
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহের মতো বাকি। আগেই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে দলগুলো। এবার প্রস্তুতি বিশ্বকাপে যাওয়ার। ওমানে প্রথম রাউন্ড খেলার জন্য আগেভাগে যাবে কিছু দল। সেই দলের একটি শ্রীলঙ্কা। আজই ওমানে যাওয়ার কথা তাদের। যাওয়ার আগে প্রস্তুতির সঙ্গে সাজসজ্জার কাজটাও সেরে যাচ্ছেন শ্রীলঙ্কান খেলোয়াড়েরা।
নতুন চুলের ছাঁটে ওমান যাচ্ছেন খেলোয়াড় আর কোচিং স্টাফরা। আর তাঁদের চুলের ছাঁট দিয়েছেন দানুষ্কা চাথুরাঙ্গা নামে এক নরসুন্দর। শ্রীলঙ্কান খেলোয়াড়দের চুলে ছাঁট দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত এই নরসুন্দর। এ জন্য শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে ধন্যবাদ জানিয়েছেন চাথুরাঙ্গা। লিও সেলুন প্রাইভেট লিমিটেড নামে এক কোম্পানি থেকে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। তাদেরও ধন্যাবাদ জানিয়ে বলেছেন, ‘আমি গর্বিত আমাকে সুযোগ দেওয়ায়। বিশেষ ধন্যবাদ শ্রীলঙ্কা দলের অধিনায়ক দাসুন শানাকাকে।’
খেলোয়াড়দের একসঙ্গে চুলে ছাঁটের ব্যাপারটা ভালোভাবে নেননি ভক্ত-সমর্থকেরা। ছবিগুলো নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছে লিও সেলুন প্রাইভেট লিমিটেড নামে সেই কোম্পানি। সেখানেই চুলের ছাঁট নিয়ে মজা করেছেন ভক্ত-সমর্থকেরা। সাম্প্রতিক সময়ে মাঠে শ্রীলঙ্কা দলের পারফরম্যান্স খুব জুতসই নয়। সেটাকে খোঁচা দিয়ে কয়েকজন লিখেছেন, ‘মাঠে যাই হোক, মাঠের বাইরে সব ঠিকঠাক।’
আরেকজন তো মজার ব্যাপারটা পুরোপুরি ছাড়িয়ে গেছেন! খোঁচা দিতে গিয়ে লিখেছেন, ‘চুলে ছাঁট দিয়ে সবাই ওমানে ভ্রমণে যাচ্ছে।’
শ্রীলঙ্কার খেলোয়াড়েরা নিশ্চয়ই এসব খোঁচা দূরে সরিয়ে রেখে মাঠের বাইরের মতো মাঠেও রাঙাতে চাইবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহের মতো বাকি। আগেই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে দলগুলো। এবার প্রস্তুতি বিশ্বকাপে যাওয়ার। ওমানে প্রথম রাউন্ড খেলার জন্য আগেভাগে যাবে কিছু দল। সেই দলের একটি শ্রীলঙ্কা। আজই ওমানে যাওয়ার কথা তাদের। যাওয়ার আগে প্রস্তুতির সঙ্গে সাজসজ্জার কাজটাও সেরে যাচ্ছেন শ্রীলঙ্কান খেলোয়াড়েরা।
নতুন চুলের ছাঁটে ওমান যাচ্ছেন খেলোয়াড় আর কোচিং স্টাফরা। আর তাঁদের চুলের ছাঁট দিয়েছেন দানুষ্কা চাথুরাঙ্গা নামে এক নরসুন্দর। শ্রীলঙ্কান খেলোয়াড়দের চুলে ছাঁট দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত এই নরসুন্দর। এ জন্য শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে ধন্যবাদ জানিয়েছেন চাথুরাঙ্গা। লিও সেলুন প্রাইভেট লিমিটেড নামে এক কোম্পানি থেকে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। তাদেরও ধন্যাবাদ জানিয়ে বলেছেন, ‘আমি গর্বিত আমাকে সুযোগ দেওয়ায়। বিশেষ ধন্যবাদ শ্রীলঙ্কা দলের অধিনায়ক দাসুন শানাকাকে।’
খেলোয়াড়দের একসঙ্গে চুলে ছাঁটের ব্যাপারটা ভালোভাবে নেননি ভক্ত-সমর্থকেরা। ছবিগুলো নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছে লিও সেলুন প্রাইভেট লিমিটেড নামে সেই কোম্পানি। সেখানেই চুলের ছাঁট নিয়ে মজা করেছেন ভক্ত-সমর্থকেরা। সাম্প্রতিক সময়ে মাঠে শ্রীলঙ্কা দলের পারফরম্যান্স খুব জুতসই নয়। সেটাকে খোঁচা দিয়ে কয়েকজন লিখেছেন, ‘মাঠে যাই হোক, মাঠের বাইরে সব ঠিকঠাক।’
আরেকজন তো মজার ব্যাপারটা পুরোপুরি ছাড়িয়ে গেছেন! খোঁচা দিতে গিয়ে লিখেছেন, ‘চুলে ছাঁট দিয়ে সবাই ওমানে ভ্রমণে যাচ্ছে।’
শ্রীলঙ্কার খেলোয়াড়েরা নিশ্চয়ই এসব খোঁচা দূরে সরিয়ে রেখে মাঠের বাইরের মতো মাঠেও রাঙাতে চাইবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৩ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৪ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৬ ঘণ্টা আগে