নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রেমাদাসা স্টেডিয়ামে প্রায় গত তিন বছরে ওয়ানডে সংস্করণে ৩০০ রানের স্কোর আছে শুধু একটি। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেটি করেছিল স্বাগতিক শ্রীলঙ্কাই। আজ এশিয়া কাপে আগে ব্যাটিং করে বাংলাদেশকে ২৫৮ রানের লক্ষ্য দিয়েছেন লঙ্কানরা। ধীর গতির উইকেটে এই রান তাড়া বেশ সহজ হওয়ার কথা নয়।
মেকশিফট ওপেনার মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ নাঈম অবশ্য দারুণ শুরু এনেই দিয়েছিলেন বাংলাদেশকে। তবে সেই ভালো আর বেশি দূর এগোল না। ১১ ওভারেই দুই ওপেনার তুলেছেন ৫৫ রান। এরপরই বড় ধাক্কা খেল বাংলাদেশ। দ্রুত ড্রেসিংরুমে ফিরলেন মিরাজ ও নাঈম। এরপর ব্যাটিংয়ে নেমে অধিনায়ক সাকিব আল হাসানও ব্যর্থ হয়ে ফিরলেন।
১২ তম ওভারে প্রথম বলেই দাসুন শানাকা ড্রেসিংরুমে ফেরান মিরাজকে। শর্ট লেংথের ডেলিভারি পুল করতে গিয়ে টাইমিংটা ভালো হলো না, মিডউইকেটে বদলি ফিল্ডিংয়ে নামা দুশান হেমন্তের কোনো বেগ পেতে হয়নি সহজ ক্যাচটি নিতে। ২৯ বলে ২৮ রান আগে মিরাজের ব্যাট থেকে।
১৪ তম ওভারে এসে নাঈমকেও ফেরালেন শানাকা। শর্ট লেংথের লাফিয়ে ওঠা বল নাঈম ছেড়ে দেবেন নাকি খেলবেন এই দ্বিধায়, ব্যাট সরিয়েও নিতে পারেননি, শেষ মুহূর্তে নামাতে গিয়ে ব্যাটে বল লেগে উপরে উঠে যায়। সহজ ক্যাচ নিলেন উইকেটকিপার কুশল মেন্ডিস। ৪৬ বলে ২১ রান আসে নাঈমের ব্যাট থেকে। ১৬ তম ওভারে মাথিশা পাতিরানার বল সাকিবের ব্যাটের কানায় লেগে মেন্ডিসের হাতে জমা পড়ে। ৩ রান করেন সাকিব।
এ রিপোর্ট পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫.৫ ওভারে ২ উইকেটে ৭১ রান। লিটন দাস ১১ রান ও মুশফিকুর রহিম অপরাজিত আছেন।
এর আগে ম্যাচের একটা বড় অংশ পর্যন্ত আঁটসাঁট বোলিং করা বাংলাদেশ শেষ ১০ ওভারে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। আর তাতে একটা সময় ২২০-২৩০ রানের ভেতর শ্রীলঙ্কাকে আটকে রাখা সম্ভব মনে হলেও, শেষ পর্যন্ত লঙ্কানরা থেমেছে ৮ উইকেট হারিয়ে ২৫৭ রানে।

প্রেমাদাসা স্টেডিয়ামে প্রায় গত তিন বছরে ওয়ানডে সংস্করণে ৩০০ রানের স্কোর আছে শুধু একটি। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেটি করেছিল স্বাগতিক শ্রীলঙ্কাই। আজ এশিয়া কাপে আগে ব্যাটিং করে বাংলাদেশকে ২৫৮ রানের লক্ষ্য দিয়েছেন লঙ্কানরা। ধীর গতির উইকেটে এই রান তাড়া বেশ সহজ হওয়ার কথা নয়।
মেকশিফট ওপেনার মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ নাঈম অবশ্য দারুণ শুরু এনেই দিয়েছিলেন বাংলাদেশকে। তবে সেই ভালো আর বেশি দূর এগোল না। ১১ ওভারেই দুই ওপেনার তুলেছেন ৫৫ রান। এরপরই বড় ধাক্কা খেল বাংলাদেশ। দ্রুত ড্রেসিংরুমে ফিরলেন মিরাজ ও নাঈম। এরপর ব্যাটিংয়ে নেমে অধিনায়ক সাকিব আল হাসানও ব্যর্থ হয়ে ফিরলেন।
১২ তম ওভারে প্রথম বলেই দাসুন শানাকা ড্রেসিংরুমে ফেরান মিরাজকে। শর্ট লেংথের ডেলিভারি পুল করতে গিয়ে টাইমিংটা ভালো হলো না, মিডউইকেটে বদলি ফিল্ডিংয়ে নামা দুশান হেমন্তের কোনো বেগ পেতে হয়নি সহজ ক্যাচটি নিতে। ২৯ বলে ২৮ রান আগে মিরাজের ব্যাট থেকে।
১৪ তম ওভারে এসে নাঈমকেও ফেরালেন শানাকা। শর্ট লেংথের লাফিয়ে ওঠা বল নাঈম ছেড়ে দেবেন নাকি খেলবেন এই দ্বিধায়, ব্যাট সরিয়েও নিতে পারেননি, শেষ মুহূর্তে নামাতে গিয়ে ব্যাটে বল লেগে উপরে উঠে যায়। সহজ ক্যাচ নিলেন উইকেটকিপার কুশল মেন্ডিস। ৪৬ বলে ২১ রান আসে নাঈমের ব্যাট থেকে। ১৬ তম ওভারে মাথিশা পাতিরানার বল সাকিবের ব্যাটের কানায় লেগে মেন্ডিসের হাতে জমা পড়ে। ৩ রান করেন সাকিব।
এ রিপোর্ট পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫.৫ ওভারে ২ উইকেটে ৭১ রান। লিটন দাস ১১ রান ও মুশফিকুর রহিম অপরাজিত আছেন।
এর আগে ম্যাচের একটা বড় অংশ পর্যন্ত আঁটসাঁট বোলিং করা বাংলাদেশ শেষ ১০ ওভারে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। আর তাতে একটা সময় ২২০-২৩০ রানের ভেতর শ্রীলঙ্কাকে আটকে রাখা সম্ভব মনে হলেও, শেষ পর্যন্ত লঙ্কানরা থেমেছে ৮ উইকেট হারিয়ে ২৫৭ রানে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৯ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১১ ঘণ্টা আগে