নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাকিব আল হাসান বিশ্রাম চেয়েছিলেন। বাঁহাতি অলরাউন্ডারের চাওয়া পূরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বোর্ড তাঁকে বিশ্রাম দিয়েছে। দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন না সাকিব। আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস। ৩০ এপ্রিল পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে দেখা যাবে না বাঁহাতি অলরাউন্ডারকে।
আজ ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলন জালাল ইউনুস বলেছেন, ‘৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিচ্ছি তাকে। সে কোন সংস্করণ খেলবে, সেটা আমরা আলোচনা করে জানাব। সে আজ জানিয়েছে এই সফরে যেতে চাচ্ছে না। সে মানসিক ও শারীরিকভাবে খেলার অবস্থায় নেই।’
জালাল আরও যোগ করেন, ‘সে (সাকিব) বারবার একটি কথা বলেছে, খেলা উপভোগ করছি না। মানসিকভাবে খেলার অবস্থায় নেই। এটা আমরা বিবেচনা করে বলেছি, ঠিক আছে। সে সরাসরি আমাদের জানিয়েছে, এই দক্ষিণ আফ্রিকা সফরে থাকতে চাচ্ছে না। আগামীকাল রাতে সে দেশে ফিরে (এই মুহূর্তে সাকিব আছেন দুবাইয়ে) আমাদের সভাপতির সঙ্গে বসে আলোচনা করবে।’
তিন দিন আগে ব্যক্তিগত কাজে আরব আমিরাতে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে সাকিব সাংবাদিকদের জানান, তিনি এই মুহূর্তে খেলার অবস্থায় নেই। এ নিয়ে গত দুদিন তপ্ত ছিল দেশের ক্রিকেট। সাকিবের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবির শীর্ষ কর্তারা। তাঁরা অবশ্য জানিয়েছিলেন, বাঁহাতি অলরাউন্ডারকে জোর করবেন না। অবশেষে সাকিবের চাওয়া পূরণ হয়েছে। জালাল বলছেন, ‘প্রথমে সে আপনাদের (সংবাদমাধ্যম) বলেছিল, (দক্ষিণ আফ্রিকা সফরে) ওয়ানডে খেলতে চাচ্ছে না। কিন্তু আজ সে জানিয়েছে সে দক্ষিণ আফ্রিকা সফরেই থাকতে চাচ্ছে না। আমরা তাকে ছুটি দিয়েছি।’
৩০ এপ্রিলের পর সাকিবের ব্যাপারে কী সিদ্ধান্ত নেবে বিসিবি কিংবা তাঁকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী বোর্ডের—এ প্রশ্নে জালাল বললেন, ‘ভবিষ্যতের পরিকল্পনা বলতে সামনে আমাদের আরও সিরিজ আছে, সে দেশে ফেরার পর আমাদের সঙ্গে বসে জানাবে।’
সাকিবের বিকল্প হিসেবে দলে কে অন্তর্ভুক্ত হচ্ছে, সেটি এখনো জানা যায়নি। বাঁহাতি অলরাউন্ডারের দেশে ফেরার কথা আগামীকাল। বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকায় রওনা দেবে পরশু শুক্রবার।

সাকিব আল হাসান বিশ্রাম চেয়েছিলেন। বাঁহাতি অলরাউন্ডারের চাওয়া পূরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বোর্ড তাঁকে বিশ্রাম দিয়েছে। দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন না সাকিব। আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস। ৩০ এপ্রিল পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে দেখা যাবে না বাঁহাতি অলরাউন্ডারকে।
আজ ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলন জালাল ইউনুস বলেছেন, ‘৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিচ্ছি তাকে। সে কোন সংস্করণ খেলবে, সেটা আমরা আলোচনা করে জানাব। সে আজ জানিয়েছে এই সফরে যেতে চাচ্ছে না। সে মানসিক ও শারীরিকভাবে খেলার অবস্থায় নেই।’
জালাল আরও যোগ করেন, ‘সে (সাকিব) বারবার একটি কথা বলেছে, খেলা উপভোগ করছি না। মানসিকভাবে খেলার অবস্থায় নেই। এটা আমরা বিবেচনা করে বলেছি, ঠিক আছে। সে সরাসরি আমাদের জানিয়েছে, এই দক্ষিণ আফ্রিকা সফরে থাকতে চাচ্ছে না। আগামীকাল রাতে সে দেশে ফিরে (এই মুহূর্তে সাকিব আছেন দুবাইয়ে) আমাদের সভাপতির সঙ্গে বসে আলোচনা করবে।’
তিন দিন আগে ব্যক্তিগত কাজে আরব আমিরাতে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে সাকিব সাংবাদিকদের জানান, তিনি এই মুহূর্তে খেলার অবস্থায় নেই। এ নিয়ে গত দুদিন তপ্ত ছিল দেশের ক্রিকেট। সাকিবের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবির শীর্ষ কর্তারা। তাঁরা অবশ্য জানিয়েছিলেন, বাঁহাতি অলরাউন্ডারকে জোর করবেন না। অবশেষে সাকিবের চাওয়া পূরণ হয়েছে। জালাল বলছেন, ‘প্রথমে সে আপনাদের (সংবাদমাধ্যম) বলেছিল, (দক্ষিণ আফ্রিকা সফরে) ওয়ানডে খেলতে চাচ্ছে না। কিন্তু আজ সে জানিয়েছে সে দক্ষিণ আফ্রিকা সফরেই থাকতে চাচ্ছে না। আমরা তাকে ছুটি দিয়েছি।’
৩০ এপ্রিলের পর সাকিবের ব্যাপারে কী সিদ্ধান্ত নেবে বিসিবি কিংবা তাঁকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী বোর্ডের—এ প্রশ্নে জালাল বললেন, ‘ভবিষ্যতের পরিকল্পনা বলতে সামনে আমাদের আরও সিরিজ আছে, সে দেশে ফেরার পর আমাদের সঙ্গে বসে জানাবে।’
সাকিবের বিকল্প হিসেবে দলে কে অন্তর্ভুক্ত হচ্ছে, সেটি এখনো জানা যায়নি। বাঁহাতি অলরাউন্ডারের দেশে ফেরার কথা আগামীকাল। বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকায় রওনা দেবে পরশু শুক্রবার।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৭ ঘণ্টা আগে