নিজস্ব প্রতিবেদক, হায়দরাবাদ থেকে
বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল এবং অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ আজ আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন। হায়দরাবাদে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটিই তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ। বাংলাদেশ দলের অন্যতম এই অলরাউন্ডারকে সম্মান জানাতে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে সেটি অনুষ্ঠিত হবে।
এ নিয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেছেন, ‘মাহমুদউল্লাহ বাংলাদেশের ক্রিকেটের জন্য অসাধারণ অবদান রেখেছেন, বিশেষ করে সংক্ষিপ্ত সংস্করণে। আজকের ম্যাচের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি থেকে বিদায় নিচ্ছেন। বিসিবির পক্ষ থেকে আমরা তাঁকে সম্মান জানাতে ম্যাচ শেষে একটি বিদায়ী স্মারক (ক্রেস্ট) প্রদান করব।’
সংবর্ধনা অনুষ্ঠানে দলের খেলোয়াড়, কোচিং স্টাফরা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। মাহমুদউল্লাহর এই বিদায়কে স্মরণীয় করে রাখতে বিসিবি এই বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে।
এর আগে কানপুর টেস্ট শুরুর আগে টেস্ট ও টি-টোয়েন্টিতে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। দেশসেরা এই অলরাউন্ডার মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে তাঁর খেলা নিয়ে কিছু জটিলতা তৈরি হচ্ছে। বিসিবি সভাপতি সাকিবের টেস্ট খেলার ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব সাকিবের শেষ টেস্ট খেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আশাবাদী। তবে কিছু শিক্ষার্থী সাকিবকে টেস্ট খেলতে না দেওয়ার জন্য মিরপুরে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে, যার মধ্যে মানববন্ধন ও গ্রাফিতি অঙ্কন উল্লেখযোগ্য।
বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল এবং অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ আজ আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন। হায়দরাবাদে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটিই তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ। বাংলাদেশ দলের অন্যতম এই অলরাউন্ডারকে সম্মান জানাতে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে সেটি অনুষ্ঠিত হবে।
এ নিয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেছেন, ‘মাহমুদউল্লাহ বাংলাদেশের ক্রিকেটের জন্য অসাধারণ অবদান রেখেছেন, বিশেষ করে সংক্ষিপ্ত সংস্করণে। আজকের ম্যাচের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি থেকে বিদায় নিচ্ছেন। বিসিবির পক্ষ থেকে আমরা তাঁকে সম্মান জানাতে ম্যাচ শেষে একটি বিদায়ী স্মারক (ক্রেস্ট) প্রদান করব।’
সংবর্ধনা অনুষ্ঠানে দলের খেলোয়াড়, কোচিং স্টাফরা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। মাহমুদউল্লাহর এই বিদায়কে স্মরণীয় করে রাখতে বিসিবি এই বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে।
এর আগে কানপুর টেস্ট শুরুর আগে টেস্ট ও টি-টোয়েন্টিতে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। দেশসেরা এই অলরাউন্ডার মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে তাঁর খেলা নিয়ে কিছু জটিলতা তৈরি হচ্ছে। বিসিবি সভাপতি সাকিবের টেস্ট খেলার ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব সাকিবের শেষ টেস্ট খেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আশাবাদী। তবে কিছু শিক্ষার্থী সাকিবকে টেস্ট খেলতে না দেওয়ার জন্য মিরপুরে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে, যার মধ্যে মানববন্ধন ও গ্রাফিতি অঙ্কন উল্লেখযোগ্য।
আইপিএলে গত আসরে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরের পর্দা উঠছে তাই তাদের ম্যাচ দিয়ে। ঘরের মাঠ ইডেন গার্ডেনসে আগামী ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে তারা। শুরুর মতো আইপিএলের ফাইনাল ম্যাচটিও (২৫ মে) পড়েছে ইডেন গার্ডেনসে। এর আগে দুবারই (২০১৩ ও ২০১৫) আইপিএলের ফাইন
৭ ঘণ্টা আগেনতুন অনুশীলন জার্সিতে দেশে ও দুবাইয়ে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। চ্যাম্পিয়নস ট্রফির মূল ম্যাচের আগে কাল পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে আজ এই টুর্নামেন্টের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
৯ ঘণ্টা আগে২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে পাকিস্তানকে জেতাতে দারুণ অবদান রাখেন মোহাম্মদ আমির। তবে ৮ বছর পর যখন আবার ফিরছে আইসিসির এই ইভেন্ট, তখন তিনি শুধুই দর্শক। কারণ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন।
১২ ঘণ্টা আগেকোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার ঘোষণা দিয়েছিলেন নারী দলের ১৮ ফুটবলার। অবশেষে বিদ্রোহের অবসান ঘটিয়েছেন তাঁরা। রাজি হয়েছেন অনুশীলনে ফিরতে ৷ এমনটাই জানিয়েছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
১৩ ঘণ্টা আগে