
এবারের আইপিএলে সময়টা দুর্দান্ত কাটছে শুবমান গিলের। অধিনায়কত্বের বাহুবন্ধনী পেয়ে গুজরাট টাইটানসে সামনে থেকে নেতৃত্বও দিচ্ছেন তিনি। ৪ ম্যাচে ১৬৪ রানে দলের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক উদীয়মান এই ব্যাটার।
২০২২ সাল থেকে গুজরাটের হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন গিল। সর্বশেষ মৌসুমে তো ৮৯০ রান নিয়ে শীর্ষে ছিলেন ২৪ বছর বয়সী ব্যাটার। গুজরাটের হয়ে সময়টা দুর্দান্ত কাটলেও পুরোনো দলকে হয়তো ভুলতে পারেননি তিনি। তা না হলে মজার ছলে শাহরুখ খানের কাছে এমন প্রশ্ন করবেন কেন তিনি?
মজার ছলে বলিউডের বাদশা খ্যাত শাহরুখের কাছে গিল জানতে চেয়েছেন কেন তাঁকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রশ্নটা অবশ্য সরাসরি বলিউড অভিনেতাকে করেননি ভারতীয় ব্যাটার। বিশ্বসংগীতের জনপ্রিয় এক গায়কের মাধ্যমে উত্তরটা জানতে চেয়েছেন তিনি। সেই গায়ক হচ্ছেন এড শিরান।
গত মাসে মুম্বাইয়ে পারফর্ম করতে ভারতে এসেছিলেন শিরান। গান গাইতে এসে দুর্দান্ত সময় কাটিয়েছেন এই ইংরেজ গায়ক। শুধু পারফর্মই করেননি, ভারতের বিভিন্ন অঙ্গনের বেশ কজন সেলিব্রেটির সঙ্গে দেখাও করেছেন তিনি। তাঁদের মধ্যে ছিলেন শাহরুখ, গিল ও কৌতুক অভিনেতা তন্ময় ভাট। গিলের সঙ্গে ক্রিকেটও খেলেছেন শিরান।
গিল ও তন্ময়ের সঙ্গে এক রেস্টুরেন্টে খাওয়ার সময়ই শাহরুখ প্রসঙ্গ সামনে এনেছিলেন শিরান। ইংরেজ গায়ক বলছিলেন, ‘আজ রাতে শাহরুখের বাসায় যাচ্ছি।’ সে সময় প্রতি উত্তরে গিল বলেন, ‘আমি তাঁর দলে খেলতাম।’ শোনার পর শিরান অবাক হয়ে প্রশ্ন করেন, ‘তুমি খেলেছ? তাঁর দল আছে?’ এ সময় তন্ময় উত্তর দেন, ‘হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্স তাঁর দল।’ এরপরেই গিল মজার ছলে বলেন, ‘তাঁকে জিজ্ঞেস করবে, কেন আমাকে ধরে রাখেনি।’ এটা বলার পরেই একসঙ্গে সবাই হেসে ওঠেন।
২০১৮-২০২১ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে খেলছেন গিল। এ সময় দুবারের আইপিএল চ্যাম্পিয়নদের হয়ে ভালো ছন্দেও ছিলেন তিনি। কলকাতার পারফরম্যান্স দিয়েই জাতীয় দলে সুযোগ পাওয়ার পথ তৈরি করেন তিনি। তার পরও হঠাৎ করেই ১ কোটি ৮০ লাখ ভারতীয় মুদ্রায় কেনা ব্যাটারকে ছেড়ে দেয় কলকাতা। গুজরাটে যোগ দেওয়ার আগে কলকাতার হয়ে ৫৮ ম্যাচ খেলে ১৪১৭ রান করেছেন গিল।

এবারের আইপিএলে সময়টা দুর্দান্ত কাটছে শুবমান গিলের। অধিনায়কত্বের বাহুবন্ধনী পেয়ে গুজরাট টাইটানসে সামনে থেকে নেতৃত্বও দিচ্ছেন তিনি। ৪ ম্যাচে ১৬৪ রানে দলের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক উদীয়মান এই ব্যাটার।
২০২২ সাল থেকে গুজরাটের হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন গিল। সর্বশেষ মৌসুমে তো ৮৯০ রান নিয়ে শীর্ষে ছিলেন ২৪ বছর বয়সী ব্যাটার। গুজরাটের হয়ে সময়টা দুর্দান্ত কাটলেও পুরোনো দলকে হয়তো ভুলতে পারেননি তিনি। তা না হলে মজার ছলে শাহরুখ খানের কাছে এমন প্রশ্ন করবেন কেন তিনি?
মজার ছলে বলিউডের বাদশা খ্যাত শাহরুখের কাছে গিল জানতে চেয়েছেন কেন তাঁকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রশ্নটা অবশ্য সরাসরি বলিউড অভিনেতাকে করেননি ভারতীয় ব্যাটার। বিশ্বসংগীতের জনপ্রিয় এক গায়কের মাধ্যমে উত্তরটা জানতে চেয়েছেন তিনি। সেই গায়ক হচ্ছেন এড শিরান।
গত মাসে মুম্বাইয়ে পারফর্ম করতে ভারতে এসেছিলেন শিরান। গান গাইতে এসে দুর্দান্ত সময় কাটিয়েছেন এই ইংরেজ গায়ক। শুধু পারফর্মই করেননি, ভারতের বিভিন্ন অঙ্গনের বেশ কজন সেলিব্রেটির সঙ্গে দেখাও করেছেন তিনি। তাঁদের মধ্যে ছিলেন শাহরুখ, গিল ও কৌতুক অভিনেতা তন্ময় ভাট। গিলের সঙ্গে ক্রিকেটও খেলেছেন শিরান।
গিল ও তন্ময়ের সঙ্গে এক রেস্টুরেন্টে খাওয়ার সময়ই শাহরুখ প্রসঙ্গ সামনে এনেছিলেন শিরান। ইংরেজ গায়ক বলছিলেন, ‘আজ রাতে শাহরুখের বাসায় যাচ্ছি।’ সে সময় প্রতি উত্তরে গিল বলেন, ‘আমি তাঁর দলে খেলতাম।’ শোনার পর শিরান অবাক হয়ে প্রশ্ন করেন, ‘তুমি খেলেছ? তাঁর দল আছে?’ এ সময় তন্ময় উত্তর দেন, ‘হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্স তাঁর দল।’ এরপরেই গিল মজার ছলে বলেন, ‘তাঁকে জিজ্ঞেস করবে, কেন আমাকে ধরে রাখেনি।’ এটা বলার পরেই একসঙ্গে সবাই হেসে ওঠেন।
২০১৮-২০২১ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে খেলছেন গিল। এ সময় দুবারের আইপিএল চ্যাম্পিয়নদের হয়ে ভালো ছন্দেও ছিলেন তিনি। কলকাতার পারফরম্যান্স দিয়েই জাতীয় দলে সুযোগ পাওয়ার পথ তৈরি করেন তিনি। তার পরও হঠাৎ করেই ১ কোটি ৮০ লাখ ভারতীয় মুদ্রায় কেনা ব্যাটারকে ছেড়ে দেয় কলকাতা। গুজরাটে যোগ দেওয়ার আগে কলকাতার হয়ে ৫৮ ম্যাচ খেলে ১৪১৭ রান করেছেন গিল।

শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩৪ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
২ ঘণ্টা আগে