নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কাল মিরপুরে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাক্ষাৎ হবে দুই দলের। কিন্তু সাতবারের ওয়ানডে এবং ছয়বারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতিদের জন্য সিরিজটা বেশ কঠিনই হওয়ার কথা।
নিজেদের মাঠ বলে কিছুটা সুবিধার সঙ্গে সুখস্মৃতিও আছে বাংলাদেশের মেয়েদের। গত বছরের জুলাইয়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেন জ্যোতিরা। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়। এর মধ্যে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মাঠে তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। অ্যালিসা হিলিদের মোকাবিলার আগে বাংলাদেশের প্রেরণার উৎসও কম নয়।
বাংলাদেশ অধিনায়ক জ্যোতি অবশ্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সবচেয়ে বড় হোম কন্ডিশনের সুবিধা। মিরপুরের কন্ডিশন কাজে লাগিয়ে এলিসা পেরিদের সঙ্গে ভালো কিছু করতে চান তাঁরা। আজ সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘প্রথমত হচ্ছে হোম কন্ডিশন। (মিরপুরের) কন্ডিশনের দিক থেকে ওরা অনেক বেশি অচেনা। কারণ কখনো যেহেতু খেলেনি এখানে। কিন্তু সম্প্রতি ওদের কয়েকজন ক্রিকেটার আইপিএল খেলে এসেছে। ভারত ও বাংলাদেশের কন্ডিশন তো প্রায় একই রকম কন্ডিশন...সেদিক থেকে ওরা একটু জেনে থাকবে যে এখানে কীভাবে খেলতে হয়।’
অস্ট্রেলিয়ার সেরা ব্যাটিং অর্ডার, স্পিন আক্রমণেও আছেন তিন-চারজন, কয়েকজন অলরাউন্ডার আছেন, পেস আক্রমণে বিশ্বসেরা। এমন একটা পরিপূর্ণ দলের বিপক্ষেও বাংলাদেশ কোন জায়গায় আঘাত করতে চাইবে? জ্যোতি অবশ্য বিশ্বাস রাখছেন তাঁর বোলিং আক্রমণের ওপর।
অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার ধসিয়ে দিতে চান জ্যোতি। তিনি বললেন, ‘প্রথমত হচ্ছে, তারা চার থেকে পাঁচজন ব্যাটারের ওপর অনেক বেশি নির্ভর করে। আমাদের লক্ষ্য তো থাকবেই তাদের সেই শক্তিটা যেন ভেঙে দিতে পারি, যত দ্রুত সম্ভব হয়। বোলিং যদি বলেন, বোলিংয়ে আমরা সেরা—এটা সব সময় বলতে হবে। এই মাঠে বলেন বা যেকোনো জায়গায় বলেন। বোলাররা কিন্তু বলব, আত্মবিশ্বাসের সঙ্গে অনেক বড় বড় জায়গায় ভালো পারফরম করে দিয়েছে।’
সর্বশেষ ওয়ানডে সিরিজেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন বাংলাদেশের বোলাররা। নিজেদের কন্ডিশনে হওয়ায় অজি মেয়েদের বিপক্ষে সেটি আরও ভালো করবেন বলে বিশ্বাস জ্যোতির, ‘সেটি থেকে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী, যেহেতু ব্যাটিংনির্ভর দল ওরা, যদি ওদের ব্যাটিং বিভাগটা দ্রুত গুটিয়ে দিতে পারি, যদি সুযোগ না দিই, ভালো বোলিং পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে পারি, ভালো হবে আমাদের জন্য।’

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কাল মিরপুরে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাক্ষাৎ হবে দুই দলের। কিন্তু সাতবারের ওয়ানডে এবং ছয়বারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতিদের জন্য সিরিজটা বেশ কঠিনই হওয়ার কথা।
নিজেদের মাঠ বলে কিছুটা সুবিধার সঙ্গে সুখস্মৃতিও আছে বাংলাদেশের মেয়েদের। গত বছরের জুলাইয়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেন জ্যোতিরা। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়। এর মধ্যে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মাঠে তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। অ্যালিসা হিলিদের মোকাবিলার আগে বাংলাদেশের প্রেরণার উৎসও কম নয়।
বাংলাদেশ অধিনায়ক জ্যোতি অবশ্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সবচেয়ে বড় হোম কন্ডিশনের সুবিধা। মিরপুরের কন্ডিশন কাজে লাগিয়ে এলিসা পেরিদের সঙ্গে ভালো কিছু করতে চান তাঁরা। আজ সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘প্রথমত হচ্ছে হোম কন্ডিশন। (মিরপুরের) কন্ডিশনের দিক থেকে ওরা অনেক বেশি অচেনা। কারণ কখনো যেহেতু খেলেনি এখানে। কিন্তু সম্প্রতি ওদের কয়েকজন ক্রিকেটার আইপিএল খেলে এসেছে। ভারত ও বাংলাদেশের কন্ডিশন তো প্রায় একই রকম কন্ডিশন...সেদিক থেকে ওরা একটু জেনে থাকবে যে এখানে কীভাবে খেলতে হয়।’
অস্ট্রেলিয়ার সেরা ব্যাটিং অর্ডার, স্পিন আক্রমণেও আছেন তিন-চারজন, কয়েকজন অলরাউন্ডার আছেন, পেস আক্রমণে বিশ্বসেরা। এমন একটা পরিপূর্ণ দলের বিপক্ষেও বাংলাদেশ কোন জায়গায় আঘাত করতে চাইবে? জ্যোতি অবশ্য বিশ্বাস রাখছেন তাঁর বোলিং আক্রমণের ওপর।
অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার ধসিয়ে দিতে চান জ্যোতি। তিনি বললেন, ‘প্রথমত হচ্ছে, তারা চার থেকে পাঁচজন ব্যাটারের ওপর অনেক বেশি নির্ভর করে। আমাদের লক্ষ্য তো থাকবেই তাদের সেই শক্তিটা যেন ভেঙে দিতে পারি, যত দ্রুত সম্ভব হয়। বোলিং যদি বলেন, বোলিংয়ে আমরা সেরা—এটা সব সময় বলতে হবে। এই মাঠে বলেন বা যেকোনো জায়গায় বলেন। বোলাররা কিন্তু বলব, আত্মবিশ্বাসের সঙ্গে অনেক বড় বড় জায়গায় ভালো পারফরম করে দিয়েছে।’
সর্বশেষ ওয়ানডে সিরিজেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন বাংলাদেশের বোলাররা। নিজেদের কন্ডিশনে হওয়ায় অজি মেয়েদের বিপক্ষে সেটি আরও ভালো করবেন বলে বিশ্বাস জ্যোতির, ‘সেটি থেকে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী, যেহেতু ব্যাটিংনির্ভর দল ওরা, যদি ওদের ব্যাটিং বিভাগটা দ্রুত গুটিয়ে দিতে পারি, যদি সুযোগ না দিই, ভালো বোলিং পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে পারি, ভালো হবে আমাদের জন্য।’

আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) সেমিফাইনালের অপেক্ষা ফুরাল মরক্কোর। শুক্রবার দিবাগত রাতে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২–০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গেছে মরক্কানরা। এর মাধ্যমে ২২ বছর পর আফ্রিকার শ্রেষ্ঠত্বের মঞ্চের সেমিফাইনালে পা রাখল দলটি।
৩১ মিনিট আগে
ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
১২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
১৩ ঘণ্টা আগে