Ajker Patrika

‘চ্যাম্পিয়ন’ আর্থার আবারও হচ্ছেন পাকিস্তানের কোচ

‘চ্যাম্পিয়ন’ আর্থার আবারও হচ্ছেন পাকিস্তানের কোচ

মিকি আর্থারের অধীনে ৫ বছর আগে কোনো আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছিল পাকিস্তান। সেই আর্থারই হতে যাচ্ছেন পাকিস্তানের কোচ।

পাকিস্তানের সামা টিভির একটি সূত্র জানিয়েছে, পিসিবির দেওয়া প্রস্তাবে পুনরায় পাকিস্তানের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন আর্থার। আগামী ফেব্রুয়ারীতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম মৌসুম শুরুর আগে জয়েন করতে পারেন এই কোচ। আর্থার এখন আছেন ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ডার্বিশায়ারের দায়িত্বে। ডার্বিশায়ারের সঙ্গে চুক্তিও দ্রুত শেষ হবে। আর পিসিবির সঙ্গে সাকলাইন মুশতাকের চুক্তিও শেষ হবে আগামী ফেব্রুয়ারীতে। যেখানে সাকলাইন এখন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন।

নাজাম শেঠি পিসিবির প্রধান হওয়ার পরপরই পিসিবিতে একের পর এক পরিবর্তন আনছেন। পুরোনো নির্বাচক কমিটি ভেঙে দিয়েছেন। শহীদ আফ্রিদিকে প্রধান করে সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক ও রাও ইফতিখার আনজুমকে নিয়ে বানিয়েছেন তিন সদস্যের নতুন নির্বাচক কমিটি। নতুন কোচ নিয়োগ দেওয়াটাও সেই পরিবর্তনেরই পরিকল্পনারই অংশ।

এর আগে ৬ মে,২০১৬ থেকে ৭ আগস্ট, ২০১৯ পর্যন্ত পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন আর্থার। তার সময়ে পাকিস্তান সবচেয়ে বড় সাফল্য পেয়েছিল ২০১৭ সালে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারিয়ে টুর্নামেন্টটির প্রথম শিরোপা জেতে পাকিস্তান। ২০১৬ তে টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছিল পাকিস্তান। ২০১৮ তে আর্থারের অধীনে টি-টোয়েন্টিতে শীর্ষ দল হয়েছিল এশিয়া মহাদেশের এই দলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত