
ঢাকা: টি-টোয়েন্টি, টি-টেন, দ্য হান্ড্রেডের পর এবার আসছে ৯০ বলের ক্রিকেট ‘নাইন্টি-ব্যাশ’। আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি) ফ্রাঞ্চাইজিভিত্তিক ৯০ বলের টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আগামী বছর আরব আমিরাতে হতে পারে এই টুর্নামেন্ট ।
৯০ বলের টুর্নামেন্ট আয়োজনের প্রধান উদ্যোক্তা হিসেবে আছেন বুখাতির গ্রুপের চেয়ারম্যান আব্দুল রেহমান বুখাতির, তাঁর ছেলে খালাফ বুখাতির ও করাচি কিংসের মালিক সালমান ইকবাল। শুক্রবার আবুধাবিতে আমিরাত সংস্কৃতি ও যুব মন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান, ইসিবি চেয়ারম্যান তায়েব কামালি, ইসিবির ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনির উপস্থিতিতে নাইনটি ব্যাশের উদ্বোধন করা হয়। আব্দুল রেহমান বুখাতির বলেছেন, ‘আমিরাতে যেদিন থেকে ক্রিকেট শুরু হয়েছে, আমি সেদিন থেকেই আছি। নতুন এই সংস্করণ আমিরাতে ক্রিকেটের সম্প্রসারণে অবদান রাখবে। নাইনটি ব্যাশের এই টুর্নামেন্টটি আমিরাতের পাশাপাশি পুরো বিশ্বে অনেক বড় ফ্যানবেজ তৈরি করবে বলে আশা করছি।’
এরই মধ্যে বড় বড় পৃষ্ঠপোষকরা আগ্রহ দেখিয়েছে টুর্নামেন্টটির ব্যাপারে। অন্যতম পৃষ্ঠপোষক এ আর ওয়াই ডিজিটাল নেটওয়ার্কের প্রধান ইকবাল ক্রিকবাজকে বলেছেন, ‘৯০ বলের এই টুর্নামেন্টটি আধুনিক ঘরানার ক্রিকেটে অনেক আকর্ষণীয় হবে। বিশেষ করে টি-টেন টুর্নামেন্ট যেহেতু অনেক কম সময়ে হয়ে যায়, নাইনটি ব্যাশের এই টুর্নামেটটি তাই অনেক জনপ্রিয় হবে। এই টুর্নামেন্ট থেকে অনেক তরুণ খেলোয়াড় পাওয়া সম্ভব বলে আশা করছি। টুর্নামেন্টটি গোটা বিশ্বে ক্রিকেটের সম্প্রসারণে অবদান রাখবে।’

ঢাকা: টি-টোয়েন্টি, টি-টেন, দ্য হান্ড্রেডের পর এবার আসছে ৯০ বলের ক্রিকেট ‘নাইন্টি-ব্যাশ’। আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি) ফ্রাঞ্চাইজিভিত্তিক ৯০ বলের টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আগামী বছর আরব আমিরাতে হতে পারে এই টুর্নামেন্ট ।
৯০ বলের টুর্নামেন্ট আয়োজনের প্রধান উদ্যোক্তা হিসেবে আছেন বুখাতির গ্রুপের চেয়ারম্যান আব্দুল রেহমান বুখাতির, তাঁর ছেলে খালাফ বুখাতির ও করাচি কিংসের মালিক সালমান ইকবাল। শুক্রবার আবুধাবিতে আমিরাত সংস্কৃতি ও যুব মন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান, ইসিবি চেয়ারম্যান তায়েব কামালি, ইসিবির ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনির উপস্থিতিতে নাইনটি ব্যাশের উদ্বোধন করা হয়। আব্দুল রেহমান বুখাতির বলেছেন, ‘আমিরাতে যেদিন থেকে ক্রিকেট শুরু হয়েছে, আমি সেদিন থেকেই আছি। নতুন এই সংস্করণ আমিরাতে ক্রিকেটের সম্প্রসারণে অবদান রাখবে। নাইনটি ব্যাশের এই টুর্নামেন্টটি আমিরাতের পাশাপাশি পুরো বিশ্বে অনেক বড় ফ্যানবেজ তৈরি করবে বলে আশা করছি।’
এরই মধ্যে বড় বড় পৃষ্ঠপোষকরা আগ্রহ দেখিয়েছে টুর্নামেন্টটির ব্যাপারে। অন্যতম পৃষ্ঠপোষক এ আর ওয়াই ডিজিটাল নেটওয়ার্কের প্রধান ইকবাল ক্রিকবাজকে বলেছেন, ‘৯০ বলের এই টুর্নামেন্টটি আধুনিক ঘরানার ক্রিকেটে অনেক আকর্ষণীয় হবে। বিশেষ করে টি-টেন টুর্নামেন্ট যেহেতু অনেক কম সময়ে হয়ে যায়, নাইনটি ব্যাশের এই টুর্নামেটটি তাই অনেক জনপ্রিয় হবে। এই টুর্নামেন্ট থেকে অনেক তরুণ খেলোয়াড় পাওয়া সম্ভব বলে আশা করছি। টুর্নামেন্টটি গোটা বিশ্বে ক্রিকেটের সম্প্রসারণে অবদান রাখবে।’

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ মিনিট আগে
বিশ্বকাপ নাকি বৃষ্টিকাপ—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যেভাবে বৃষ্টি বাগড়া দিচ্ছে, তাতে এমন প্রশ্ন দর্শকেরা করতেই পারেন। বুলাওয়েতে আজ আবহাওয়ার পূর্বাভাস সত্যি করেই বাংলাদেশ-নিউজিল্যান্ড যুব বিশ্বকাপের ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচে শেষ পর্যন্ত জিতে গেছে বৃষ্টি।
৩০ মিনিট আগে
প্লে অফ সামনে রেখে ক্রিস ওকসকে দলে নিয়েছে সিলেট টাইটানস। আজ এলিমিনেটরে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলে অভিষেক হয় সাবেক এই ইংলিশ অলরাউন্ডারের। অভিষেকেই শেষ বলে ছক্কা মেরে সিলেটকে জিতিয়ে প্রশংসা কুড়াচ্ছেন। ওকস জানালেন, তাঁর বিপিএলে আসার পেছনে বড় ভূমিকা রেখেছেন মঈন আলী।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ঘনিয়ে আসছে। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। মিরপুর শেরেবাংলায় আজ রংপুর রাইডার্স-সিলেট টাইটানস এলিমিনেটর ম্যাচ শেষে যখন সংবাদ সম্মেলনে এসেছেন, বেশির ভাগ প্রশ্নই হয়েছে বিশ্বকাপকেন্দ্রিক।
২ ঘণ্টা আগে