
নিউজিল্যান্ডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। গত ৯ আগস্ট বাংলাদেশ সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট। এবার দ্বিতীয় দল হিসেবে দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
চোটে পড়া অ্যারন ফিঞ্চকে নিয়ে শঙ্কা ছিল, সেই ফিঞ্চকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত কোনো সংস্করণে না খেলা জশ ইংলিস দলের নতুন মুখ। দলে ফিরেছেন বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে না থাকা স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্সরা। বাংলাদেশ সফরে আসা স্কোয়াড থেকে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ৯ ক্রিকেটার।
দল ঘোষণার পর অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, এই দল নিয়ে তাঁরা দারুণ আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, ‘টুর্নামেন্টে ভালো কিছু করতে এই দল নিয়ে আমরা আত্মবিশ্বাসী। বিশ্বের সেরা টি-টোয়েন্টি দলের বিপক্ষে ভালো করতে বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আমাদের দলে আছে।’ দলের নতুন মুখ ২৬ বছর বয়সী উইকেটরক্ষক ও ব্যাটসম্যান ইলিংস অনেক দিন ধরেই পাইপলাইনে ছিলেন বলে জানান বেইলি, ‘ইলিংস আমাদের ব্যাটিং অর্ডারে ভারসাম্য আনবে। প্রতিপক্ষকে পাল্টা আক্রমণ ও বড় শট খেলার দক্ষতাও ওর আছে।’
২৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, মার্কাস স্টয়নিস, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল সুয়েপসন ও জশ ইংলিস।
স্ট্যান্ডবাই: ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস ও ড্যানিয়েল স্যামস।

নিউজিল্যান্ডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। গত ৯ আগস্ট বাংলাদেশ সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট। এবার দ্বিতীয় দল হিসেবে দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
চোটে পড়া অ্যারন ফিঞ্চকে নিয়ে শঙ্কা ছিল, সেই ফিঞ্চকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত কোনো সংস্করণে না খেলা জশ ইংলিস দলের নতুন মুখ। দলে ফিরেছেন বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে না থাকা স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্সরা। বাংলাদেশ সফরে আসা স্কোয়াড থেকে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ৯ ক্রিকেটার।
দল ঘোষণার পর অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, এই দল নিয়ে তাঁরা দারুণ আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, ‘টুর্নামেন্টে ভালো কিছু করতে এই দল নিয়ে আমরা আত্মবিশ্বাসী। বিশ্বের সেরা টি-টোয়েন্টি দলের বিপক্ষে ভালো করতে বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আমাদের দলে আছে।’ দলের নতুন মুখ ২৬ বছর বয়সী উইকেটরক্ষক ও ব্যাটসম্যান ইলিংস অনেক দিন ধরেই পাইপলাইনে ছিলেন বলে জানান বেইলি, ‘ইলিংস আমাদের ব্যাটিং অর্ডারে ভারসাম্য আনবে। প্রতিপক্ষকে পাল্টা আক্রমণ ও বড় শট খেলার দক্ষতাও ওর আছে।’
২৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, মার্কাস স্টয়নিস, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল সুয়েপসন ও জশ ইংলিস।
স্ট্যান্ডবাই: ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস ও ড্যানিয়েল স্যামস।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ মিনিট আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৩ ঘণ্টা আগে