ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান পিছিয়ে ১-০ ব্যবধানে। হ্যামিল্টনের সেডন পার্কে পরশু হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডে তাই পাকিস্তানের জন্য ‘বাঁচা-মরা’র ম্যাচ। এই ম্যাচের আগে পাকিস্তান খেল ধাক্কা।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না উসমান খান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল এক বিবৃতিতে সেটা জানিয়েছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে গত পরশু অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোটে পড়েন উসমান। এমআরআই স্ক্যানের পর তাঁর চোট ‘লো-গ্রেড টিয়ার’ বলে নিশ্চিত হওয়া গেছে। এ কারণেই তিনি নেই দ্বিতীয় ওয়ানডের দলে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে প্রথমে নাম ছিল না উসমানের। শেষ মুহূর্তে তিনি দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তাতে পাকিস্তানি এই ক্রিকেটারের অভিষেক হয়ে গেছে ওয়ানডেতেও। নেপিয়ারে পরশু প্রথম ওয়ানডেতে ৩৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেছেন। আব্দুল্লাহ শফিকের সঙ্গে ৭৬ বলে ৮৩ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রেখেছেন উসমান। পাকিস্তানের হয়ে উসমান এখন ২০ ম্যাচ খেলেছেন। যার মধ্যে ১৯ ম্যাচই টি-টোয়েন্টি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১৪.৯৩ গড় ও ১২১.৯৩ স্ট্রাইকরেটে করেন ২৩৯ রান।
নেপিয়ারে পরশু প্রথম ওয়ানডেতে ৩৪৫ রানের লক্ষ্যে নেমে ৩৮.৩ ওভারেই ৩ উইকেটে পাকিস্তান তুলে ফেলে ২৪৯ রান। জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৯ বলে ৯৬ রান। হাতে তখনো ৭ উইকেট। এখান থেকেই ধসের শুরু। ৫.৪ ওভারে ২২ রানে ৭ উইকেট হারিয়ে ৪৪.১ ওভারে ২৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৭৩ রানে প্রথম ওয়ানডে জয়ী নিউজিল্যান্ড পরশু নামে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে। আর পাকিস্তান জিতলে সিরিজ জমে যাবে। ৫ এপ্রিল মাউন্ট মঙ্গানুইয়ের তৃতীয় ওয়ানডেটা তখন হবে সিরিজ নির্ধারণী।
আরও পড়ুন:

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান পিছিয়ে ১-০ ব্যবধানে। হ্যামিল্টনের সেডন পার্কে পরশু হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডে তাই পাকিস্তানের জন্য ‘বাঁচা-মরা’র ম্যাচ। এই ম্যাচের আগে পাকিস্তান খেল ধাক্কা।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না উসমান খান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল এক বিবৃতিতে সেটা জানিয়েছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে গত পরশু অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোটে পড়েন উসমান। এমআরআই স্ক্যানের পর তাঁর চোট ‘লো-গ্রেড টিয়ার’ বলে নিশ্চিত হওয়া গেছে। এ কারণেই তিনি নেই দ্বিতীয় ওয়ানডের দলে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে প্রথমে নাম ছিল না উসমানের। শেষ মুহূর্তে তিনি দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তাতে পাকিস্তানি এই ক্রিকেটারের অভিষেক হয়ে গেছে ওয়ানডেতেও। নেপিয়ারে পরশু প্রথম ওয়ানডেতে ৩৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেছেন। আব্দুল্লাহ শফিকের সঙ্গে ৭৬ বলে ৮৩ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রেখেছেন উসমান। পাকিস্তানের হয়ে উসমান এখন ২০ ম্যাচ খেলেছেন। যার মধ্যে ১৯ ম্যাচই টি-টোয়েন্টি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১৪.৯৩ গড় ও ১২১.৯৩ স্ট্রাইকরেটে করেন ২৩৯ রান।
নেপিয়ারে পরশু প্রথম ওয়ানডেতে ৩৪৫ রানের লক্ষ্যে নেমে ৩৮.৩ ওভারেই ৩ উইকেটে পাকিস্তান তুলে ফেলে ২৪৯ রান। জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৯ বলে ৯৬ রান। হাতে তখনো ৭ উইকেট। এখান থেকেই ধসের শুরু। ৫.৪ ওভারে ২২ রানে ৭ উইকেট হারিয়ে ৪৪.১ ওভারে ২৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৭৩ রানে প্রথম ওয়ানডে জয়ী নিউজিল্যান্ড পরশু নামে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে। আর পাকিস্তান জিতলে সিরিজ জমে যাবে। ৫ এপ্রিল মাউন্ট মঙ্গানুইয়ের তৃতীয় ওয়ানডেটা তখন হবে সিরিজ নির্ধারণী।
আরও পড়ুন:

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৭ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে