নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

দুবাইয়ে আরাভ খান নামে এক ব্যবসায়ীর জুয়েলারি শপ উদ্বোধনে যাওয়া নিয়ে সাকিব আল হাসানকে ঘিরে বেশ আলোচনা হচ্ছে। গত কদিন এ নিয়ে বেশ তর্ক-বিতর্ক চলছে। বিতর্কের মাঝে আজ প্রথমবার বিসিবির কোনো কর্মকর্তা এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বললেন।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, 'অবশ্যই (বিতর্কিত ইস্যুতে সাকিবের পাশে থাকা নিয়ে)। কারণ, সাকিব শুধু আমাদের বিসিবির সম্পদ না, দেশের সম্পদ। তার দেখভাল করা আমাদের দায়িত্ব।' সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের ফাঁকে জালাল ইউনুস এ কথা বলেছেন।
সাকিবের দুবাইয়ে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বিসিবি জানত না বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেছেন, 'আমরা জানতাম না। আমার ক্রিকেট অপারেশন্স জানে না ব্যাপারটা। গ্যাপের (ইংল্যান্ড সিরিজ) মাঝখানে একটা ছুটি ছিল। দুটা সিরিজের মাঝখানে একটা ছুটির মতো ছিল, সেটা সে নিয়েছে। আমরা জানতাম, ১৭ তারিখ দলের সঙ্গে যোগ করবে। কোথায় গেছে কী করেছে, বা কার সঙ্গে কী ছিল, বাণিজ্যিক ইনভলমেন্ট ছিল কি না, এটা আমরা পরে জানতে পেরেছি।'
বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়ে জালাল ইউনুস আরও বলেছেন, 'এখানে ক্রিকেট অপারেশন্স থেকে আমরা দেখবো, কেন্দ্রিয় চুক্তিতে কী আছে তার। সেটা ভাঙা হয়েছে কি না। বাণিজ্যিক চুক্তি বোর্ডের সঙ্গে সাংঘষিক করে কি না। যদি তেমন কিছু থাকে ডিসিপ্লিনারি কমিটিতে আমরা রেফার করতে পারি। এজন্য বললাম কোনো কিছু না জেনে, সবার থেকে জিজ্ঞেস না করে, ব্যাপারটা পুরোপুরি তদন্ত না করে মন্তব্য করা ঠিক হবে না।'

দুবাইয়ে আরাভ খান নামে এক ব্যবসায়ীর জুয়েলারি শপ উদ্বোধনে যাওয়া নিয়ে সাকিব আল হাসানকে ঘিরে বেশ আলোচনা হচ্ছে। গত কদিন এ নিয়ে বেশ তর্ক-বিতর্ক চলছে। বিতর্কের মাঝে আজ প্রথমবার বিসিবির কোনো কর্মকর্তা এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বললেন।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, 'অবশ্যই (বিতর্কিত ইস্যুতে সাকিবের পাশে থাকা নিয়ে)। কারণ, সাকিব শুধু আমাদের বিসিবির সম্পদ না, দেশের সম্পদ। তার দেখভাল করা আমাদের দায়িত্ব।' সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের ফাঁকে জালাল ইউনুস এ কথা বলেছেন।
সাকিবের দুবাইয়ে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বিসিবি জানত না বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেছেন, 'আমরা জানতাম না। আমার ক্রিকেট অপারেশন্স জানে না ব্যাপারটা। গ্যাপের (ইংল্যান্ড সিরিজ) মাঝখানে একটা ছুটি ছিল। দুটা সিরিজের মাঝখানে একটা ছুটির মতো ছিল, সেটা সে নিয়েছে। আমরা জানতাম, ১৭ তারিখ দলের সঙ্গে যোগ করবে। কোথায় গেছে কী করেছে, বা কার সঙ্গে কী ছিল, বাণিজ্যিক ইনভলমেন্ট ছিল কি না, এটা আমরা পরে জানতে পেরেছি।'
বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়ে জালাল ইউনুস আরও বলেছেন, 'এখানে ক্রিকেট অপারেশন্স থেকে আমরা দেখবো, কেন্দ্রিয় চুক্তিতে কী আছে তার। সেটা ভাঙা হয়েছে কি না। বাণিজ্যিক চুক্তি বোর্ডের সঙ্গে সাংঘষিক করে কি না। যদি তেমন কিছু থাকে ডিসিপ্লিনারি কমিটিতে আমরা রেফার করতে পারি। এজন্য বললাম কোনো কিছু না জেনে, সবার থেকে জিজ্ঞেস না করে, ব্যাপারটা পুরোপুরি তদন্ত না করে মন্তব্য করা ঠিক হবে না।'

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টিসহ বিশ্বের প্রায় সব ধরনের টুর্নামেন্টেই দেখা যায় আফগানিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টগুলোতে
১৯ মিনিট আগে
সময় যত এগোচ্ছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ-উদ্দীপনা বাড়ছে। শুরু হলেও এখনই টের পাওয়া যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ। ৩৩ দিনে ৫০০ কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। ২০০-এর বেশি দেশের বিপুল পরিমাণ দর্শক মাঠে বসে খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে গতকাল থেকেই উত্তপ্ত দেশের ক্রিকেট। তিনি পদত্যাগ না করলে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন গত রাতেই সব ধরনের ক্রিকেট বন্ধের হুমকি দিয়েছেন। ক্রিকেটাররা হোটেল শেরাটনে যাচ্ছেন।
২ ঘণ্টা আগে
তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’, ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া—গত কয়েক দিনে নানা রকম বিতর্কিত মন্তব্য করা এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
২ ঘণ্টা আগে