ক্রীড়া ডেস্ক
কাছ থেকে প্রিয় খেলোয়াড় দর্শন পেতে মাঠে ঢুকে পড়েন দর্শকেরা—এমন ঘটনা মাঝেমধ্যে ঘটতে দেখা যায়। কিন্তু মাঠে ঢুকে দর্শক মুদ্রা ওড়ালেন, এমন ঘটনা তো বিরলই। তেমনই এক ঘটনা ঘটল মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। মাঠে ঢুকে এক দর্শক উড়িয়ে দিলেন একগুচ্ছ ৫০০ রুপির নোট।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে চলছিল ৭ ওভারের ম্যাচ। খেলার মাঝে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। স্থানীয় ম্যাচ হওয়ায় নিরাপত্তার তেমন কড়াকড়ি ছিল না। ব্যাট করছিলেন পবন ও ফারদিন নামে দুই ক্রিকেটার। শুরুতেই ২ উইকেট পড়ে যাওয়ার পরেও পবন-ফারদিনের দাপটে তাঁদের দল ৬ ওভারে তোলে ৮৪ রান।
এর মধ্যে ৯ বলে ৩৫ রান আসে পবনের ব্যাট থেকে। ফারদিন করেন ১৭ বলে ৩১ রান। মাঠে নামে প্রথম বল থেকেই তাণ্ডব চালান পবন। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে এক দর্শক ঢুকে পড়েন মাঠে। সোজা চলে যান সে সময় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা পবনের কাছে। কেউ কিছু বোঝার আগে পকেট থেকে একগুচ্ছ ৫০০ রুপির নোট বের করে পবনের মাথার ওপর উড়িয়ে দেন। পবনকে জড়িয়ে ধরে ধীরে ধীরে মাঠ থেকে বেরিয়ে যান।
উৎসাহী ওই সমর্থকের কাণ্ড দেখে উচ্ছ্বাসে দর্শকদের অনেকেই মাঠে ঢুকে পড়েন। বেশ কয়েক জনকে দেখা যায় মাঠে ছড়িয়ে থাকা ৫০০ রুপির নোটগুলো কুড়িয়ে নিতে। দু-একজন টাকা নিয়ে চলে গেলেও বাকিরা টাকা তুলে দেন পবনের হাতে। ঘটনা দেখে ক্রিকেটার, আম্পায়ারেরা এক রকম অবাক হয়ে তাকিয়ে থাকেন। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্থানীয় বিজেপি নেতা বরুণ পাতিল ৭ ওভারের এই প্রতিযোগিতায় আয়োজন করেছিলেন।
কাছ থেকে প্রিয় খেলোয়াড় দর্শন পেতে মাঠে ঢুকে পড়েন দর্শকেরা—এমন ঘটনা মাঝেমধ্যে ঘটতে দেখা যায়। কিন্তু মাঠে ঢুকে দর্শক মুদ্রা ওড়ালেন, এমন ঘটনা তো বিরলই। তেমনই এক ঘটনা ঘটল মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। মাঠে ঢুকে এক দর্শক উড়িয়ে দিলেন একগুচ্ছ ৫০০ রুপির নোট।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে চলছিল ৭ ওভারের ম্যাচ। খেলার মাঝে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। স্থানীয় ম্যাচ হওয়ায় নিরাপত্তার তেমন কড়াকড়ি ছিল না। ব্যাট করছিলেন পবন ও ফারদিন নামে দুই ক্রিকেটার। শুরুতেই ২ উইকেট পড়ে যাওয়ার পরেও পবন-ফারদিনের দাপটে তাঁদের দল ৬ ওভারে তোলে ৮৪ রান।
এর মধ্যে ৯ বলে ৩৫ রান আসে পবনের ব্যাট থেকে। ফারদিন করেন ১৭ বলে ৩১ রান। মাঠে নামে প্রথম বল থেকেই তাণ্ডব চালান পবন। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে এক দর্শক ঢুকে পড়েন মাঠে। সোজা চলে যান সে সময় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা পবনের কাছে। কেউ কিছু বোঝার আগে পকেট থেকে একগুচ্ছ ৫০০ রুপির নোট বের করে পবনের মাথার ওপর উড়িয়ে দেন। পবনকে জড়িয়ে ধরে ধীরে ধীরে মাঠ থেকে বেরিয়ে যান।
উৎসাহী ওই সমর্থকের কাণ্ড দেখে উচ্ছ্বাসে দর্শকদের অনেকেই মাঠে ঢুকে পড়েন। বেশ কয়েক জনকে দেখা যায় মাঠে ছড়িয়ে থাকা ৫০০ রুপির নোটগুলো কুড়িয়ে নিতে। দু-একজন টাকা নিয়ে চলে গেলেও বাকিরা টাকা তুলে দেন পবনের হাতে। ঘটনা দেখে ক্রিকেটার, আম্পায়ারেরা এক রকম অবাক হয়ে তাকিয়ে থাকেন। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্থানীয় বিজেপি নেতা বরুণ পাতিল ৭ ওভারের এই প্রতিযোগিতায় আয়োজন করেছিলেন।
মাঠের পারফরম্যান্স, বাইরের ঘটনা—সব মিলিয়ে একটা ভজকট অবস্থা দুর্বার রাজশাহীর। এবারের বিপিএলে প্রায়ই শিরোনাম হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।নেতিবাচক দিকটাই সেখানে বেশি। দুর্বার রাজশাহীকে অনেকে ব্যঙ্গ করে ‘দুর্বল রাজশাহী’ বলে থাকেন।
৩৭ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগে আজ রাতে নামছে দুই হেভিওয়েট দল লিভারপুল ও বার্সেলোনা। তবে মুখোমুখি নয়, তাদের দেখা যাবে ভিন্ন দুই ম্যাচে। বার্সেলোনা খেলবে বেনফিকার বিপক্ষে। লিভারপুলের প্রতিপক্ষ লিল। অস্ট্রেলিয়ান ওপেনেরও ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে
২ ঘণ্টা আগেভারতের ঘরোয়া ক্রিকেট থেকে বিরাট কোহলি যে একেবারে বিচ্ছিন্ন, তা নয়। প্রতি বছরই তাঁকে দেখা যায় আইপিএল খেলতে। তবে রঞ্জি ট্রফির প্রসঙ্গ যখন আসে, তখন ক্যালেন্ডারের পাতা উল্টে চলে যেতে হবে ২০১২ সালের নভেম্বরে।
২ ঘণ্টা আগেদেশের মাঠে খেলার সুযোগ না হলেও বিদেশি লিগে সাকিব আল হাসানকে দেখা যাচ্ছে প্রায়ই। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইন্টিতে আগেই দল পেয়েছেন সাকিব। এবার তামিম ইকবালও নাম লিখিয়েছেন এই লিগে। দুই জনে খেলবেন দুটি ভিন্ন দলের হয়ে।
৩ ঘণ্টা আগে