নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে এসে হাসতে শুরু করল সাকিব আল হাসান-লিটন দাসদের ব্যাট। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তার আগে মার্চে শ্রীলঙ্কা সিরিজ। কিন্তু বিপিএলে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি সংস্করণে ব্যাটাররা হচ্ছিলেন টানা ব্যর্থ। টিম ম্যানেজমেন্টের কাছে গত কয়েক দিন এ ব্যাপারে একাধিক প্রশ্নও হয়েছে। তবে গত দুই দিনে সেই দুশ্চিন্তা হ্রাসের আভাসও দিচ্ছেন লিটনরা।
বিপিএলে আগের ৫ ম্যাচ মিলিয়ে লিটনের রান ছিল ৩৭। আজ খুলনার বিপক্ষে এই উইকেটরক্ষক ব্যাটার খেলেছেন ৩০ বলে ৪৫ রানের দারুণ এক ইনিংস। তাঁর দল কুমিল্লা ভিক্টোরিয়ানসও পেয়েছে ৩৪ রানের দুর্দান্ত জয়। জয়ের পাশাপাশি অধিনায়ক লিটনের রানে ফেরাও স্বস্তি কুমিল্লার।
ইনিংসটা আত্মবিশ্বাসী করে তুলেছে লিটনকে। সামনের সব ম্যাচেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান তিনি। ম্যাচ শেষে মিরপুরে সংবাদ সম্মেলনে লিটন বললেন, ‘আমার কাজই হলো রান করা। প্রথম পাঁচ ম্যাচ করতে পারিনি, আফসোস তো ছিল জিনিসটায়। আমি যে ধরনের খেলোয়াড় রান করতে পারছি না। কিন্তু আমার এখনো উন্নতির করার অনেক জায়গা আছে। এখনো লম্বা টুর্নামেন্ট, অনেকগুলো ম্যাচ বাকি। দলও আমার কাছে চায় পারফরম্যান্স, আমি সেটা চেষ্টা করব।’
লিটন অবশ্য এক ইনিংস নিয়ে আর অতি আত্মবিশ্বাসী হতেও নারাজ। ধারাবাহিক পারফরম্যান্স করে তবেই কথা বলতে চান ফর্মে আছেন কি নেই সেটা। এই উইকেটরক্ষক ব্যাটার বললেন, ‘পাঁচ ম্যাচ ধরে রান করিনি, ছিলামই না। হারায় ছিলাম। এখন একটা ম্যাচে রান করছি কীভাবে ধারাবাহিকভাবে রান করব (ভাবছি)। সবকিছু মিলিয়ে আমি একটা ম্যাচ খেললাম আবহ একটু আসছে। খেলি কয়েকটা ম্যাচ এই জিনিসটা নিয়ে তখন আলোচনা করব।’
বাংলাদেশ দল ও বিপিএল সব মিলিয়ে বেশি কিছু ম্যাচেই ছন্দে ছিলেন না লিটন। এটা তাঁকে চাপে কিছুটা চাপে ফেলেছে কি না। লিটন বললেন, ‘না, আমার কাছে এই জিনিসটা কখনই চাপ হিসেবে আসেনি। কারণ আমার দল থেকে আমার চাপ বা কোনো কিছু ছিল না। দ্বিতীয়ত আমি জানি এটা লম্বা টুর্নামেন্ট। একটা ম্যাচই লাগে একটা ব্যাটারের জন্য মোমেন্টাম পরিবর্তন করতে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে এসে হাসতে শুরু করল সাকিব আল হাসান-লিটন দাসদের ব্যাট। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তার আগে মার্চে শ্রীলঙ্কা সিরিজ। কিন্তু বিপিএলে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি সংস্করণে ব্যাটাররা হচ্ছিলেন টানা ব্যর্থ। টিম ম্যানেজমেন্টের কাছে গত কয়েক দিন এ ব্যাপারে একাধিক প্রশ্নও হয়েছে। তবে গত দুই দিনে সেই দুশ্চিন্তা হ্রাসের আভাসও দিচ্ছেন লিটনরা।
বিপিএলে আগের ৫ ম্যাচ মিলিয়ে লিটনের রান ছিল ৩৭। আজ খুলনার বিপক্ষে এই উইকেটরক্ষক ব্যাটার খেলেছেন ৩০ বলে ৪৫ রানের দারুণ এক ইনিংস। তাঁর দল কুমিল্লা ভিক্টোরিয়ানসও পেয়েছে ৩৪ রানের দুর্দান্ত জয়। জয়ের পাশাপাশি অধিনায়ক লিটনের রানে ফেরাও স্বস্তি কুমিল্লার।
ইনিংসটা আত্মবিশ্বাসী করে তুলেছে লিটনকে। সামনের সব ম্যাচেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান তিনি। ম্যাচ শেষে মিরপুরে সংবাদ সম্মেলনে লিটন বললেন, ‘আমার কাজই হলো রান করা। প্রথম পাঁচ ম্যাচ করতে পারিনি, আফসোস তো ছিল জিনিসটায়। আমি যে ধরনের খেলোয়াড় রান করতে পারছি না। কিন্তু আমার এখনো উন্নতির করার অনেক জায়গা আছে। এখনো লম্বা টুর্নামেন্ট, অনেকগুলো ম্যাচ বাকি। দলও আমার কাছে চায় পারফরম্যান্স, আমি সেটা চেষ্টা করব।’
লিটন অবশ্য এক ইনিংস নিয়ে আর অতি আত্মবিশ্বাসী হতেও নারাজ। ধারাবাহিক পারফরম্যান্স করে তবেই কথা বলতে চান ফর্মে আছেন কি নেই সেটা। এই উইকেটরক্ষক ব্যাটার বললেন, ‘পাঁচ ম্যাচ ধরে রান করিনি, ছিলামই না। হারায় ছিলাম। এখন একটা ম্যাচে রান করছি কীভাবে ধারাবাহিকভাবে রান করব (ভাবছি)। সবকিছু মিলিয়ে আমি একটা ম্যাচ খেললাম আবহ একটু আসছে। খেলি কয়েকটা ম্যাচ এই জিনিসটা নিয়ে তখন আলোচনা করব।’
বাংলাদেশ দল ও বিপিএল সব মিলিয়ে বেশি কিছু ম্যাচেই ছন্দে ছিলেন না লিটন। এটা তাঁকে চাপে কিছুটা চাপে ফেলেছে কি না। লিটন বললেন, ‘না, আমার কাছে এই জিনিসটা কখনই চাপ হিসেবে আসেনি। কারণ আমার দল থেকে আমার চাপ বা কোনো কিছু ছিল না। দ্বিতীয়ত আমি জানি এটা লম্বা টুর্নামেন্ট। একটা ম্যাচই লাগে একটা ব্যাটারের জন্য মোমেন্টাম পরিবর্তন করতে।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৬ ঘণ্টা আগে