
নিউজিল্যান্ডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। গত ৯ আগস্ট বাংলাদেশ সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট। এবার দ্বিতীয় দল হিসেবে দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
চোটে পড়া অ্যারন ফিঞ্চকে নিয়ে শঙ্কা ছিল, সেই ফিঞ্চকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত কোনো সংস্করণে না খেলা জশ ইংলিস দলের নতুন মুখ। দলে ফিরেছেন বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে না থাকা স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্সরা। বাংলাদেশ সফরে আসা স্কোয়াড থেকে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ৯ ক্রিকেটার।
দল ঘোষণার পর অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, এই দল নিয়ে তাঁরা দারুণ আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, ‘টুর্নামেন্টে ভালো কিছু করতে এই দল নিয়ে আমরা আত্মবিশ্বাসী। বিশ্বের সেরা টি-টোয়েন্টি দলের বিপক্ষে ভালো করতে বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আমাদের দলে আছে।’ দলের নতুন মুখ ২৬ বছর বয়সী উইকেটরক্ষক ও ব্যাটসম্যান ইলিংস অনেক দিন ধরেই পাইপলাইনে ছিলেন বলে জানান বেইলি, ‘ইলিংস আমাদের ব্যাটিং অর্ডারে ভারসাম্য আনবে। প্রতিপক্ষকে পাল্টা আক্রমণ ও বড় শট খেলার দক্ষতাও ওর আছে।’
২৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, মার্কাস স্টয়নিস, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল সুয়েপসন ও জশ ইংলিস।
স্ট্যান্ডবাই: ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস ও ড্যানিয়েল স্যামস।

নিউজিল্যান্ডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। গত ৯ আগস্ট বাংলাদেশ সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট। এবার দ্বিতীয় দল হিসেবে দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
চোটে পড়া অ্যারন ফিঞ্চকে নিয়ে শঙ্কা ছিল, সেই ফিঞ্চকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত কোনো সংস্করণে না খেলা জশ ইংলিস দলের নতুন মুখ। দলে ফিরেছেন বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে না থাকা স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্সরা। বাংলাদেশ সফরে আসা স্কোয়াড থেকে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ৯ ক্রিকেটার।
দল ঘোষণার পর অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, এই দল নিয়ে তাঁরা দারুণ আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, ‘টুর্নামেন্টে ভালো কিছু করতে এই দল নিয়ে আমরা আত্মবিশ্বাসী। বিশ্বের সেরা টি-টোয়েন্টি দলের বিপক্ষে ভালো করতে বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আমাদের দলে আছে।’ দলের নতুন মুখ ২৬ বছর বয়সী উইকেটরক্ষক ও ব্যাটসম্যান ইলিংস অনেক দিন ধরেই পাইপলাইনে ছিলেন বলে জানান বেইলি, ‘ইলিংস আমাদের ব্যাটিং অর্ডারে ভারসাম্য আনবে। প্রতিপক্ষকে পাল্টা আক্রমণ ও বড় শট খেলার দক্ষতাও ওর আছে।’
২৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, মার্কাস স্টয়নিস, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল সুয়েপসন ও জশ ইংলিস।
স্ট্যান্ডবাই: ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস ও ড্যানিয়েল স্যামস।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৬ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৬ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৭ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৭ ঘণ্টা আগে