
সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ‘খলনায়ক’ বনে গিয়েছিলেন সমর্থকদের কাছে। দুর্দান্ত খেলতে থাকা পাকিস্তান হাসান আলীর ওই খলনায়ক বনে যাওয়া এক ক্যাচ মিসেই ম্যাচ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। এক ম্যাচ পরেই পাকিস্তানের জয়ে এবার নায়ক সেই হাসান। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে অল্প রানে বেঁধে রাখতে বড় ভূমিকা রাখেন। দলের জয়ের পর ম্যাচসেরার পুরস্কারও গেছে তাঁর হাতে।
সেই ম্যাচের কদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলেন হাসান। নতুন উদ্যমে ফিরে আসার আশ্বাসও দিয়েছিলেন। হাসান তাঁর রেখেছেন। ম্যাচসেরার পুরস্কারটাও উৎসর্গ করেছেন সেদিন ব্যথিত পাকিস্তান সমর্থকদের। ৪ ওভারে ৪৪ রান দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে বোলিংয়েও হতাশ করেছিলেন তিনি। আজ ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
তা এক ম্যাচ পরেই কীভাবে এতটা বদলে গেলেন হাসান? বাংলাদেশের উইকেট একটা ব্যাপার তো বটেই। সর্বশেষ দুটি সিরিজেও দেখা গেছে বোলারদের রাজত্ব। আজ উইকেট ঠিক সেরকম ধীর গতির না হলেও লো-স্কোরিং ম্যাচই হয়েছে। ম্যাচশেষে হাসানের কণ্ঠেও সেই ধীর গতির উইকেটের প্রতিধ্বনি হলো। তবু সমর্থকদের রোষানল থেকে বদলে যাওয়া বোলিংয়ের রহস্য শোনা যাক তাঁর মুখেই, ‘আমি এখানে বিপিএল খেলেছি এবং জানতাম এটা সাধারণত ধীর গতির পিচ। আমি তাই স্টাম্প টু স্টাম্প বল করেছি এবং উইকেট পেয়েছি।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল কুমিল্লা ভিক্টরিয়ান্সের হয়ে খেলে গিয়েছিলেন হাসান। সেই অভিজ্ঞতাই কাজে লাগিয়েছেন মাহমুদউল্লাহ-আফিফদের বিপক্ষে। ম্যাচ জয়ের এক সম্ভাবনা তৈরি করেও যেটা পারেননি মোস্তাফিজুর রহমান-শরীফুল ইসলামরা। হতাশার এক ম্যাচ পরেই ঘুরে দাঁড়িয়ে ম্যাচসেরা হওয়া নিয়েও নিজের অনুভূতির কথা জানিয়েছেন হাসান, ‘প্রথমে আল্লাহকে ধন্যবাদ দিতে চাই। এটা আমার জন্য অনেক খুশির একটি মুহূর্ত। বিশ্বকাপে আমার পারফরম্যান্স ভালো ছিল না। তবে আপনার ক্যারিয়ারে উত্থান-পতন থাকবে।’

সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ‘খলনায়ক’ বনে গিয়েছিলেন সমর্থকদের কাছে। দুর্দান্ত খেলতে থাকা পাকিস্তান হাসান আলীর ওই খলনায়ক বনে যাওয়া এক ক্যাচ মিসেই ম্যাচ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। এক ম্যাচ পরেই পাকিস্তানের জয়ে এবার নায়ক সেই হাসান। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে অল্প রানে বেঁধে রাখতে বড় ভূমিকা রাখেন। দলের জয়ের পর ম্যাচসেরার পুরস্কারও গেছে তাঁর হাতে।
সেই ম্যাচের কদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলেন হাসান। নতুন উদ্যমে ফিরে আসার আশ্বাসও দিয়েছিলেন। হাসান তাঁর রেখেছেন। ম্যাচসেরার পুরস্কারটাও উৎসর্গ করেছেন সেদিন ব্যথিত পাকিস্তান সমর্থকদের। ৪ ওভারে ৪৪ রান দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে বোলিংয়েও হতাশ করেছিলেন তিনি। আজ ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
তা এক ম্যাচ পরেই কীভাবে এতটা বদলে গেলেন হাসান? বাংলাদেশের উইকেট একটা ব্যাপার তো বটেই। সর্বশেষ দুটি সিরিজেও দেখা গেছে বোলারদের রাজত্ব। আজ উইকেট ঠিক সেরকম ধীর গতির না হলেও লো-স্কোরিং ম্যাচই হয়েছে। ম্যাচশেষে হাসানের কণ্ঠেও সেই ধীর গতির উইকেটের প্রতিধ্বনি হলো। তবু সমর্থকদের রোষানল থেকে বদলে যাওয়া বোলিংয়ের রহস্য শোনা যাক তাঁর মুখেই, ‘আমি এখানে বিপিএল খেলেছি এবং জানতাম এটা সাধারণত ধীর গতির পিচ। আমি তাই স্টাম্প টু স্টাম্প বল করেছি এবং উইকেট পেয়েছি।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল কুমিল্লা ভিক্টরিয়ান্সের হয়ে খেলে গিয়েছিলেন হাসান। সেই অভিজ্ঞতাই কাজে লাগিয়েছেন মাহমুদউল্লাহ-আফিফদের বিপক্ষে। ম্যাচ জয়ের এক সম্ভাবনা তৈরি করেও যেটা পারেননি মোস্তাফিজুর রহমান-শরীফুল ইসলামরা। হতাশার এক ম্যাচ পরেই ঘুরে দাঁড়িয়ে ম্যাচসেরা হওয়া নিয়েও নিজের অনুভূতির কথা জানিয়েছেন হাসান, ‘প্রথমে আল্লাহকে ধন্যবাদ দিতে চাই। এটা আমার জন্য অনেক খুশির একটি মুহূর্ত। বিশ্বকাপে আমার পারফরম্যান্স ভালো ছিল না। তবে আপনার ক্যারিয়ারে উত্থান-পতন থাকবে।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৪ ঘণ্টা আগে