নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বিতীয় ওয়ানডেতেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। বৃষ্টি বাগড়া দেওয়ায় পরিত্যক্ত হয়ে যায় ওই ম্যাচ। তাই সিরিজ জয়ের জন্য শেষ ওয়ানডে পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পেসারদের তোপ দাগানো বোলিং আর তামিম ইকবাল ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ের দিনে খুব সহজেই আজ সেটি করে দেখিয়েছে বাংলাদেশ।
শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়ানডেতে প্রথমবার কোনো দলকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল তারা।
তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের তোপ দাগানো বোলিংয়ে শেষ ওয়ানডেতে ২৮.১ ওভারে আয়ারল্যান্ড ১০১ রানেই অলআউট হয়ে যায়। ওয়ানডেতে আইরিশদের এটি ষষ্ঠ সর্বনিম্ন স্কোর। রান খরায় থাকা ওয়ানডে অধিনায়ক তামিমের ৪০ ও লিটন দাসের ৫০ রানের ইনিংসে মাত্র ১৩.১ ওভারেই লক্ষ্য তাড়া করেছে বাংলাদেশ।
আগের দুই ওয়ানডের মতো আজও টস জেতে আইরিশরা। ওই দুই ম্যাচে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে রীতিমতো বিপদেই পড়েছিল তারা। দুই ওয়ানডেতেই অ্যান্ডি বালবার্নিদের সামনে বড় লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ।
শেষ ওয়ানডেতে সে ভুল আর করেননি আয়ারল্যান্ড অধিনায়ক বালবার্নি। তিনি ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশকে। এতে বাংলাদেশর বোলাররাও সুযোগ পায় আগে বোলিংয়ের পরীক্ষা দিতে। বাংলাদেশের পেস ত্রয়ী– তাসকিন, হাসান ও ইবাদত হোসেনের তোপে বালবার্নি আগে ব্যাটিং নিয়েও এবার স্বস্তি পাননি।
স্পিনারদের বিশ্রাম দিয়ে অধিনায়ক তামিম টানা বোলিং করিয়ে গেছেন পেসারদের। আয়ারল্যান্ডের সব কটি উইকেটই শিকার করেছেন পেসাররা। ব্যাটারদের মধ্যে লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফারই শুধু দুই অঙ্কের ঘর পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। টাকার ২৮ ও ক্যাম্ফারের ব্যাট থেকে আসে ৩৬ রান।
শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েই অসাধারণ বোলিং করেছেন হাসান। ৮.১ ওভারে ৩২ রান দিয়ে এ পেসারের শিকার ৫ উইকেট। এটাই এখন ওয়ানডেতে হাসানের সেরা বোলিং। ধারাবাহিক পারফরম্যান্সের দ্যুতি আজও ছড়িয়েছেন তাসকিন। ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ৬ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন ইবাদত।

দ্বিতীয় ওয়ানডেতেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। বৃষ্টি বাগড়া দেওয়ায় পরিত্যক্ত হয়ে যায় ওই ম্যাচ। তাই সিরিজ জয়ের জন্য শেষ ওয়ানডে পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পেসারদের তোপ দাগানো বোলিং আর তামিম ইকবাল ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ের দিনে খুব সহজেই আজ সেটি করে দেখিয়েছে বাংলাদেশ।
শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়ানডেতে প্রথমবার কোনো দলকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল তারা।
তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের তোপ দাগানো বোলিংয়ে শেষ ওয়ানডেতে ২৮.১ ওভারে আয়ারল্যান্ড ১০১ রানেই অলআউট হয়ে যায়। ওয়ানডেতে আইরিশদের এটি ষষ্ঠ সর্বনিম্ন স্কোর। রান খরায় থাকা ওয়ানডে অধিনায়ক তামিমের ৪০ ও লিটন দাসের ৫০ রানের ইনিংসে মাত্র ১৩.১ ওভারেই লক্ষ্য তাড়া করেছে বাংলাদেশ।
আগের দুই ওয়ানডের মতো আজও টস জেতে আইরিশরা। ওই দুই ম্যাচে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে রীতিমতো বিপদেই পড়েছিল তারা। দুই ওয়ানডেতেই অ্যান্ডি বালবার্নিদের সামনে বড় লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ।
শেষ ওয়ানডেতে সে ভুল আর করেননি আয়ারল্যান্ড অধিনায়ক বালবার্নি। তিনি ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশকে। এতে বাংলাদেশর বোলাররাও সুযোগ পায় আগে বোলিংয়ের পরীক্ষা দিতে। বাংলাদেশের পেস ত্রয়ী– তাসকিন, হাসান ও ইবাদত হোসেনের তোপে বালবার্নি আগে ব্যাটিং নিয়েও এবার স্বস্তি পাননি।
স্পিনারদের বিশ্রাম দিয়ে অধিনায়ক তামিম টানা বোলিং করিয়ে গেছেন পেসারদের। আয়ারল্যান্ডের সব কটি উইকেটই শিকার করেছেন পেসাররা। ব্যাটারদের মধ্যে লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফারই শুধু দুই অঙ্কের ঘর পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। টাকার ২৮ ও ক্যাম্ফারের ব্যাট থেকে আসে ৩৬ রান।
শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েই অসাধারণ বোলিং করেছেন হাসান। ৮.১ ওভারে ৩২ রান দিয়ে এ পেসারের শিকার ৫ উইকেট। এটাই এখন ওয়ানডেতে হাসানের সেরা বোলিং। ধারাবাহিক পারফরম্যান্সের দ্যুতি আজও ছড়িয়েছেন তাসকিন। ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ৬ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন ইবাদত।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৯ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১১ ঘণ্টা আগে