ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ধরে রাখার অভিযানে এবার নেমেছিল পাকিস্তান। তবে শিরোপার কাছাকাছি যাওয়া দূরে থাক, গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। টুর্নামেন্টে এক ম্যাচও জিততে পারেনি রিজওয়ান-বাবর আজমদের দল। তবু দলটির ব্যাংক অ্যাকাউন্টে যোগ হবে কোটি কোটি টাকা।
বাংলাদেশ, পাকিস্তান দুটি দলেরই আগেভাগে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি ছিল স্রেফ নিয়ম রক্ষার। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে খেলা হওয়া দূরে থাক, টসই হতে পারেনি। বাংলাদেশ তাই টুর্নামেন্ট শেষ করেছে ১ পয়েন্ট নিয়ে। পাকিস্তানেরও একই অবস্থা। তবে পয়েন্ট সমান হলেও পাকিস্তানের চেয়ে এগিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। কারণ, নাজমুল হোসেন শান্তর দলের নেট রানরেট -০.৪৪৩ এবং পাকিস্তানের সেটা -১.০৮৭। গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে যাওয়া পাকিস্তান টুর্নামেন্ট থেকে পাচ্ছে ৩ কোটি ২১ লাখ টাকা। কারণ, চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া আট দল এমনিতেই ১ লাখ ২৫ হাজার ডলার করে পাচ্ছে (বাংলাদেশি ১ কোটি ৫১ লাখ টাকা)। আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দুটি দলই পাবে ১ কোটি ৭০ লাখ টাকা করে।
পাকিস্তানের সপ্তম বা অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করাটা নিশ্চিত হয়ে গেছে। সেক্ষেত্রে এখন দুই গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে তাকানো যাক। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করা ভারত, নিউজিল্যান্ড প্রত্যেকেরই পয়েন্ট ৪। নেট রানরেটে এগিয়ে থাকায় গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলেরই পয়েন্ট ৩। এখানেও নেট রানরেটের হিসাবে গ্রুপে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের দুই ম্যাচে ২ পয়েন্ট। অন্যদিকে ইংল্যান্ড এখনো কোনো পয়েন্ট পায়নি। যদি আগামীকাল করাচিতে হতে যাওয়া ম্যাচে ইংল্যান্ডকে যদি দক্ষিণ আফ্রিকা হারিয়ে দেয়, তাহলে ইংলিশরা শূন্য পয়েন্টেই টুর্নামেন্ট শেষ করবে। ইংলিশদের অবস্থান তখন অষ্টম হলেও পাকিস্তানের সপ্তম স্থান থেকে ওপরে ওঠার সুযোগ নেই।
দক্ষিণ আফ্রিকা আগামীকাল জিতলে কিছুটা উপকার হবে বাংলাদেশের। তখন শান্ত-মুশফিকুর রহিমরা ষষ্ঠ অবস্থানে থেকে চ্যাম্পিয়নস ট্রফি শেষ করবেন। তাতে বাংলাদেশ ৫ কোটি ৭৪ লাখ টাকা নিয়ে দেশে ফিরতে পারবে। কারণ, ৫ ও ৬ নম্বরে থাকা দুটি দলই ৪ কোটি ২৩ লাখ টাকা করে পাবে। সঙ্গে অংশগ্রহণ ফি হিসেবে ১ কোটি ৫১ লাখ টাকা তো থাকছেই।
আইসিসি গত ১৪ ফেব্রুয়ারি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির অর্থ পুরস্কার ঘোষণা করেছে। টুর্নামেন্টের মোট অর্থ পুরস্কার ৬৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, যা ২৭ কোটি ৬ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ১১ লাখ ২২ হাজার ডলার (১৩ কোটি ৫৩ লাখ টাকা)। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ফাইনাল ম্যাচের সঙ্গে গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্যও বাড়তি টাকা পাবে।

চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ধরে রাখার অভিযানে এবার নেমেছিল পাকিস্তান। তবে শিরোপার কাছাকাছি যাওয়া দূরে থাক, গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। টুর্নামেন্টে এক ম্যাচও জিততে পারেনি রিজওয়ান-বাবর আজমদের দল। তবু দলটির ব্যাংক অ্যাকাউন্টে যোগ হবে কোটি কোটি টাকা।
বাংলাদেশ, পাকিস্তান দুটি দলেরই আগেভাগে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি ছিল স্রেফ নিয়ম রক্ষার। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে খেলা হওয়া দূরে থাক, টসই হতে পারেনি। বাংলাদেশ তাই টুর্নামেন্ট শেষ করেছে ১ পয়েন্ট নিয়ে। পাকিস্তানেরও একই অবস্থা। তবে পয়েন্ট সমান হলেও পাকিস্তানের চেয়ে এগিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। কারণ, নাজমুল হোসেন শান্তর দলের নেট রানরেট -০.৪৪৩ এবং পাকিস্তানের সেটা -১.০৮৭। গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে যাওয়া পাকিস্তান টুর্নামেন্ট থেকে পাচ্ছে ৩ কোটি ২১ লাখ টাকা। কারণ, চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া আট দল এমনিতেই ১ লাখ ২৫ হাজার ডলার করে পাচ্ছে (বাংলাদেশি ১ কোটি ৫১ লাখ টাকা)। আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দুটি দলই পাবে ১ কোটি ৭০ লাখ টাকা করে।
পাকিস্তানের সপ্তম বা অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করাটা নিশ্চিত হয়ে গেছে। সেক্ষেত্রে এখন দুই গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে তাকানো যাক। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করা ভারত, নিউজিল্যান্ড প্রত্যেকেরই পয়েন্ট ৪। নেট রানরেটে এগিয়ে থাকায় গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলেরই পয়েন্ট ৩। এখানেও নেট রানরেটের হিসাবে গ্রুপে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের দুই ম্যাচে ২ পয়েন্ট। অন্যদিকে ইংল্যান্ড এখনো কোনো পয়েন্ট পায়নি। যদি আগামীকাল করাচিতে হতে যাওয়া ম্যাচে ইংল্যান্ডকে যদি দক্ষিণ আফ্রিকা হারিয়ে দেয়, তাহলে ইংলিশরা শূন্য পয়েন্টেই টুর্নামেন্ট শেষ করবে। ইংলিশদের অবস্থান তখন অষ্টম হলেও পাকিস্তানের সপ্তম স্থান থেকে ওপরে ওঠার সুযোগ নেই।
দক্ষিণ আফ্রিকা আগামীকাল জিতলে কিছুটা উপকার হবে বাংলাদেশের। তখন শান্ত-মুশফিকুর রহিমরা ষষ্ঠ অবস্থানে থেকে চ্যাম্পিয়নস ট্রফি শেষ করবেন। তাতে বাংলাদেশ ৫ কোটি ৭৪ লাখ টাকা নিয়ে দেশে ফিরতে পারবে। কারণ, ৫ ও ৬ নম্বরে থাকা দুটি দলই ৪ কোটি ২৩ লাখ টাকা করে পাবে। সঙ্গে অংশগ্রহণ ফি হিসেবে ১ কোটি ৫১ লাখ টাকা তো থাকছেই।
আইসিসি গত ১৪ ফেব্রুয়ারি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির অর্থ পুরস্কার ঘোষণা করেছে। টুর্নামেন্টের মোট অর্থ পুরস্কার ৬৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, যা ২৭ কোটি ৬ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ১১ লাখ ২২ হাজার ডলার (১৩ কোটি ৫৩ লাখ টাকা)। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ফাইনাল ম্যাচের সঙ্গে গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্যও বাড়তি টাকা পাবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
২ ঘণ্টা আগে