Ajker Patrika

বিশ্বকাপের বিব্রতকর রেকর্ডে বাংলাদেশকে ‘মুক্তি’ দিল লঙ্কানরা 

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১৭: ৩৭
বিশ্বকাপের বিব্রতকর রেকর্ডে বাংলাদেশকে ‘মুক্তি’ দিল লঙ্কানরা 

 

ভারত-শ্রীলঙ্কা ম্যাচকে চাইলে যে কেউ বলতে পারেন ‘ইতিহাসের পুনরাবৃত্তি’। দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দুইবার মুখোমুখি হয়েছে এশিয়ার এই দুই দল। দুইবারই  ভারতীয় বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়েছে লঙ্কান ব্যাটিং লাইনআপ। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ ৫৫ রানে অলআউট হয়েছে লঙ্কান ক্রিকেট দল। যেখানে বিশ্বকাপে বাংলাদেশ অলআউট হয়েছিল ৫৮ রানে।

৩৫৮ রানের লক্ষ্যে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় শ্রীলঙ্কা।জসপ্রীত বুমরার বলে এলবিডব্লু হয়েছেন পাথুম নিশাঙ্কা। রিভিউ নিলেও আম্পায়ার্স কলের কারণে গোল্ডেন ডাক মেরে আউট হয়েছেন নিশাঙ্কা। এরপর দ্বিতীয় ওভারের প্রথম বলে মোহাম্মদ সিরাজকে লেগ সাইডে ঘোরাতে গিয়ে এলবিডব্লু হয়েছেন ডিমুথ করুণারত্নে। রিভিউ নিলেও গোল্ডেন ডাক মেরে আউট হয়েছেন করুণারত্নে। নিশাঙ্কা, করুণারত্নে দুই লঙ্কান ব্যাটারই গোল্ডেন মারায় ওয়ানডেতে চতুর্থবারের মতো ঘটেছে দুই ওপেনারের গোল্ডেন ডাকে আউট হওয়া।

ইনিংসের দ্বিতীয় ওভারেই আরও একটি উইকেট তুলে নিয়েছেন সিরাজ। ওভারের পঞ্চম বলে সিরাজকে তুলে মারতে গিয়ে তৃতীয় স্লিপে এর শ্রেয়াস আয়ারের তালুবন্দী হয়েছেন সাদিরা সামারাবিক্রমা। নিশাঙ্কা, করুণারত্নের মতো সামারাবিক্রমাও শূন্য রানে আউট হয়েছেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা লঙ্কানদের ১০ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৪ রান। যেখানে ইনিংসের দশম ওভারে বোলিংয়ে এসে তৃতীয় ও চতুর্থ বলে টানা দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। এই ওভারটি মেডেনও দিয়েছেন ভারতীয় এই পেসার।  

নিয়মিত উইকেট হারানো শ্রীলঙ্কার কাছে তখন ৩৬ রান ছাড়ানোই অনেক দূরের পথ ছিল। কেননা বিশ্বকাপ ইতিহাসে সর্বনিম্ন ৩৬ রানে অলআউট হওয়ার রেকর্ড কানাডার। ২০০৩ বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষেই কানাডা করেছিল এই বিব্রতকর রেকর্ড। ১৪ রানে ৬ উইকেট হারানোর পর শ্রীলঙ্কা আজ সপ্তম উইকেট হারিয়েছে ২২ রানে। যেখানে ইনিংসের ১২তম ওভারে শামির বাউন্সার দুষ্মন্ত চামিরার গ্লাভস ঘেঁষে চলে যায়। ক্যাচ ধরেছেন ভারতীয় উইকেটরক্ষক লোকেশ রাহুল। আম্পায়ার প্রথমে আউট না দেওয়ায় রিভিউ নিয়ে উইকেট নিয়েছে ভারত। এক ওভার বিরতিতে বোলিংয়ে লঙ্কানদের শেষ স্বীকৃত ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথ্যুসকে বোল্ড করেছেন। ২৫ বলে ১ চারে ১২ রান করা ম্যাথ্যুস আউট হলে লঙ্কানদের স্কোর দাঁড়ায় ১৩.১ ওভারে ৮ উইকেটে ২৯ রান।

২৯ রানে ৮ উইকেট হারানোর পর লঙ্কানরা প্রথমে পেরিয়েছে ৩৬ রানের গন্ডি। যেখানে নবম উইকেটে ২৯ বলে ২০ রানের জুটি গড়েছেন কাসুন রাজিথা ও মাহিশ তিকশানা।  ১৭ বলে ১৪ রান করা রাজিথাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন শামি। ১৮তম ওভারের শেষ বলে শামিকে কাট করতে যান রাজিথা। দ্বিতীয় স্লিপে দারুণ ক্যাচ ধরেছেন শুবমান গিল। তাতে শামি ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ ৪৫ উইকেট নেওয়ার কীর্তি। ওয়ানডেতে এই নিয়ে চতুর্থবারের মতো এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন শামি। এরপর লঙ্কানদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রবীন্দ্র জাদেজা। ২০তম ওভারের চতুর্থ বলে জাদেজাকে স্লগ সুইপ করতে যান দিলশান মাদুশঙ্ক। টপ এজ হওয়া বল মিড অনে সহজে ক্যাচ ধরেছেন আয়ার। ৫৫ রানে লঙ্কানরা অলআউট হলে ভারত ম্যাচ জিতে যায় ৩০২ রানে। যা বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড।    

এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া ভারত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৯২ রান করেন গিল। ৯২ বলের ইনিংসে মেরেছেন ১১ চার ও ২ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৮৮ রান করেন বিরাট কোহলি। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন মাদুশঙ্ক। ১ উইকেট নিয়েছেন দুষ্মন্ত চামিরা। বাকি দুটি উইকেট হয়েছে রান আউট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত