Ajker Patrika

এবার আসছে ৯০ বলের ক্রিকেট

আপডেট : ২৭ জুন ২০২১, ২১: ৩৪
এবার আসছে ৯০ বলের ক্রিকেট

ঢাকা: টি-টোয়েন্টি, টি-টেন, দ্য হান্ড্রেডের পর এবার আসছে ৯০ বলের ক্রিকেট ‘নাইন্টি-ব্যাশ’। আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি) ফ্রাঞ্চাইজিভিত্তিক ৯০ বলের টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আগামী বছর আরব আমিরাতে হতে পারে এই টুর্নামেন্ট ।

৯০ বলের টুর্নামেন্ট আয়োজনের প্রধান উদ্যোক্তা হিসেবে আছেন বুখাতির গ্রুপের চেয়ারম্যান আব্দুল রেহমান বুখাতির, তাঁর ছেলে খালাফ বুখাতির ও করাচি কিংসের মালিক সালমান ইকবাল। শুক্রবার আবুধাবিতে আমিরাত সংস্কৃতি ও যুব মন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান, ইসিবি চেয়ারম্যান তায়েব কামালি, ইসিবির ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনির উপস্থিতিতে নাইনটি ব্যাশের উদ্বোধন করা হয়। আব্দুল রেহমান বুখাতির বলেছেন, ‘আমিরাতে যেদিন থেকে ক্রিকেট শুরু হয়েছে, আমি সেদিন থেকেই আছি। নতুন এই সংস্করণ আমিরাতে ক্রিকেটের সম্প্রসারণে অবদান রাখবে। নাইনটি ব্যাশের এই টুর্নামেন্টটি আমিরাতের পাশাপাশি পুরো বিশ্বে অনেক বড় ফ্যানবেজ তৈরি করবে বলে আশা করছি।’

এরই মধ্যে বড় বড় পৃষ্ঠপোষকরা আগ্রহ দেখিয়েছে টুর্নামেন্টটির ব্যাপারে। অন্যতম পৃষ্ঠপোষক এ আর ওয়াই ডিজিটাল নেটওয়ার্কের প্রধান ইকবাল ক্রিকবাজকে বলেছেন, ‘৯০ বলের এই টুর্নামেন্টটি আধুনিক ঘরানার ক্রিকেটে অনেক আকর্ষণীয় হবে। বিশেষ করে টি-টেন টুর্নামেন্ট যেহেতু অনেক কম সময়ে হয়ে যায়, নাইনটি ব্যাশের এই টুর্নামেটটি তাই অনেক জনপ্রিয় হবে। এই টুর্নামেন্ট থেকে অনেক তরুণ খেলোয়াড় পাওয়া সম্ভব বলে আশা করছি। টুর্নামেন্টটি গোটা বিশ্বে ক্রিকেটের সম্প্রসারণে অবদান রাখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত