
শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে রেকর্ড ৩৪২ রান তাড়া করে জিতেছে পাকিস্তান। অবিশ্বাস্য টেস্ট জয়ে অভিভূত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজাও। এমন সাফল্যের পেছনে বোর্ডের কিছু নীতি ও পরিকল্পনার গুরুত্ব বুঝিয়েছেন পাকিস্তানের বোর্ড সভাপতি। তিনি স্থানীয় সংবাদমাধ্যমের কাছে ক্রিকেট নিয়ে ব্যক্তিগত কিছু মতামত তুলে ধরেছেন। তাঁর মতে, কিছু দেশ ক্রিকেটকে ফুটবলের মতো খেলে ধ্বংস করছে ।
রমিজ রাজা সংবাদমাধ্যমের কাছে ক্রিকেটের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কথা বলেছেন। পিসিবি সভাপতি মনে করেন, ক্রিকেটের সার্বিক উন্নয়নের নামে কিছু লোক ও দেশ খেলাটাকে নষ্ট করছেন। তিনি বলেছেন, ‘কিছু লোক ক্রিকেটকে ধ্বংস করছে ফুটবলের মতো খেলে। কিছু দেশ এরই মধ্যে খেলাটিকে ধ্বংস করেছে। বছর শেষে খুব শিগগির তাঁরা বুঝতে পারবে কী করেছে।’
রমিজ সংবাদমাধ্যমে দল নির্বাচন ও অধিনায়কের বিষয়েও কথা বলেছেন। বিশ্বকাপজয়ী ক্রিকেটার দল নির্বাচনে কোনো অনধিকার চর্চা করেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘দল নির্বাচনে কোনো হস্তক্ষেপ করি না। যদিও আমার অধিকার আছে।’
দলে অধিনায়কের গুরুত্ব অপরিহার্য বলে মনে করেন রমিজ। বাবর আজমের নেতৃত্বেও মুগ্ধ হয়েছেন সাবেক এই পাকিস্তান ক্রিকেটার। তিনি বলেছেন, ‘যদি দলের অধিনায়ক যথেষ্ট শক্তিশালী না হয় তবে দলের উন্নতি হবে না।’
রমিজ রাজার নেতৃত্বাধীন বোর্ডের অধীনে পাকিস্তান দুর্দান্ত ক্রিকেট খেলছে। বাবর-শাহিন শাহ আফ্রিদিরা ধারাবাহিক পারফরমেন্সের সাফল্য পেয়েছেন শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টেও । দুই টেস্টের প্রথমটিতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। দলের দুরন্ত ছন্দের পেছনে বোর্ডের নীতি ও পরিকল্পনাগুলো কাজ করছে বলে মনে করেন বোর্ড সভাপতি।

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে রেকর্ড ৩৪২ রান তাড়া করে জিতেছে পাকিস্তান। অবিশ্বাস্য টেস্ট জয়ে অভিভূত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজাও। এমন সাফল্যের পেছনে বোর্ডের কিছু নীতি ও পরিকল্পনার গুরুত্ব বুঝিয়েছেন পাকিস্তানের বোর্ড সভাপতি। তিনি স্থানীয় সংবাদমাধ্যমের কাছে ক্রিকেট নিয়ে ব্যক্তিগত কিছু মতামত তুলে ধরেছেন। তাঁর মতে, কিছু দেশ ক্রিকেটকে ফুটবলের মতো খেলে ধ্বংস করছে ।
রমিজ রাজা সংবাদমাধ্যমের কাছে ক্রিকেটের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কথা বলেছেন। পিসিবি সভাপতি মনে করেন, ক্রিকেটের সার্বিক উন্নয়নের নামে কিছু লোক ও দেশ খেলাটাকে নষ্ট করছেন। তিনি বলেছেন, ‘কিছু লোক ক্রিকেটকে ধ্বংস করছে ফুটবলের মতো খেলে। কিছু দেশ এরই মধ্যে খেলাটিকে ধ্বংস করেছে। বছর শেষে খুব শিগগির তাঁরা বুঝতে পারবে কী করেছে।’
রমিজ সংবাদমাধ্যমে দল নির্বাচন ও অধিনায়কের বিষয়েও কথা বলেছেন। বিশ্বকাপজয়ী ক্রিকেটার দল নির্বাচনে কোনো অনধিকার চর্চা করেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘দল নির্বাচনে কোনো হস্তক্ষেপ করি না। যদিও আমার অধিকার আছে।’
দলে অধিনায়কের গুরুত্ব অপরিহার্য বলে মনে করেন রমিজ। বাবর আজমের নেতৃত্বেও মুগ্ধ হয়েছেন সাবেক এই পাকিস্তান ক্রিকেটার। তিনি বলেছেন, ‘যদি দলের অধিনায়ক যথেষ্ট শক্তিশালী না হয় তবে দলের উন্নতি হবে না।’
রমিজ রাজার নেতৃত্বাধীন বোর্ডের অধীনে পাকিস্তান দুর্দান্ত ক্রিকেট খেলছে। বাবর-শাহিন শাহ আফ্রিদিরা ধারাবাহিক পারফরমেন্সের সাফল্য পেয়েছেন শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টেও । দুই টেস্টের প্রথমটিতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। দলের দুরন্ত ছন্দের পেছনে বোর্ডের নীতি ও পরিকল্পনাগুলো কাজ করছে বলে মনে করেন বোর্ড সভাপতি।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৫ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৭ ঘণ্টা আগে