
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে ৪ ম্যাচ খেলে সাকিব আল হাসান শ্রীলঙ্কায় চলে গেছেন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে। গতকাল কানাডায় ফাইনাল খেলেছে সাকিবের টাইগার্স। শেষ বলের রোমাঞ্চে সারে জাগুয়ার্সকে ৫ উইকেটে হারিয়ে এবারের গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন মন্ট্রিয়ল টাইগার্স।
অন্টারিওর ব্রাম্পটন সিএএ সেন্টারে গতকাল ফাইনালে মন্ট্রিয়ল টাইগার্সকে ১৩১ রানের লক্ষ্য দিয়েছে সারে জাগুয়ার্স। তবু এই লক্ষ্য তাড়া করতে মন্ট্রিয়লকে বেগ পোহাতে হয়েছে। রানের খাতা খোলার আগেই উইকেট হারায় মন্ট্রিয়ল। ইনিংসের তৃতীয় বলে স্পেনসার জনসনের বলে বোল্ড হয়ে যান মুহাম্মদ ওয়াসিম। ওয়াসিমের পরে উইকেটে আসেন শ্রীমন্থ বিজয়ারত্নে। বিজয়ারত্নেকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন টাইগার্স অধিনায়ক ক্রিস লিন। দ্বিতীয় উইকেটে ৩৪ বলে ৩৫ রানের জুটি গড়তে অবদান রেখেছেন লিন ও বিজয়ারত্নে। বিজয়ারত্নেকে এলবিডব্লু করে জুটি ভাঙেন আয়ান খান। ১৫ বলে ১২ রান করেন বিজয়ারত্নে।
ওয়াসিম, বিজয়ারত্নেকে হারিয়ে ৬.১ ওভারে টাইগার্সের স্কোর ২ উইকেটে ৩১ রান। টাইগার্সের রান তোলার গতিও ছিল ধীর প্রকৃতির। কিছুক্ষণ পর অধিনায়ক লিনও বিদায় নিয়েছেন। ১২ তম ওভারের প্রথম বলে লিনকে বোল্ড করেন ইফতিখার আহমেদ। ৩৫ বলে ৩১ রান করেন টাইগার্স অধিনায়ক। একই ওভারের চতুর্থ বলে ইফতিখার নিয়েছেন দিলপ্রিত সিংয়ের উইকেট। ইফতিখারের জোড়া ধাক্কায় টাইগার্সের স্কোর হয় ১১.৪ ওভারে ৪ উইকেটে ৬১ রান। এরপর পঞ্চম উইকেটে ৩৮ বলে ৪৫ রানের জুটি গড়েতে অবদান রেখেছেন শারফেন রাদারফোর্ড ও দিপেন্দ্র সিং আইরি। দিপেন্দ্র রিটায়ার্ড আউট হলে উইকেটে আসেন আন্দ্রে রাসেল। ইনিংসের শেষ বলে আম্মার খালিদকে লং অনের ওপর দিয়ে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে টাইগার্সকে শিরোপা এনে দিয়েছেন রাসেল। ৬ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ক্যারিবীয় অলরাউন্ডার।
টস হেরে প্রথমে ব্যাটিং করা সারে ২০ ওভারে ৫ উইকেটে করেছে ১৩০ রান। ফাইনালেও বড় স্কোর করতে পারেননি লিটন দাস। ১৩ বলে ১২ রান করে লিটন বোল্ড হয়েছেন আয়ান আফজাল খানের বলে। ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করেছেন জতিন্দর সিং। টাইগার্সের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন আয়ান খান। ১টি করে উইকেট নিয়েছেন রাসেল, আয়ান খান ও আব্বাস আফ্রিদি।
কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ৪ ম্যাচ খেলে সাকিব করেছেন ১০২ রান।২৫.৫০ গড় ও স্ট্রাইক রেট ১৫৪.৫৪। আর ৭ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে ৪ ম্যাচ খেলে সাকিব আল হাসান শ্রীলঙ্কায় চলে গেছেন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে। গতকাল কানাডায় ফাইনাল খেলেছে সাকিবের টাইগার্স। শেষ বলের রোমাঞ্চে সারে জাগুয়ার্সকে ৫ উইকেটে হারিয়ে এবারের গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন মন্ট্রিয়ল টাইগার্স।
