেলিয়ার নিক কিরিওস মাঝে মধ্যেই এমনটা করতেন। কালে ভদ্রে বুলগেরিয়ার গিগর দিমিতভ থেকে শুরু করে সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচেরও কোর্টে র্যাকেট ভাঙার নজির আছে। অস্ট্রেলিয়ান ওপেনে এবার র্যাকেট ভাঙলেন দানিল মেদভেদেভ। শুধু র্যাকেটই নয়, র্যাকেট দিয়ে পিটিয়ে ভেঙে দিয়
১৩ ঘণ্টা আগে