
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে পাকিস্তানের টালবাহানা। ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাওয়া আইসিসির এই ইভেন্টে পাকিস্তান খেলবে কি খেলবে না, সেটা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সচিব আরিফ আলী আব্বাসির মতে, এমন ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে পাকিস্তানের সম্পর্কই শুধু খারাপ হচ্ছে।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে আইসিসি বাদ দেওয়ার পরই শুরু হয়েছে পাকিস্তানের বিশ্বকাপ বর্জন নিয়ে আলোচনা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ এখন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সাবেক পিসিবি সচিব আরিফ আলী আব্বাসি বলেন, ‘আমি বুঝতে পারছি বাংলাদেশকে সমর্থন করছে পাকিস্তান। কিন্তু বিশ্বকাপে দল না পাঠিয়ে পিসিবির কী লাভ হবে? আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও অন্যান্য বোর্ড মেম্বারদের সঙ্গে সম্পর্ক খারাপ করা ছাড়া তো আর কিছু হচ্ছে না।’
সূচি অনুযায়ী বিশ্বকাপে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। যার মধ্যে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় হওয়ার কথা ভারত-পাকিস্তান। বিশ্বকাপ পাকিস্তান বর্জন করলে শ্রীলঙ্কার সঙ্গে তাদের (পিসিবি) সম্পর্ক খারাপ হবে বলে মনে করেন আব্বাসি। সাবেক পিসিবি সচিব বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সম্পর্কের কী হবে? যদি পাকিস্তান বিশ্বকাপে না খেলে, তাহলে শ্রীলঙ্কাও ক্ষতিগ্রস্ত হবে। কারণ, আমাদের সব ম্যাচ শ্রীলঙ্কায়। যার মধ্যে একটা ভারতে হওয়ার কথা।’
বাংলাদেশের চার ম্যাচের তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাইস্যুতে বিসিবি ভারতে দল পাঠাতে চায়নি। বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসির কাছে অনেক অনুরোধ করেছিল বিসিবি। আইসিসির ভার্চুয়াল সভায় ভোটাভুটিতে বাংলাদেশ হেরে গিয়েছিল ১২-২ ব্যবধানে। এক পিসিবি ছাড়া আর কেউ বাংলাদেশকে ভোট দেয়নি।
বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি যৌক্তিক ছিল বলে মনে করেন পিসিবির সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ। তিনি বলেন, ‘আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে পাকিস্তান ছাড়া অন্য কোনো বোর্ড বাংলাদেশের সমর্থনে ভোট দেয়নি। যেখানে বাংলাদেশের দাবি ছিল ভারত থেকে তাদের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়া। আমি বাংলাদেশের অবস্থা বুঝতে পারছি। তবে এটাও একটা ব্যাপার যে আইসিসি সভায় তারা কোনো সমর্থন পায়নি।’
২৪ জানুয়ারি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়ে আইসিসি নিয়েছে স্কটল্যান্ডকে। সেদিনই এক সংবাদ সম্মেলনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি না মেনে আইসিসি অন্যায় করেছে। এমনকি সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপ পাকিস্তান বর্জনও করতে পারে উল্লেখ করেছিলেন পিসিবি চেয়ারম্যান। বয়কটের আলোচনার মধ্যে পরের দিন (২৫ জানুয়ারি) বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করে পিসিবি। পরশু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে নাকভি জানিয়েছিলেন, বিশ্বকাপ ইস্যুতে আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি।

বছরের শুরুতে কী ঝড়টাই না বয়ে গেল মোস্তাফিজুর রহমানের ওপর দিয়ে। রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেনার পর কলকাতা নাইট রাইডার্স ছেঁটে ফেলেছে তাঁর নাম। তাঁকে বাদ দেওয়ার ইস্যুতে কীর্তি আজাদ-রবীচন্দ্রন অশ্বিনের মতো ভারতীয় তারকারাও কথা বলেছেন। মোস্তাফিজ এবার পেয়েছেন সুখবর।
২০ মিনিট আগে
দরজায় যথন কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তখন দলগুলোর শক্তি-দুর্বলতা, কত দূর যেতে পারে—এমন ভবিষ্যদ্বাণী নিয়ে কথাবার্তা হওয়ার কথা ছিল। কিন্তু ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে দেখা যাচ্ছে অন্য রকম ঘটনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ মাঠে গড়ায় কি না, সেটা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা
১ ঘণ্টা আগে
নিজেদের কাজটা আগেই সেরে রেখেছিল বাংলাদেশ। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারায় নিগার সুলতানা জ্যোতির দল। এরপর যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের ম্যাচের দিকে তাকিয়ে ছিল তারা। সে ম্যাচের ফলাফল পক্ষে আসায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নি
১ ঘণ্টা আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন মঈন আলী। এ জন্য ইংলিশ কাউন্টি থেকে অবসর নিয়েছিলেন। এক বছরের বেশি সময় পর অবসর ভেঙে ঘরোয়া ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন তারকা অলরাউন্ডার।
৩ ঘণ্টা আগে