Ajker Patrika

হারের ‘সেঞ্চুরি’র রেকর্ড বাংলাদেশের, অপেক্ষায় উইন্ডিজ

আপডেট : ২৪ মে ২০২৪, ১৫: ২৬
হারের ‘সেঞ্চুরি’র রেকর্ড বাংলাদেশের, অপেক্ষায় উইন্ডিজ

হিউস্টন থেকে কিংসটন—দূরত্ব প্রায় ২ হাজার ৩০০ কিলোমিটার। দুই দেশের দুই শহরে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ছিল টি-টোয়েন্টিতে শততম ম্যাচ হারের বিব্রতকর রেকর্ডের সামনে দাঁড়িয়ে। টেক্সাস রাজ্যের শহরে বাংলাদেশ প্রথম দল হিসেবে হারের সেঞ্চুরি পূর্ণ করে। 

যুক্তরাষ্ট্রের বিপক্ষে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল। তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরতে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৪৫ রান। শেষ তিন ওভারে সফরকারীদের দরকার ছিল ২১ রান, হাতে ৪ উইকেট। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ৬ রানে হারেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। বাংলাদেশের শততম ম্যাচ হারার রেশ কাটতে না কাটতেই জ্যামাইকার কিংসটনে শুরু হয় ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি। সেই ম্যাচে ২৮ রানে জিতে আপাতত বিব্রতকর রেকর্ড এড়াল উইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রান করেছে উইন্ডিজ। রান তাড়া করতে নেমে প্রোটিয়ারা অলআউট হয় ১৯.৫ ওভারে ১৪৭ রানে। 
 
১০০ ম্যাচ হেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ হারের রেকর্ডে শীর্ষে এখন বাংলাদেশ। দুইয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ৯৯ ম্যাচ। তিন, চার ও পাঁচে থাকা শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে হেরেছে যথাক্রমে ৯৮, ৯৫ ও ৯০ ম্যাচ। জিম্বাবুয়ে বিশ্বকাপে খেলতে না পারায় তাদের শততম পরাজয় দেখতে একটু অপেক্ষা করতেই হচ্ছে। উইন্ডিজের পর বিব্রতকর রেকর্ডটির কাছাকাছি রয়েছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে সব দলই চারটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। শ্রীলঙ্কার গ্রুপে রয়েছে বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে ২ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৯ ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি: এএফপিওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের সেঞ্চুরি হতে পারে বিশ্বকাপের আগেই। ২৫ ও ২৬ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা। শেষ দুই টি-টোয়েন্টি হবে কিংসটনে। 
 
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারা  দশ দল
                                ম্যাচ
বাংলাদেশ                  ১০০ 
ওয়েস্ট ইন্ডিজ            ৯৯ 
শ্রীলঙ্কা                      ৯৮ 
জিম্বাবুয়ে                   ৯৫ 
নিউজিল্যান্ড               ৯০
পাকিস্তান                   ৮৯ 
আয়ারল্যান্ড               ৮৬ 
অস্ট্রেলিয়া                  ৮১
ইংল্যান্ড                      ৮০ 
দক্ষিণ আফ্রিকা           ৭৪

*২৩ মে ২০২৪ ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি  পর্যন্ত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত