
শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে রেকর্ড ৩৪২ রান তাড়া করে জিতেছে পাকিস্তান। অবিশ্বাস্য টেস্ট জয়ে অভিভূত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজাও। এমন সাফল্যের পেছনে বোর্ডের কিছু নীতি ও পরিকল্পনার গুরুত্ব বুঝিয়েছেন পাকিস্তানের বোর্ড সভাপতি। তিনি স্থানীয় সংবাদমাধ্যমের কাছে ক্রিকেট নিয়ে ব্যক্তিগত কিছু মতামত তুলে ধরেছেন। তাঁর মতে, কিছু দেশ ক্রিকেটকে ফুটবলের মতো খেলে ধ্বংস করছে ।
রমিজ রাজা সংবাদমাধ্যমের কাছে ক্রিকেটের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কথা বলেছেন। পিসিবি সভাপতি মনে করেন, ক্রিকেটের সার্বিক উন্নয়নের নামে কিছু লোক ও দেশ খেলাটাকে নষ্ট করছেন। তিনি বলেছেন, ‘কিছু লোক ক্রিকেটকে ধ্বংস করছে ফুটবলের মতো খেলে। কিছু দেশ এরই মধ্যে খেলাটিকে ধ্বংস করেছে। বছর শেষে খুব শিগগির তাঁরা বুঝতে পারবে কী করেছে।’
রমিজ সংবাদমাধ্যমে দল নির্বাচন ও অধিনায়কের বিষয়েও কথা বলেছেন। বিশ্বকাপজয়ী ক্রিকেটার দল নির্বাচনে কোনো অনধিকার চর্চা করেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘দল নির্বাচনে কোনো হস্তক্ষেপ করি না। যদিও আমার অধিকার আছে।’
দলে অধিনায়কের গুরুত্ব অপরিহার্য বলে মনে করেন রমিজ। বাবর আজমের নেতৃত্বেও মুগ্ধ হয়েছেন সাবেক এই পাকিস্তান ক্রিকেটার। তিনি বলেছেন, ‘যদি দলের অধিনায়ক যথেষ্ট শক্তিশালী না হয় তবে দলের উন্নতি হবে না।’
রমিজ রাজার নেতৃত্বাধীন বোর্ডের অধীনে পাকিস্তান দুর্দান্ত ক্রিকেট খেলছে। বাবর-শাহিন শাহ আফ্রিদিরা ধারাবাহিক পারফরমেন্সের সাফল্য পেয়েছেন শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টেও । দুই টেস্টের প্রথমটিতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। দলের দুরন্ত ছন্দের পেছনে বোর্ডের নীতি ও পরিকল্পনাগুলো কাজ করছে বলে মনে করেন বোর্ড সভাপতি।

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে রেকর্ড ৩৪২ রান তাড়া করে জিতেছে পাকিস্তান। অবিশ্বাস্য টেস্ট জয়ে অভিভূত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজাও। এমন সাফল্যের পেছনে বোর্ডের কিছু নীতি ও পরিকল্পনার গুরুত্ব বুঝিয়েছেন পাকিস্তানের বোর্ড সভাপতি। তিনি স্থানীয় সংবাদমাধ্যমের কাছে ক্রিকেট নিয়ে ব্যক্তিগত কিছু মতামত তুলে ধরেছেন। তাঁর মতে, কিছু দেশ ক্রিকেটকে ফুটবলের মতো খেলে ধ্বংস করছে ।
রমিজ রাজা সংবাদমাধ্যমের কাছে ক্রিকেটের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কথা বলেছেন। পিসিবি সভাপতি মনে করেন, ক্রিকেটের সার্বিক উন্নয়নের নামে কিছু লোক ও দেশ খেলাটাকে নষ্ট করছেন। তিনি বলেছেন, ‘কিছু লোক ক্রিকেটকে ধ্বংস করছে ফুটবলের মতো খেলে। কিছু দেশ এরই মধ্যে খেলাটিকে ধ্বংস করেছে। বছর শেষে খুব শিগগির তাঁরা বুঝতে পারবে কী করেছে।’
রমিজ সংবাদমাধ্যমে দল নির্বাচন ও অধিনায়কের বিষয়েও কথা বলেছেন। বিশ্বকাপজয়ী ক্রিকেটার দল নির্বাচনে কোনো অনধিকার চর্চা করেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘দল নির্বাচনে কোনো হস্তক্ষেপ করি না। যদিও আমার অধিকার আছে।’
দলে অধিনায়কের গুরুত্ব অপরিহার্য বলে মনে করেন রমিজ। বাবর আজমের নেতৃত্বেও মুগ্ধ হয়েছেন সাবেক এই পাকিস্তান ক্রিকেটার। তিনি বলেছেন, ‘যদি দলের অধিনায়ক যথেষ্ট শক্তিশালী না হয় তবে দলের উন্নতি হবে না।’
রমিজ রাজার নেতৃত্বাধীন বোর্ডের অধীনে পাকিস্তান দুর্দান্ত ক্রিকেট খেলছে। বাবর-শাহিন শাহ আফ্রিদিরা ধারাবাহিক পারফরমেন্সের সাফল্য পেয়েছেন শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টেও । দুই টেস্টের প্রথমটিতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। দলের দুরন্ত ছন্দের পেছনে বোর্ডের নীতি ও পরিকল্পনাগুলো কাজ করছে বলে মনে করেন বোর্ড সভাপতি।

মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৩ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৪ ঘণ্টা আগে