অন্টারিওর ব্রাম্পটন সিএএ সেন্টারে গতকাল ফাইনালে মন্ট্রিয়ল টাইগার্সকে ১৩১ রানের লক্ষ্য দিয়েছে সারে জাগুয়ার্স। তবু এই লক্ষ্য তাড়া করতে মন্ট্রিয়লকে বেগ পোহাতে হয়েছে। রানের খাতা খোলার আগেই উইকেট হারায় মন্ট্রিয়ল। ইনিংসের তৃতীয় বলে স্পেনসার জনসনের বলে বোল্ড হয়ে যান মুহাম্মদ ওয়াসিম। ওয়াসিমের পরে উইকেটে আসেন শ্রীমন্থ বিজয়ারত্নে। বিজয়ারত্নেকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন টাইগার্স অধিনায়ক ক্রিস লিন। দ্বিতীয় উইকেটে ৩৪ বলে ৩৫ রানের জুটি গড়তে অবদান রেখেছেন লিন ও বিজয়ারত্নে। বিজয়ারত্নেকে এলবিডব্লু করে জুটি ভাঙেন আয়ান খান। ১৫ বলে ১২ রান করেন বিজয়ারত্নে।
ওয়াসিম, বিজয়ারত্নেকে হারিয়ে ৬.১ ওভারে টাইগার্সের স্কোর ২ উইকেটে ৩১ রান। টাইগার্সের রান তোলার গতিও ছিল ধীর প্রকৃতির। কিছুক্ষণ পর অধিনায়ক লিনও বিদায় নিয়েছেন। ১২ তম ওভারের প্রথম বলে লিনকে বোল্ড করেন ইফতিখার আহমেদ। ৩৫ বলে ৩১ রান করেন টাইগার্স অধিনায়ক। একই ওভারের চতুর্থ বলে ইফতিখার নিয়েছেন দিলপ্রিত সিংয়ের উইকেট। ইফতিখারের জোড়া ধাক্কায় টাইগার্সের স্কোর হয় ১১.৪ ওভারে ৪ উইকেটে ৬১ রান। এরপর পঞ্চম উইকেটে ৩৮ বলে ৪৫ রানের জুটি গড়েতে অবদান রেখেছেন শারফেন রাদারফোর্ড ও দিপেন্দ্র সিং আইরি। দিপেন্দ্র রিটায়ার্ড আউট হলে উইকেটে আসেন আন্দ্রে রাসেল। ইনিংসের শেষ বলে আম্মার খালিদকে লং অনের ওপর দিয়ে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে টাইগার্সকে শিরোপা এনে দিয়েছেন রাসেল। ৬ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ক্যারিবীয় অলরাউন্ডার।
টস হেরে প্রথমে ব্যাটিং করা সারে ২০ ওভারে ৫ উইকেটে করেছে ১৩০ রান। ফাইনালেও বড় স্কোর করতে পারেননি লিটন দাস। ১৩ বলে ১২ রান করে লিটন বোল্ড হয়েছেন আয়ান আফজাল খানের বলে। ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করেছেন জতিন্দর সিং। টাইগার্সের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন আয়ান খান। ১টি করে উইকেট নিয়েছেন রাসেল, আয়ান খান ও আব্বাস আফ্রিদি।
কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ৪ ম্যাচ খেলে সাকিব করেছেন ১০২ রান।২৫.৫০ গড় ও স্ট্রাইক রেট ১৫৪.৫৪। আর ৭ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট।

আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
১৪ মিনিট আগে
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
১ ঘণ্টা আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৪ ঘণ্টা আগে